বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩ জানতে চান আরও জানতে চাই ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়? যারা তাদের জন্য খেলা ১৮ ওয়েবসাইটে থাকছে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের ম্যাচ গুলির সময়সূচী।

আগামী ৫ই অক্টোবর, বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ। অবশ্যই এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ই অক্টোবর, শনিবার আফগানিস্তানের বিপক্ষে। এবারের বিশ্বকাপ পার্শ্ববর্তী দেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নটা একটু বেশি। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথম রাউন্ডে খেলবে নয়টি ম্যাচ। বাংলাদেশ সহ এবারের বিশ্বকাপে মূল পর্বে সর্বমোট ১০ টি দল অংশগ্রহণ করছে। সে ক্ষেত্রে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল একবার করে অন্য দলগুলির মুখোমুখি হবে। চলুন জেনে আসি এবারের বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায় জেনে নিন নিচের বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি। 

তারিখবাংলাদেশ সময়ম্যাচভ্যানুফলাফল
০৭ অক্টোবর১১:৩০ AMবাংলাদেশ বনাম আফগানিস্থানহিমাচল প্রদেশবাংলাদেশ ৬ উইকেটে জয়ী
১০ অক্টোবর২:৩০ PMবাংলাদেশ বনাম ইংল্যান্ডহিমাচল প্রদেশইংল্যান্ড ১৩৭ রানে জয়ী
১৩ অক্টোবর১১:০০ AMবাংলাদেশ বনাম নিউজিল্যান্ডচেন্নাই 
১৯ অক্টোবর২:৩০ PMবাংলাদেশ বনাম ভারতগাহুঞ্জে 
২৪ অক্টোবর২:৩০ PMবাংলাদেশ বনাম সাউথ আফ্রিকামুম্বাই 
২৮ অক্টোবর২:৩০ PMবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসহিমাচল প্রদেশ 
৩১ অক্টোবর২:৩০ PMবাংলাদেশ বনাম পাকিস্থানকলকাতা 
০৬ নভেম্বার২:৩০ PMবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাদিল্লি 
১২ নভেম্বার১১:৩০ AMবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াগাহুঞ্জে 

আগামী ৭ ই অক্টোবর আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রা। এরপর আগামী ১০ই অক্টোবর ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ প্রথম রাউন্ডে যে ৯টি ম্যাচ খেলবে তার মধ্যে তৃতীয় ম্যাচ আগামী ১৩ ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে।

আফগানিস্তান এবং ইংল্যান্ডের সাথে প্রথম দুটি ম্যাচ বেলা ১১.০০ টায় অনুষ্ঠিত হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে জমজমাট ম্যাচ ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে ভারতের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আগামী ২৪ই অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত বিখ্যাত ওয়াংখেরু স্টেডিয়ামে।

আগামী ২৮ই অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের ৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ সময়সূচি অনুযায়ী এবারের বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টি অনুষ্ঠিত হবে আগামী ৩১ই অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ টি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ নিজেদের অষ্টম এবং নবম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কায় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৬ এবং ১১ ই নভেম্বর।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সেমিফাইনাল ও ফাইনালের সময়সুচি

ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফিকচার অনুযায়ী প্রথম রাউন্ডে যে ১০ টি দল অংশগ্রহণ করবে পয়েন্ট বিবেচনায় এগিয়ে থাকা প্রথম চারটি দল নিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনাল। সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে

তারিখবাংলদেশ সময়ম্যাচভ্যানু
১৫ নভেম্বরদুপুর ২:৩০ মিনিটটিবিডিমুম্বাই
১৬ নভেম্বরদুপুর ২:৩০ মিনিটটিবিডিকলকাতা
১৯ নভেম্বরদুপুর ২:৩০ মিনিটটিবিডিআহমেদাবাদ

বিশ্বকাপে বাংলাদেশ দল ২০২৩ 

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর জন্য বাংলাদেশের ১৫ জনের দলে ৩ জন অলরাউন্ডার, ৫ জন ব্যাটসম্যান এবং ৭ জন বোলার নিয়ে বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াড প্রকাশ করেছে। চিলুন দেখে আসি সকল খেলোয়াড়দের নাম। 

খেলোয়াড় নামভূমিকা
সাকিব আল হাসান (অধিনায়ক)অলরাউন্ডার
মাহমুদউল্লাহ রিয়াদঅলরাউন্ডার
মেহেদী হাসান মিরাজঅলরাউন্ডার
মুশফিকুর রহিম ( উইকেট রক্ষক )ব্যাটসম্যান
লিটন দাস ( (সহ অধিনায়ক + উইকেট রক্ষক )ব্যাটসম্যান
নাজমুল হোসেন শান্তব্যাটসম্যান
তাওহিদ হৃদয়ব্যাটসম্যান
তানজিদ হাসানব্যাটসম্যান
মোস্তাফিজুর রহমানবোলার
তাসকিন আহমেদবোলার
হাসান মাহমুদবোলার
শরীফুল ইসলামবোলার
নাসুম আহমেদবোলার
মেহেদী হাসানবোলার
তানজিম হাসানবোলার

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (10 votes)

Leave a Comment