Info

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ও এসএমএস 2023

শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ও এসএমএস জানতে চান অনেকেই। আজকে তাদের জন্য থাকতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দারুন সব স্ট্যাটাস ও এসএমএস। শুরুতেই আমরা বন্ধুর শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে শুরু করবো পরবর্তীতে একে, একে বাবার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, প্রিয় মানুষটার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস অর্থাৎ গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বউকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বয়ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, স্বামীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সহ নিজেদের কাছের সব মানুষদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হবে। তাহলে চলুন সবার আগে দেখে আসি বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস।

জন্মদিনের শুভেচ্ছা

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

কোন একজন মনীষী বলেছিলেন একটা ভালো বই একশত বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরি সমান। পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মত এত দামি সম্পর্ক বিরল। নিচে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মৌলিক কিছু শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হলো।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

১. সবার জীবনে একজন বেস্ট ফ্রেন্ড থাকে, তুই আমার তেমনি একজন। শুধু আজকের জন্য না বছরের ৩৬৫ টি দিন তোর জন্য শুভকামনা,,,শুভ জন্মদিন বন্ধু ❤️।

২. পৃথিবীতে মানুষ অনেক কিছুই অর্জন করে, আমার একমাত্র অর্জন তোর মতো ভালো বন্ধু পাওয়া। সৃষ্টিকর্তা তোকে অনেক ভালো রাখবে, আজকের দিনে তোকে অনেক শুভকামনা,,, শুভ জন্মদিন বন্ধু 🎂।

৩. পৃথিবীতে অনেক মানুষ, অনেক জায়গা আছে, কিন্তু প্রশান্তির জায়গা আছে, মানুষ আছে কয়জন। তুই আমার এমনই একজন যার কাছে গেলে আমার মনে প্রশান্তি আসে। শুভ জন্মদিন বন্ধু 🧡।

৪. নিজেকে ভাগ্যবান মনে হয়, যখন ভাবি তোর মত একজন বন্ধু আছে আমার। সৃষ্টিকর্তা তোকে সর্বদা খুশি রাখুক। জন্মদিনে তোর জন্য অনেক শুভকামনা,,, শুভ জন্মদিন বন্ধু ❤️।

৫. স্বার্থপর এই পৃথিবীতে যদি কোন নির্মল সম্পর্ক থাকে সেটি বন্ধুত্ব। জন্মদিনে তোকে অনেক অনেক শুভকামনা বন্ধু।,,, শুভ পয়দা ডে 🎂।

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ও এসএমএস

৬. গাছ সুন্দর ফুল ফুটলে, জীবন সুন্দর বন্ধু পাশে থাকলে। সারা জীবন এভাবেই তোর পাশে থাকতে চাই বন্ধু। আজ তোর জন্মদিনে অনেক শুভকামনা,,, শুভ জন্মদিন বন্ধু 💚।

৭. শুভ শুভ শুভ দিন, আজ আমার বন্ধুর জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা নিও, অনেক অনেক ভালোবাসা দিও। শুভ পয়দা ডে,,, বন্ধু 🎂।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এর প্রথম সংখ্যায় থাকছে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চমৎকার সব জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। চলুন জেনে আসি বন্ধুকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর দারুন সব স্ট্যাটাস ও ক্যাপশন।

৮. আরো একটি বছর কেটে গেল, একজন দুর্দান্ত বন্ধু হিসেবে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ জন্মদিন বন্ধু ❣️।

৯. বন্ধু ইতিমধ্যে তুমি দারুন সব অর্জন করেছো,, কিন্তু বিশ্বাস রাখো, জীবনের খুব কাছাকাছি সময়ে তুমি এমন সাফল্য পাবে যা তোমাকে অবাক করে দিবে। দোয়া করি সেই দিনটা খুব দ্রুতই আসুক তোমার জীবনে। শুভ জন্মদিন বন্ধু,,, 🤎।

১০. স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে, পদদলিত হোক সকল অশুভ আয়োজন। সামনের দিনে এগিয়ে যাও নেতৃত্ব দিতে। ভালো থেকো আমার বন্ধু। জন্মদিনের শুভেচ্ছা নিও,,, শুভ জন্মদিন❤️ ।

১১. সেই ছোটকাল থেকে বন্ধুত্ব আমাদের,, কিন্তু জীবনের প্রয়োজনে আজ আমরা অনেক দূরে। আসতে পারবো না তোমার জন্মদিনে। দূর থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা,,ভালো থেকো আমার বন্ধু🤎।

১২. জীবনে দারুণ সব অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন তোকে বন্ধু হিসেবে পাওয়া। এভাবেই পাশে থাকিস বন্ধু। দেখিস, সৃষ্টিকর্তা তোর সমস্ত স্বপ্ন একদিন হঠাৎ করেই পূর্ণ করে দিবে। শুভ জন্মদিন প্রিয়,, ❤️।

১৩. শুভ জন্মদিন হারামি বন্ধু🎂,, এভাবে কত দিন সিঙ্গেল থেকে আর মেয়েদের ঘোরাবি। শুভ কাজটা এবার সেরে ফেল,, 😉😉।

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস এসএমএস

১৪. শুভ জন্মদিন বন্ধু,,,। আরোও একটা বছর কেটে গেল ব্যাচেলার বন্ধুর। এভাবে আর কতদিন কাটাবি, এবার অন্তত একটা ব্যবস্থা কর।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছার ফেসবুক স্ট্যাটাস জানতে সাথে থাকুন খেলা ১৮ এর এই প্রতিবেদনটিতে। এরপরেই থাকছে ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস।

১৫ . সূর্যের মতো দীপ্তমান হও, পাহাড়ের মত উঁচু হও, আকাশের মত বিশাল হও। জীবনের সমস্ত স্বপ্নগুলো পূরণ কর। তোমার জন্য অনেক, অনেক দোয়া ও শুভকামনা বন্ধু,, হ্যাপি বার্থডে ❤️।

১৬. জীবন হলো সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার । যার প্রতিটি মুহূর্ত আমাদের উপভোগ করতে হবে। দোয়া করি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় ও উপভোগ্য হয়ে উঠুক।,,,, শুভ জন্মদিন বন্ধু 💚

১৭. চলার জন্য আমার অনেক বন্ধুর প্রয়োজন নেই। তোর মত একটি বন্ধু পাশে থাকলে যথেষ্ট। এভাবেই পাশে থাকিস বন্ধু। জন্মদিনে তোর জন্য অনেক অনেক শুভকামনা 💛

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

১৮. জীবনে চলার পথে আমাদের অনেকের সাথে দেখা হয়, তাদের মধ্যে খুব কম মানুষকেই আমরা মনে রাখি। তুই তেমনি একজন যে, আমার মনে সারা জীবন থেকে যাবে। সব সময় হাসি খুশি থাকিস বন্ধু। জন্মদিনে তোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো 🤎।

১৯. সব সময় এমন হাসিখুশি, আনন্দে থাকিস বন্ধু। সফলতা আর প্রাপ্তিতে ভরে উঠুক তোর জীবন,,, শুভ জন্মদিন প্রিয় 🤎।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

২০. বছর ঘুরে আবারো আজ তোর জন্মদিন, জীবন থেকে চলে গেল আরও একটি বছর। জীবনে অনেক ভালো কিছু কর মা-বাবার স্বপ্ন পূরণ কর, সামনের দিনে এগিয়ে যা। জন্মদিনে তোর জন্য অনেক শুভকামনা,,,, শুভ জন্মদিন বন্ধু ❤️।

২১. যদি আকাশের কাছে শুনতে চাই তার কি আছে, সে বলবে আমার বিশালতা আছে। যদি পাহাড়ের কাছে শুনতে চাই তার কি আছে, সে বলবে আমার উচ্চতা আছে। আর আমার কাছে আছে আমার বন্ধু। আজকে তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা।,,,, শুভ জন্মদিন প্রিয়, 💚

জন্মদিনের শুভেচ্ছা বার্তা

২২. 🌸Dear,friend Happy Birthday To You ❤️❤️❤️
😍শুভ হোক তোর আগামী স্বপ্ন পূরণের দিন গুলো 😚
👉বন্ধু হয়ে সবসময় এই ভাবে পাশে থাকিস👈

আর দোয়া করি খুব তাড়াতাড়ি যেন তোর বিয়েটা হয়ে যাই
Always তোর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রেডি আছি 🌚
💞জন্মদিনের অনকে অনেক শুভেচ্ছা তোর জন্য 💞
Treat কখন দিবি? 🥺

২৩. শুভ জন্মদিন,, বন্ধু 🎂
আগামী দিনগুলো অনেক অনেক ভালো কাটুক। দেখিস আল্লাহ একদিন হঠাৎ করে তোর সব মনের ইচ্ছা পূরণ করে দেবে। সব সময় হাসিখুশি থাকবি আর নিজেকে ভালো রাখবি।

শুভ জন্মদিনের শুভেচ্ছা

গার্লফ্রেন্ডের শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। খেলা ১৮ এর প্রতিবেদনের এবারের সংখ্যায় থাকছে গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা দারুন সব ফেসবুক স্ট্যাটাস পেতে দেখতে থাকুন নিচে।

১. আমি বহু নারীতে আসক্ত নয়, শুধু তোমাকেই ভালোবেসে থাকতে চাই। তুমি কি তোমার মনের মন্দিরে আমাকে দেবে ঠাই? আছি সেদিনের অপেক্ষায়। তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা।,,, শুভ জন্মদিন প্রিয় ❤️

প্রেমিকার শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

২. পৃথিবীতে সাড়ে সাতশ কোটি মানুষ, কিন্তু দেখো আমি তোমাতেই বিমোহিত। বিধাতা তোমাকে শত বছর বাঁচিয়ে রাখুক।,,, শুভ জন্মদিন 💛।

৩. সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমার প্রত্যেকটা দিন কাটুক নতুন আতিশয্যে, বসন্তে ভরে উঠুক তোমার জীবন।,,, শুভ জন্মদিন প্রিয় 💚।

৪. পাখিরা সুখ পাই নীড়ে ফিরে, আমি ভালো থাকি তোমার চাহনিতে। আজকে তোমার জন্মদিনে, কি দিব আমি জানি না যে। শুধু এতটুকু বলতে পারি, আল্লাহ তোমাকে অনেক অনেক ভাল রাখুক।,,, শুভ জন্মদিন ❤️।

৫. অভিমানের কালো মেঘ দাও উড়িয়ে, মন খারাপের দিন আর না আসুক ফিরে, দুঃখগুলো সব ভাসিয়ে দাও স্রোতের তালে। পৃথিবীর সমস্ত সুখের রঙে রঙিন হোক তোমার জীবন।,,, শুভ জন্মদিন 💛।

jonmodiner suveccha

৬. পৃথিবীর সমস্ত রূপ যেন সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে। আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটির আজ জন্মদিন। পৃথিবীর সমস্ত ফুল আর পাখিদের কন্ঠে জানাই শুভেচ্ছা।,,, শুভ জন্মদিন প্রিয় 💚।

৭. তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। যাকে আমার হৃদয় ছুঁয়ে যায়। সারা জীবন এভাবেই পাশাপাশি হাটতে চাই। আজ তোমার জন্মদিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা।,, শুভ জন্মদিন প্রিয় ❤️।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা জানানোর চমৎকার সব ফেসবুক স্ট্যাটাস পেতে সাথে থাকুন খেলা ১৮ এর আজকের প্রতিবেদনের এই সংখ্যায়।

৮. ভালোবাসা মানুষকে কতটা সুন্দর করে দিতে পারে, বদলে দিতে পারে জীবনকে তুমি আমার জীবনে না আসলে হয়তো বুঝতাম না কোনদিন। আজকের এই দিনে সৃষ্টিকর্তা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্য সৃষ্টিকর্তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এভাবেই থেকো সারা জীবন,, শুভ জন্মদিন ❤️।

৯. শত আলোকবর্ষ পরেও এভাবেই বলতে চাই,, শুভ জন্মদিন প্রিয় 💜।

গার্লফ্রেন্ডের শুভ জন্মদিনের শুভেচ্ছা

১০. শুভ জন্মদিন প্রিয়,, আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলে তুমি, সমস্ত গাছে ফুটেছিল ফুল, পাখিরা গেয়েছিল গান, তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল।

শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

১১. যখন আমি আমার সমস্ত যন্ত্রণা ভুলতে চাই, তখন চোখ বুজে শুধু তোমাকে দেখতে পাই। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার,, শুভ জন্মদিন পাগলী 🤎।গার্লফ্রেন্ডের শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

১২. আমি প্রত্যেকবার তোমার সাথে দেখা করার পর থেকে অপেক্ষা করতে থাকে আবার কবে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা বলা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা করতে থাকি আবার কখন কথা হবে। অনেক অনেক ভালবাসি প্রিয়, এভাবেই সারা জীবন পাশে থেকো।,,, শুভ জন্মদিন প্রিয় 🧡।

১৩. তুমি এমন একজন, যাকে সারাক্ষণ ভাবে আমার মন। এখান থেকে ৫০ বছর পরেও মোটা চশমার ফ্রেমে তোমার দিকে তাকিয়ে আজকের মতই বলতে চাই। শুভ জন্মদিন পাগলী ❤️

Girlfriend শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

১৪. আমার প্রিয়তমা, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
আমি এই দিনটি আমাদের করে নিতে চাই। শত উপায়ে, শত ভাবে শুধু তোমাকেই ভালবাসতে চাই। আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে, শুধু এই দিনটি নয় জীবনের প্রতিটি দিন বসন্তে ভরে উঠুক তোমার জীবন এই কামনাই করি। 💜

ভালোবাসার মানুষকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা জন্মদিনের শুভেচ্ছা এসএমএস জানাতে দেখুন আমাদের আজকের প্রতিবেদনটি। ভালোবাসার মানুষকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এখানে রয়েছে অসাধারণ সব ফেসবুক স্ট্যাটাস ও এসএমএস।

১৫. আজকে তোমার জন্মদিন, এ দিনের জন্যই আমি তোমাকে পেয়েছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে তোমাকে অপরূপ সৌন্দর্যে সৃষ্টি করেছেন। প্রত্যাশার প্রাপ্তিতে ভরে উঠুক তোমার জীবন, জন্মদিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা।,,, শুভ জন্মদিন 🤍

১৬. তোমার নিষ্পাপ চোখের চাহনি আমায় মুগ্ধ করেছে বারবার, তোমার হাসিতে বিমোহিত হয়েছি অসংখ্য বার। তোমাকে দেখতে পাওয়া আমার চোখের প্রশান্তি। তোমাকে অনেক অনেক ভালোবাসি,,, শুভ জন্মদিন প্রিয় ❤️।

গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা

১৮. সৃষ্টিকর্তা এই দিনে তোমাকে আমার জন্য পাঠিয়েছিলেন পৃথিবীতে,,, শুভ জন্মদিন জীবনসঙ্গিনী 💛

১৯. তুমি আমাকে বেঁচে থাকার প্রকৃত মানে শিখিয়েছো, শিখেছো কিভাবে ভালবাসতে হয়। এভাবে সারা জীবন তোমাকে ভালবাসতে চাই।,,, শুভ জন্মদিন জীবনসঙ্গিনী 💜।

২০. পৃথিবীতে মানুষের অনেক চাওয়া থাকে, বিধাতার কাছে আমার একটিই চাওয়া। যেন সারা জীবন তোমাকে এভাবেই ভালবাসতে পারি,, হ্যাপি বার্থডে ❤️।

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস

২১. তুমি আমার জীবনে অপশন নয় বরং আমার অবলম্বন। যার জন্যই আমি বেঁচে থাকি,,, শুভ জন্মদিন প্রিয় জীবন সঙ্গিনী 💚।

বাবাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অসাধারণ সব এসএমএস দেওয়া হয়েছে। আমাদের এবারের প্রতিবেদনে থাকছে আমাদের সবার প্রিয় মানুষ বাবাকে আচ্ছা জানিয়ে এসএমএস।

১. “বাবা আপনাকে অনেক ভালোবাসি ” আপনার সামনে এ কথা বলতে পারেনি কোনদিন। আজ আপনার জন্মদিন, এই দিনে পৃথিবীতে এসেছিলেন আপনি। আমার জন্য দোয়া করবেন যেন, আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারি।,,, শুভ জন্মদিন বাবা ❤️

২. রব্বীর হাম হুমা কামা রব্বায়ানি সগির। আল্লাহ তুমি আমার বাবার জীবনের সকল গুনাহ ক্ষমা করুন। আপনাকে অনেক ভালবাসি বাবা,, শুভ জন্মদিন 🧡।

৩. বেঁচে থাকা সকলের বাবা দীর্ঘজীবী হোক,জীবন থেকে হারিয়ে যাওয়া সকল বাবা ভালো থাকুক। শুভ জন্মদিন বাবা 💚।

৪. প্রবাস থেকে খুব মিস করছি বাবা। চোখ বুজে আপনার মুখটা দেখি শত পরিশ্রমে শক্তি পায়। বাবা আমার বেঁচে থাকার শক্তি,, শুভ জন্মদিন বাবা 💜।

৫. পৃথিবীতে যার বাবা আছে সে কখনো গরীব হতে পারে না।,,শুভ জন্মদিন বাবা 🧡।

বাবাকে জন্মদিনের শুভেচ্ছা এসএমএস জানাতে সাথে থাকুন খেলা ১৮ এর পেজটিতে।

৬. বাবা, তুমিই আমার আদর্শ। তোমার দেওয়া আদর্শকে লালন করেই বড় হতে চাই,, শুভ জন্মদিন বাবা 💙।

৭. আমার বাবা পৃথিবীর সেরা বাবা,,, শুভ জন্মদিন বাবা ❤️।

৮. আমার সম্পদ নেই কিন্তু আমার সবকিছু আছে, কেননা আমার বাবা বেঁচে আছে,,, শুভ জন্মদিন বাবা 💚।

৯. আমার কাছে আমার সুপারহিরো, আমার আদর্শ আমার বাবা। আপনাকে অনেক ভালবাসি বাবা,,, শুভ জন্মদিন 💛।

১০. পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকলেও কোন খারাপ বাবা নেই। আমার বাবা পৃথিবীর সেরা বাবা,,, শুভ জন্মদিন বাবা🎂 ।

বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিতে পারেন যেকোন একটি স্পিস।

১১. Dear, Baba Happy birthday to you ❤️🎂
May all your wishes come true 💝💓
May you always have a smile on your face, and may Allah bless you always🌸
Love you so much 😘💓

১২. যাকে কখনো কাঁদতে দেখিনি, তবে ঘামতে দেখেছি, তিনি আমার বাবা। তোমাকে অনেক ভালবাসি বাবা,,,,, শুভ জন্মদিন বাবা 🎂

১৩. এই ফেসবুক ইন্টারনেটের যুগে একদিন একটি লেখা সামনে পড়লো “তোমার জীবনে দেখা এমন একজন মানুষের নাম বল, যাকে কখনো কাঁদতে দেখনি তবে হ্যাঁ, বেশ ঘামতে দেখেছো ” বেশ চিন্তায় পড়ে গেলাম কে হতে পারে এমন মানুষ? মৃদু মন্দ বাতাসের দোলায় হঠাৎ চোখ বুঝে আসলো। চোখ বন্ধ করে ছোটবেলার স্মৃতি আচরণ করতে হঠাৎ সামনে ভেসে উঠলো এক ঘার্মাক্ত মুখ। আরে! এই তো সেই মানুষ আমার সকল আনন্দের চাবিকাঠি, আমার সকল সুখ যার মধ্যে নিহিত, যে মানুষটি নিজের সকল সুখ- বিলাসিতা অনল শিখায় পুড়িয়ে আমার জীবনকে করে তুলেছে সুখের রঙ্গে আরক্তিম। এইতো সেই মহামানব আমার জন্মদাতা পিতা। তোমায় ভালবাসি বাবা খুব ভালোবাসি❤️।,, শুভ জন্মদিন বাবা 🎂

মাকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস বার্তা

মায়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস। খেলা ১৮ চলমান প্রতিবেদনের এবারের সংখ্যায় থাকছে মায়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস।

১. আমার মা পৃথিবীর সেরা মা 😊
তোমাকে অনেক ভালোবাসি মা ❤️
,,,,শুভ জন্মদিন,,,

২. মা আমার স্বর্গ। ভালো থাকুক পৃথিবীর সকল মা।,,, শুভ জন্মদিন মা,,, ❤️।

৩. এখনো কোথাও কষ্ট পেলে তোমার নামটাই প্রথমে মুখে আসে না। তোমাকে অনেক ভালোবাসি,,, শুভ জন্মদিন মা ❤️।

৪. পৃথিবীতে অনেক দেখেছি,, একমাত্র তোমার ভালবাসা ছাড়া আর কিছুই ফ্রিতে পাইনি। তোমাকে অনেক ভালোবাসি মা,,, শুভ জন্মদিন 💜।

৫. ❤️”মা”❤️
তুমি আমার বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।
অনেক ভালোবাসি তোমাকে।
,,,,শুভ জন্মদিন আমার পৃথিবী।

মাকে ভালবেসে, মায়ের জন্মদিনে শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস শেয়ার করতে দেখুন অসাধারণ সব শুভেচ্ছা এসএমএস।

৬. পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল,, আমার মা। ভালো থাকুক পৃথিবীর সব মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।,,, শুভ জন্মদিন মা 💜।

৮. আমার ২৫ বছরের দীর্ঘজীবনে, মাত্র একজন নারীর নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। আর সেটি, আমার মা। আপনাকে অনেক ভালবাসি মা।,,, শুভ জন্মদিন 💚।

৯. আমার জন্য আমার মায়ের থেকে বেশি আর কাউকে লড়তে দেখেনি। ভালো থাকুক পৃথিবীর সকল মা,,, শুভ জন্মদিন মা 🤎।

১০. মা,, শব্দটি একটি মাত্র অক্ষরে লেখা হলেও তার ভালোবাসা অপরিমেয়। যা পৃথিবীর সমস্ত অক্ষর দিয়েও লেখা সম্ভব নয়। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া,, তুমি যেন সব সময় তোমাকে সুস্থ ও সুন্দর রাখে।,,,, শুভ জন্মদিন মা 💜।

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস জানতে চান অনেকেই। খেলা ১৮ এর চলমান প্রতিবেদনের এবারের সংখ্যায় থাকছে বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস। যারা রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুকে স্ট্যাটাস পেতে চান এর জন্য নিচের দিকে রয়েছে রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস।

১. আমার ভাই, আমার বন্ধু। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান যে, আপনার মত ভাই আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ যেন সব সময় আপনাকে সুস্থ রাখে। সব সময় হাসি খুশি থাকবেন, কারণ আপনার হাসি ভরা মুখ আমার এগিয়ে চলার অনুপ্রেরণাদায়। ,,,,,শুভ জন্মদিন প্রিয় ভাই ❤️।

২. জীবনে চলার পথটা তুমি সব সময় সহজ করে দিয়েছো। তোমার ছায়া সব সময় আমাকে নিরাপদ রাখে। আজ তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 💜।

৩. বাবা চলে যাওয়ার পর আপনি এমন ভাবে আমাদের আগলে রেখেছেন কখনো বুঝিনি যে, আমাদের বাবা নেই। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারণ আমার একজন বড় হয়ে গেছে। আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা। ,,,, শুভ জন্মদিন ভাইয়া💙।

৪. কিছু ঋণ মানুষ কখনো শোধ করতে পারে না , কিছু ভালবাসার প্রতিদান কখনোই দেওয়া সম্ভব না। আমার ভাই, আমার পৃথিবী। ,,,,,শুভ জন্মদিন ভাইয়া🤎।

৫. আমার জীবনে আপনার অবদান সূর্যের মতো,, ভাইয়া। সারা জীবন আপনি জ্বলে আমাদেরকে আলোকিত করে গেছেন। আজ আপনার জন্মদিন, জন্মদিনে অনেক অনেক শুভকামনা ভাইয়া। ,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 💚।

৬. ভাই বড় ধন, রক্তের বাঁধন
বাবার অভাব তুমি, করলে পূরণ।
,,, শুভ জন্মদিন ভাইয়া 💜।

৭. আমার ভাই আমার দুনিয়া। আমি জীবনে যা কিছু পেয়েছি সব আমার ভাইয়ের অবদান। আমার শরীরের সমস্ত চামড়া দিয়ে আপনার জুতা তৈরি করে দিলেও আপনার একফোঁটা ঘামে দিয়েন শোধ করতে পারবো না। আপনাকে অনেক ভালবাসি ভাইয়া ,,, শুভ জন্মদিন 💙।

ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস, ভাইয়ের জন্য ভালোবাসা প্রকাশের চমৎকার মাধ্যম হতে পারে। তাই খেলা ১৮ এর এবারের সংখ্যায় থাকছে ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও ফেসবুকে স্ট্যাটাস।

৮. ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে ছুটে চলা। জীবনে চলার পথে, বাস্তবতার সাথে মিশে বুঝতে শিখেছি তুই আমার জীবনে অনেক স্পেশাল ভাই। আজ তোর জন্মদিনে অনেক অনেক শুভকামনা ,,, হ্যাপি বার্থডে প্রিয় ভাই ❤️।

৯. বড় ভাই মানে বাবার পরে দ্বিতীয় ছায়া,,
বড় ভাই মানে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
হয়তো অনেকটাই বড় হয়েছি কিন্তু তোমার কাছে এক ছোট্ট টাই রয়ে গেছে। আজ তোমার জন্মদিন, হাজার বছর তুমি বেঁচে থাকো ভাইয়া। ,,,শুভ জন্মদিন ভাইয়া 🤎।

১০. আল্লাহ,, কলিজার টুকরো ভাইটাকে সারা জীবন সম্মানের উচ্চ আসনে আসীন রেখো। তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা ভাইয়া। ,,, শুভ জন্মদিন 🤍।

১১. আজ আমি গর্বিত, যে আমার বাবার মত একটা কলিজার ভাই আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি আমার কাছে আমার পৃথিবী। ,,,শুভ জন্মদিন আমার পৃথিবী 💚।

রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস। খেলা ১৮ এর এবারের সংখ্যায় থাকছে অসাধারণ সব জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। যারা রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন দেখে নিতে পারেন এখান থেকে দারুন সব জন্মদিনের স্ট্যাটাস।

১২. শুভ শুভ শুভ দিন,,
আজ আমার প্রিয় বড় ভাইয়ের জন্মদিন।
পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব জীবনে
আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি
ভাইয়া। আপনার ভালো দিনগুলোতে যেমন
স্নেহ দিয়ে আমাকে পাশে রেখেছেন, কখনো
খারাপ সময় এলে একই রকম ভাবে পাশে
পাবেন ,,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 🤎।

১৩. রাজনীতির মাঠে আপনার মত সিংহ পুরুষ খুব কম দেখেছি ভাই। আপনি পাশে থাকলে কোন কিছুতেই ভয় মনে হয় না। আপনার স্নেহ ভালোবাসা সব সময় আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আজ আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা থাকলো ,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 💜।

১৪. কিছু মানুষ থাকে যাদের বিকল্প পুরো পৃথিবীতে মেলে না। আপনি আমার জীবনে তেমনি একজন। সামনের দিনগুলিতে স্বপ্ন পূরণে এগিয়ে যান। সফলতার চূড়া আপনাকে স্পর্শ করতে তৃষ্ণার্ত। জন্মদিনে আপনার জন্য অনেক শুভকামনা। ,,, শুভ জন্মদিন ভাইয়া ❤️।

১৫. কোটি তরুণের অনুপ্রেরণা, আপনি তারুণ্যের অহংকার। স্বপ্ন পূরণে এগিয়ে যান প্রিয় স্বপ্নবাজ মানুষ। শুভ জন্মদিন প্রিয় অভিভাবক ,,, 💙।

রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

১৬. জন্মদিনের পুষ্পিত শুভেচ্ছা প্রিয় বড় ভাই। হ্যাপি বার্থডে 💚।

১৭. মুছে যাক গ্লানি, ঘুঁচে যাক জড়া।
অগ্নি স্নানে সূচি হোক ধরা। আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা। ,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 💛।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে যারা দারুন সব ফেসবুক স্ট্যাটাস পেতে চান ১৮ এর এবারের সংখ্যায় থাকছে রাজনৈতিক বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।

১৮. সৎ যোগ্য এবং স্বচ্ছ রাজনীতি ধারক ও বাহক। যার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের জেলা আজ সন্ত্রাস মুক্ত। আপনার জন্মদিনে পুষ্পিত শুভেচ্ছা গ্রহণ করুন। ,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 💙।

১৯. শুভ জন্মদিন প্রিয় ভাই 🤎
আগামী দিনের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।এগিয়ে যাও স্বপ্ন পূরণ।

২০. নির্মল আনন্দ আর তীব্র উল্লাস আপনার নিত্যদিনের সঙ্গী হোক। এভাবেই এগিয়ে যান সামনের দিকে। ,,,, শুভ জন্মদিন প্রিয় ভাই 🤍।

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। আপনার প্রিয় মানুষটা তার জন্মদিনে আপনার কাছ থেকে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আশা করে। নিজের প্রিয় মানুষটাকে খুশি করতে অসাধারণ সব জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খেলা ১৮ এর এই প্রতিবেদন থেকে নিতে পারেন। খেলা ১৮ এর এবারের সংখ্যায় থাকছে প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

১. তোমাকে পাওয়ার ইচ্ছা আমার ঠিক ততটা, একজন অন্ধ মানুষের পৃথিবীর আলো দেখার ইচ্ছা যতটা। অনেক ভালোবাসি তোমাকে ,,,শুভ জন্মদিন প্রিয় 💜।

২. তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটি , অনেকেই আছে যারা তোমার জীবনে চাঁদ হয়ে থাকতে চাই। কিন্তু আমি তোমার জীবনে চাঁদ নয় সূর্য হয়ে থাকতে চাই। যে নিজে পুড়ে তোমাকে আলোকিত করে যাবে। জন্মদিনে তোমার জন্য অনেক শুভকামনা। আলোয় আলোয় আলোকিত হোক তোমার জীবন। ,,,,শুভ জন্মদিন 💚।

৩. আমার দেখা পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটির জন্মদিন আজ 🌺। আল্লাহ তোমাকে সহস্র বছর বাঁচিয়ে রাখুক 😊। তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা 🥰,,,,শুভ জন্মদিন প্রিয় 🎂

৪. মরুভূমির তপ্ত বালি পানির স্বাদ পেতে যতটা তৃষ্ণার্ত, আমার দুচোখ তোমাকে দেখতে ঠিক ততটাই পিপাসিত। সব সময়ই এমন হাসি খুশি থেকো😊। জন্মদিন প্রিয় ,,,,🎂

৫. সৃষ্টিকর্তার কি দারুন সৃষ্টি তুমি,তোমাতে বিভর আমি।জন্মদিনে অনেক অনেক শুভকামনা থাকলো,,,, শুভ জন্মদিন পৃথিবী 🎂

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে দেখতে থাকুন খেলা ১৮ এর চলমান পেজটি।

৬. Today is your birthday
There is a special gift for
you 💛
May allah keep happy and blessed to you.
Happy birthday dear 🎂

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

৭. পৃথিবী, সৌরজগৎ কিংবা মহাবিশ্ব
যা কিছু সৃষ্টির কল্যাণকর। তুমি তার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর,নির্মল পবিত্র। আজ তোমার জন্মদিন,
এদিন পৃথিবীতে এসেছিলে তুমি। জন্মদিনে অনেক
অনেক শুভকামনা আমারপৃথিবী।শুভ জন্মদিন প্রিয়🎂

৮. তুমি মানবী নাকি পরী, আমি সে দ্বিধায় মরি।
এই দিনে পৃথিবীতে এসেছিলে তুমি, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিতে ধন্য হয়েছি আমি। জন্মদিনে অনেক অনেক শুভকামনা 😊,,, শুভ জন্মদিন 🎂

৯. মহাকালের অনন্ত মহা যাত্রায়, আমি শুধু তোমাকেই চাই। তুমি কি হবে আমার? না হলেও কি, আমি তো হয়েছি তোমার। শুভ জন্মদিন আমার পৃথিবী🎂

১০. তোমাকে পেয়ে গেলে হয়তো দুপুরটা এত খা খা লাগতো না। তোমাকে পেয়ে গেলে হয়তো নিঃসঙ্গ, নির্ঘুম নিশি কাটতো না। আমি বেঁচে আছি এখনো, তুমি সুখে আছো শুনে। সহস্রবার শুভকামনা জানাই তোমার জন্মদিনে। সব সময় হাসি খুশি থেকো, ভালো থেকো ,,,,শুভ জন্মদিন প্রিয় 🎂

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সহ আপনাদের আপনজন, মা বাবা, ভাই বোন ও বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য অসাধারণ সব জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেয়া হয়েছে। আপনার প্রিয় মানুষটার জন্মদিন কে সুন্দর করতে খেলা ১৮ এর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার প্রতিফলন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button