নেদারল্যান্ডস বনাম আরব আমিরাত টি২০ বিশ্বকাপ আজকের ম্যাচ

নেদারল্যান্ডস বনাম আরব আমিরাত টি২০ বিশ্বকাপ আজকের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটের দেশ অষ্ট্রেলিয়ায় আজ(১৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। দিনের প্রথম খেলায় শ্রীলংকার সাথে মুখোমুখি হয়েছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। আজকের খেলায় (১৬ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কার্দিনায় পার্ক স্টেডিয়াম দুপুর ২টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস বনাম সংযুক্ত আরব আমিরাত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট ১৬ টি দল।

নেদারল্যান্ডস বনাম আরব আমিরাত টি২০ বিশ্বকাপ আজকের ম্যাচ

সেখানে প্রথম পর্বে আটটি দলের খেলা অনুষ্ঠিত হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। প্রথম পর্ব শেষে দুটি গ্রুপ থেকে দুটি করে, চারটি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে(সুপার টুয়েলভে)। আজকের খেলা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের মধ্যে পরিসংখ্যান বিচারে অনেকটা এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হয়ে আজকের ম্যাচে টস করতে নামবেন অধিনায়ক স্কোয়ার্ট এডওয়ার্ড । নেদারল্যান্ডসের অধিনায়ক স্কোয়ার্ট এডওয়ার্ড দলের অধিনায়ক হিসেবে খেলবেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের হয়ে টস করতে নামবেম অধিনায়ক সিপি রেজওয়ান।

সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক খেলবেন অলরাউন্ডার হিসেবে। তিনি ডানহাতি ব্যাটসম্যান এর পাশাপাশি করতে পারেন লেগ স্পিনও। চলুন দেখে আসি আজকের ম্যাচে মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ।

আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপের সময়সূচি

সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য একাদশ

১.সিপি রিজওয়ান (অধিনায়ক) ২.বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক) ৩.চিরাগ সুরি ৪.মোহাম্মদ ওয়াসিম ৫বাসিল হামিদ ৬.আরিয়ান লাকরা ৭.কাশিফ দাউদ ৮.আহমেদ রাজা ৯.আলিশান শরাফু ১০.আয়ান খান ১১.কার্তিক মেইয়াপ্পান

নেদারল্যান্ডসের আজকের ম্যাচে সম্ভাব্য একাদশ

১.স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার) ২.কলিন অ্যাকারম্যান ৩.শারিজ আহমেদ ৪.টম কুপার ৫.ব্র্যান্ডন গ্লোভার ৬.ফ্রেড ক্লাসেন ৭.পল ভ্যান মিকেরেন ৮.স্টেফান মাইবার্গ ১০.টিম প্রিংলে ১১.ম্যাক্স ও’ডাউড

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News  পেজে )

Rate this post

Leave a Comment