বিপিএল
Trending

সিলেট বনাম কুমিল্লা লাইভ ফাইনাল 2023 BPL Finel Live

সিলেট বনাম কুমিল্লা লাইভ, বিপিএল ফাইনাল ২০২৩ আজ ১৬ই ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) বিপিএল ফাইনাল ২০২৩, সিলেট বনাম কুমিল্লা লাইভ ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। সিলেট বনাম কুমিল্লা লাইভ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। সিলেট বনাম কুমিল্লা বিপিএল ফাইনাল আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে দিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাটিং করছে সিলেট সানরাইজার্স। সিলেট বনাম কুমিল্লা লাইভ ফাইনাল ম্যাচটির স্কোর খেলা ১৮ এর পাতায় বল বাই বল আপডেট দেওয়া হচ্ছে।

বিপিএল ফাইনাল ২০২৩ – সিলেট বনাম কুমিল্লা লাইভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসর ২০২৩ ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে। বিপিএল ফাইনাল ২০২৩, সিলেট বনাম কুমিল্লা লাইভ আজকের ম্যাচটি ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে টানটান উত্তেজনা। কে জিতবে বিপিএল এর নবম আসরের শিরোপা? কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি পারবে বিপিএল এর টানা দুটি আসরে চ্যাম্পিয়ন হয়ে বিপিএলের নিজেদের চতুর্থ শিরোপা জয় করতে নাকি সিলেট সানরাইজার প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয় করবে।

সিলেট বনাম কুমিল্লা লাইভ

→সিলেট সানরাইজার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
 →সিলেট সানরাইজার্স: ১৭৫ / ৭ ( ২০ ওভার )
→কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৬ / ৩ ( ১৯.২ ওভার )
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী 

সিলেট বনাম কুমিল্লা লাইভ ফাইনাল 2023 BPL Finel Live
সিলেট বনাম কুমিল্লা লাইভ ফাইনাল 2023

সিলেট বনাম কুমিল্লা লাইভ আজকের ম্যাচের টস ফ্যাক্ট

বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ শুরু হতে যাবে আর কিছু সময় পরেই।তবে সিলেট বনাম কুমিল্লা লাইভ আজকের ম্যাচে টস জয় ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। কেননা বিপিএল ২০২৩ ফাইনাল ম্যাচ টি শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে। আর যেহেতু এখন রাতের বেলায় প্রচুর শিশির পড়ছে তাই সময় যত গড়াবে মাঠ এবং পিস শিশিরে ভিজতে থাকবে।

ফলে প্রথম ইনিংসে বোলিং করতে তেমন সমস্যা না হলেও শেষের ইনিংসে বোলিং করতে বোলারদের সমস্যা হবে। কেননা শেষের ইনিংসে মাঠ ও পিচ তুলনামূলক বেশি ভিজা থাকবে ফলে বোলাররা বল ঠিকমত গ্রিপ করতে পারবেনা। তাই আজকের ম্যাচে টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে, যা ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে।

বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জয়লাভ করতে মাঠে নামবে আর কিছুক্ষণ পরেই। তবে আজকে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে বোলার হিসেবে খেলবে মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, সুনীল নারাইন ও মুকিদুল ইসলাম মুগ্ধ। এবং ব্যাটিং হিসেবে একাদশে থাকবে লিটন কুমার দাস, ইমরুল কায়েস, জনসন চার্লস ও জাকের আলি। আজকের ফাইনালে কুমিল্লার একাদশে সবচেয়ে বড় শক্তির দিক দলের অলরাউন্ডার। আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসে একাদশে অলরাউন্ডার হিসেবে মাঠে নামবে আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনীল নারায়ন দের মত বিশ্বসেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট অলরাউন্ডার। চলুন দেখে আসি বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ

ইমরুল কায়েস ( C ), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম, মঈন আলি, সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও জনসন চার্লজ।

বিপিএল ফাইনালে সিলেট সানরাইজার্সের একাদশ

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল ফাইনালে উঠেছে সিলেট সানরাইজার্স। দলটির প্রধান শক্তিমত্তার দিক লোকাল ক্রিকেটাররা দলে আছে নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম দের মত দেশ সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এছাড়াও আজ ফাইনালে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট সানরাইজার্সের একাদশে দেখা যাবে থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, লুক উডদের। চলুন দেখে আসি বিপিএল ফাইনালে সিলেট সানরাইজার্সের একাদশ

মাশরাফী বিন মোর্ত্তজা (C) তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, লুক উড, রুবেল হোসেন ও তানজিম হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স দুই দলের পরিসংখ্যান

সিলেট সানরাইজার্স এবার বিপিএলে প্রথমবারের মতো ফাইনাল খেলছে। দলটি প্রথম থেকে কাগজে-কলমে অতটা শক্তিশালী না হলেও তাদের টিম স্পিরিট ও ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্বে দারুন ছন্দে রয়েছে এবার বিপিএলে। দলটি এবার বিপিএলে লীগ পর্বে ১২ টি ম্যাচ খেলে ৯টি ম্যাচেই জয় লাভ করে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে।

তবে এবার বিপিএলে সিলেট সানরাইজার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে এখনো পর্যন্ত ৩টি ম্যাচ খেলে হেরেছে ২টি ম্যাচেই। সর্বশেষ কোয়ালিফায়ার রাউন্ডে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে চার উইকেটে হেরেছিল সিলেট সানরাইজার্স। অন্যদিকে এবার বিপিএলে কাগজে-কলমে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিতে আছে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, ইমরুল কায়েস দের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার এছাড়াও দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলী, জনসন চার্লস দের মত বিশ্ব টি-টোয়েন্টি ফেরিওয়ালা। সিলেট এবং কুমিল্লা দুই দলের শক্তিমত্তা বিবেচনা করলে কিছুটা হলেও এগিয়ে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান। তবে মাঠের ক্রিকেটে কাগজে-কলমে কোন দলে গিয়ে থাকল তার থেকে বড় বিষয় মাঠে কোন দল পারফরম্যান্স করছে। বিপিএল ২০২৩ ফাইনাল লাইভ আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান ও সিলেট সানরাইজার্স এর মধ্যে কে হবে চ্যাম্পিয়ন জানতে অপেক্ষা করুন বিপিএল ২০২৩ ফাইনাল শেষ এর আগ পর্যন্ত।

আরো পড়ুন: বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট কার জানুন 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.5/5 - (4 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button