পিএসজি লাইভ ম্যাচ, পিএসজি বনাম নাইস লাইভ ম্যাচটি ফ্রান্সের পেশাদার লীগ -১ কাপের ২০২২-২৩ মৌসুমীর খেলা। পিএজি বনাম নাইস লাইভ আজকের ম্যাচে শুরুর একাদশ থেকে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। এদিকে পিএসজি গত ম্যাচে ওলাপিক লিয়নের কাছে ১-০ গোল ব্যবধানে হেরে অনেকটা চাপে রয়েছে। তাই পিএজি লাইভ আজকের ম্যাচে নাইস বনাম পিএসজি লাইভ খেলায় নিজেদের সর্বোচ্চ দিয়ে জিততে চাইবেন পিএসজি। নিচে পিএসজি আজকের লাইভ খেলা পিএসজি বনাম নাইস লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখার উপায় সহ উভয় দলের খেলোয়াড় তালিকা দেওয়া হলো।
পিএসজি বনাম নাইস লাইভ
ফ্রান্সের লীগ -১ কাপের ২০২২-২৩ মৌসুমের আজকের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১:০০ টাই মুখোমুখি হচ্ছে পিএসজি বনাম নাইস। পিএসজি বনাম নাইস লাইভ ম্যাচটি স্কোর খেলা ১৮ এর পাতায় সরাসরি আপডেট দেয়া হবে। এছাড়াও পিএসজি বনাম নাইস লাইভ বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় নিচের টেবিলে দেয়া হলো।
পিএসজির খেলোয়াড় লিস্ট আজকের ম্যাচে
ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র গোড়ালির ইনজুরিতে থাকায় আজকের ম্যাচেও থাকবেন একাদশের বাইরে। তবে পিএসজি বনাম নাইস লাইভ আজকের ম্যাচে শুরুর ইলেভেন থেকেই মাঠে দেখা যাবে মেসি-এমবাপ্পে জুটি। নিচে আজকের ম্যাচের পিএসজির খেলোয়াড় তালিকা দেয়া হল।
PSG Lineup (4-3-3): Donnarumma; Pereira, Marquinhos, Bitshiabu; Hakimi, Zaire-Emery, Vitinha, Renato Sanches, Nuno Mendes; Messi, Mbappe
নাইস খেলোয়ার লিস্ট আজকের ম্যাচে
নাইস ফুটবল ক্লাবটি ফ্রান্সের শীর্ষস্থানীয় একটি পেশাদার ফুটবল ক্লাব। পিএসজি বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সর্বোচ্চ সত্যি নিয়েই মাঠে নামবে নাইস। চলুন দেখে আসি পিএসজি বনাম নাইস লাইভ আজকের ম্যাচে নাইস খেলোয়ার লিস্ট।
Nice Lineup (4-3-3): Schmeichel; Mendy, Todibo, Dante, Bard; Ramsey, Rosario, Thuram; Pepe, Moffi, Laborde
পিএসজি বনাম নাইস ম্যাচ প্রেডিকশন
পিএসজি বনাম নাইস লাইভ আজকের ম্যাচে শক্তিমত্তার বিচারে অবশ্যই এগিয়ে থাকবে মেসি এমবাপ্পের পিএসজি। পিএসজি বনাম নাইস হেড টি হেড মোট ২৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পিএসজি ১৭টি ম্যাচে জয়লাভ করেছে। পিএসজি জয়ের পরিমাণ ৫৮.৬২%। অন্যদিকে নাইস জয়লাভ করেছে ৭টি ম্যাচে। নাইসের জয়ের পরিমাণ ২৪.১৪%। দুই দলের মধ্য ৫টি ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১৭.২৪%। আজকের ম্যাচে পিএসজির জয়ের সম্ভাবনা ৫৪% এবং নাইসের জয়ের সম্ভাবনা ২২%। তবে ড্রা হওয়ার সম্ভাবনা ২৪%।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)