পরিসংখ্যানফুটবলফুটবল বিশ্বকাপ
Trending

জার্মানি বনাম স্পেন পরিসংখ্যান হেড টু হেড ~ Germany vs Spain Head to Head Record

জার্মানি বনাম স্পেন পরিসংখ্যান হেড টু হেড কে কতবার জিতেছে বিশ্বকাপ, ইউরো কাপ, ইন্টারন্যাশনাল ম্যাচের হেড টু হেড সকল পরিসংখ্যান দেখে নিন একনজরে।

জার্মানি বনাম স্পেন পরিসংখ্যান হেড টু হেড ~ Germany vs Spain Head to Head

জার্মানি বনাম স্পেন পরিসংখ্যান হেড টু হেড

জার্মানি এবং স্পেনের মধ্যকার হেড টু হেড মোট ম্যাচ খেলেছে ২৬টা। জার্মানির জয় ৯টি ম্যাচে। জার্মানির জয়ের পরিমাণ ৩৪.৬১%। অন্যদিকে স্পেনের জয় ৮টি ম্যাচে। স্পেনের জয়ের পরিমাণ ৩০.৭৬%। ২৬টি ম্যাচের মধ্যে ড্রা হয়েছে ৯টি ম্যাচে। ড্রার পরিমাণ ৩৪.৬১%। 

বিশ্বকাপে জার্মানি বনাম স্পেন হেড টু হেড পরিসংখ্যান 

বিশ্বকাপে জার্মানি বনাম স্পেন পরিসংখ্যান হেড টু হেড মোট ম্যাচ খেলেছে ৫টি, যেখানে জার্মানি জয় পেয়েছে ২টি ম্যাচে ( ১৯৬৬ এবং ১৯৮২ ) । জার্মানির জয়ের পরিমাণ ৪০%। অপরদিকে স্পেনের জয় ১টি ম্যাচের ( ২০১০ ) স্পেনের জয়ের পরিমাণ ২০%। অপর দুইটি ম্যাচ ১-১ গোল ব্যাবধানে ড্রা হয়। ড্রার পরিমাণ ৪০%।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১২মে, ১৯৩৫জার্মানি বনাম স্পেনস্পেন১-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৩ফেব্রুয়ারী, ১৯৩৬স্পেন বনাম জার্মানিস্পেন২-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২এপ্রিল, ১৯৪২জার্মানি বনাম স্পেনড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৮ডিসেম্বার, ১৯৫২স্পেন বনাম জার্মানিড্রা২-২অন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯মার্চ, ১৯৫৮জার্মানি বনাম স্পেনজার্মানি২-০অন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০জুলাই, ১৯৬৬স্পেন বনাম জার্মানিজার্মানি১-২ফিফা বিশ্বকাপ
১১ফেব্রুয়ারী, ১৯৭০জার্মানি বনাম স্পেনস্পেন০-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৪ নভেবমার, ১৯৭৩স্পেন বনাম জার্মানিজার্মানি১-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৩ফেব্রুয়ারী, ১৯৭৪জার্মানি বনাম স্পেনস্পেন০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৪এপ্রিল, ১৯৭৬স্পেন বনাম জার্মানিড্রা১-১উয়েফা ইউরোপা লীগ
২২মে, ১৯৭৬জার্মানি বনাম স্পেনজার্মানি২-০উয়েফা ইউরোপা লীগ
০২জুলাই, ১৯৮২স্পেন বনাম জার্মানিজার্মানি১-২ফিফা বিশ্বকাপ
২০জুুন, ১৯৮৪জার্মানি বনাম স্পেনস্পেন০-১উয়েফা ইউরোপা লীগ
১৫অক্টোবার, ১৯৮৬স্পেন বনাম জার্মানিড্রা২-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৭জুন, ১৯৮৮জার্মানি বনাম স্পেনজার্মানি২-০উয়েফা ইউরোপা লীগ
২১জুন, ১৯৯৪স্পেন বনাম জার্মানিড্রা১-১ফিফা বিশ্বকাপ
২২ফেব্রুয়ারী, ১৯৯৫জার্মানি বনাম স্পেনড্রা০-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৫অগোস্ট, ২০০০স্পেন বনাম জার্মানিজার্মানি১-৪আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২ফেব্রুয়ারী, ২০০৩জার্মানি বনাম স্পেনস্পেন১-৩আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৯জুন, ২০০৮স্পেন বনাম জার্মানিস্পেন১-০উয়েফা ইউরোপা লীগ
০৭জুলাই, ২০১০জার্মানি বনাম স্পেনস্পেন০-১ফিফা বিশ্বকাপ
১৮নভেম্বার, ২০১৪স্পেন বনাম জার্মানিজার্মানি০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৩মার্চ, ২০১৮জার্মানি বনাম স্পেনড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৩সেপ্টেম্বার, ২০২০স্পেন বনাম জার্মানিড্রা১-১উয়েফা নেশনস লিগ
১৭নভেম্বার, ২০২০জার্মানি বনাম স্পেনস্পেন০-৬উয়েফা নেশনস লিগ
২৭নভেম্বার, ২০২২জার্মানি বনাম স্পেনড্রা১-১ফিফা বিশ্বকাপ

 

ফুটবলে স্পেনের পরিসংখ্যান

স্পেন জাতীয় ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৮শে আগস্ট ১৯২০ সালে ডেনমার্কের বিপক্ষে। স্পেনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ১-০ গোল ব্যবধানে জয়লাভ করে। স্পেনের সবচেয়ে বড় জয় ২২শে আগস্ট ১৯৩৩ সালে বুলগেরীইয়ার বিপক্ষে ১৩-০ গোল ব্যাবধানে। স্পেনের সবচেয়ে বড় পরাজয় ৪ই জুন ১৯২৮ সালে ইতালির বিপক্ষে ১-৭ গোল ব্যাবধানে।

স্পেন সর্বমোট ১৬বার বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে। সর্বোচ্চ সাফল্য ২০১০ সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ান। স্পেন ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে ১১বার বিপরীতে চাম্পিয়ান হয় ১৯৬৪, ২০০৮ এবং ২০১২ সালে সর্বমোট ৩বার চাম্পিয়ান হয়। এছাড়া দলটি নেশান লিগ, ফিফা কনফেডারেশন কাপে ২০০৩ ও ২০২১ সালে রানার আপ হয়।

স্পেনের হেড কোচ: লুইস এনরিক

দলীয় ক্যাপ্টেন: সের্হিও বুস্কেৎস্

সর্বোচ্চ গোলদাতা: ডেবিড ভিয়া

স্পেনের ফিফা কোড: ESP

ফিফা র‍্যাংকিং: ১৭১৫.২২ ( ৭নাম্বার )

ফুটবলে জার্মানির পরিসংখ্যান

জার্মানির প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ৫ই এপিল ১৯০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে। প্রথম ইন্টারন্যাশনাল  ম্যাচে ৩-৫ গোলের ব্যাবধানে হারের স্বাদ গ্রহন করে। জার্মানির সবচেয়ে বড় জয় ১লা জুলাই ১৯১২ সালে রাশিয়ার বিপক্ষে ১৬-০ গোল ব্যাবধানে। জার্মানির সবচেয়ে বড় পরাজয় ১৩ই মার্চ ১৯০৯ সালে ইংল্যান্ডেরর বিপক্ষে ৯-০ গোলের ব্যাবধায়ে পরাজয় বরণ করে।

জার্মানি ২০২২ সাল পর্যন্ত ২০বার বিশ্বকাপের মূল আসরে অংশগ্রহণ করেছে। যেখান থেকে জার্মানি সর্বমোট ৮বার ফাইনাল খেলে ৪বার ( ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সালে) চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

জার্মানির হেড কোচ: হ্যান্সি ফ্লিক

দলীয় ক্যাপ্টেন: মানুয়েল নয়ার

সর্বোচ্চ গোলদাতা: মিরোস্লাভ ক্লোসা ( ৭১ )

জার্মানির ফিফা কোড: GER

ফিফা র‍্যাংকিং: ১৬৫০.২১ ( ১১ নাম্বার )

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button