বিপিএল
Trending

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩~চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড

5/5 - (1 vote)

বিপিএল ২০২৩ নবম আসর শুরু হবে ৬ জানুয়ারী ২০২৩ সালে। ইতিমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩ তালিকা প্রকাশ করেছে দলটি। দেশি এবং বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে প্রকাশ করা খেলোয়াড় তালিকায় রয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, ম্যাক্স ও’ডাউড, কার্টিস ক্যাম্পার সহ আরো তারকারা। একনজরে দেখে নিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩ তালিকা। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩~বিপিএল ২০২৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩ তালিকা

খেলোয়াড় নামভূমিকাদেশ
আফিফ হোসেন ( আইকন )আলরাউন্ডারবাংলাদেশ
শুভাগত হোমআলরাউন্ডারবাংলাদেশ
মেহেদী হাসান রানাবলারবাংলাদেশ
ইরফান শুক্কুরউইকেট কিপার ব্যাটসম্যানবাংলাদেশ
মৃত্যুঞ্জয় চৌধুরীবলারবাংলাদেশ
জিয়াউর রহমানআলরাউন্ডারবাংলাদেশ
মেহেদী মারুফব্যাটসম্যানবাংলাদেশ
ফরহাদ রেজাআলরাউন্ডারবাংলাদেশ
আবু জায়েদ রাহিবলারবাংলাদেশ
তৌফিক খান তুষারব্যাটসম্যানবাংলাদেশ
বিশ্ব ফার্নান্দোআলরাউন্ডারশ্রীলঙ্কা
আশান প্রিয়ঞ্জনআলরাউন্ডারশ্রীলঙ্কা
কার্টিস ক্যাম্পারআলরাউন্ডারনেদারল্যান্ডাস
ম্যাক্স ও'ডাউডউন্মুক্ত চাঁদনেদারল্যান্ডাস
উন্মুক্ত চাঁদউন্মুক্ত চাঁদইউএসএ
তাইজুল ইসলামব্যাটসম্যানবাংলাদেশ
উসমান খানব্যাটসম্যানপাকিস্তান

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটসম্যান খেলোয়াড় তালিকা

বিপিএল ২০২৩ নবম আসরের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের খেলোয়াড় তালিকা সাজাতে ৫জন ব্যাটসম্যান খেলোয়াড় তালিকা সাজিয়েছে। যেখানে একমাত্র বাংলাদেশী ক্রিকাটার মেহেদী মারুফ আছে। ৪ জন বিদেশী ব্যাটসম্যানের উপর আস্থা রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি ২০ তে বেশ ভাল খেলা ম্যাক্স ও’ডাউডকে নিয়ে অনেকটাই আশাবাদী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

  • মেহেদী মারুফ
  • আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা )
  • ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস )
  • উন্মুক্ত চাঁদ ( ইউএসএ )
  • উসমান খান ( পাকিস্থান )
  • অভিষেক মিত্র

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলরাউন্ডার খেলোয়াড় তালিকা

আলরাউন্ডার পর্বে ৪ বাংলাদেশীর সাথে এক সাউথ আফ্রিকান রেখে আলরাউন্ডার দল সাজিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

  • আফিফ হোসেন ( আইকন প্লেয়ার )
  • শুভাগত হোম
  • ফরহাদ রেজা
  • তৌফিক খান তুষার
  • কার্টিস ক্যাম্পার ( সাউথ আফ্রিকা )

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উইকেট কিপার ব্যাটসম্যান খেলোয়াড় তালিকা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশী ইরফান শুক্কুর। 

  • ইরফান শুক্কুর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলার খেলোয়াড় তালিকা

বাংলাদেশের তরুণ বলারের সমন্বয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩ তালিকা প্রকাশ করেছে। যেখানে পাঁচ বাংলাদেশী বলার রাখা হয়েছে এবং ২ বিদেশীকে রাখা হয়েছে।

  • মৃত্যুঞ্জয় চৌধুরী
  • মেহেদী হাসান রানা
  • জিয়াউর রহমান
  • তাইজুল ইসলাম
  • আবু জায়েদ রাহি
  • বিশ্ব ফার্নান্দো ( শ্রীলঙ্কা )
  • শাহনওয়াজ দাহানি ( পাকিস্থান )
  • আল আমিন
আরো পড়ুন  রংপুর রাইডার্স খেলোয়াড় 2023~বিপিএল ২০২৩ রংপুর রাইডার্স স্কোয়াড

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মালিক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের ডেল্টা স্পোর্টস লিমিটেড যা আখতার গ্রুপের একটি প্রতিষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!