টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সর্বোচ্চ রান ও উইকেটের তালিকা। যা প্রত্যেক ম্যাচ শেষে নিয়মিত আপডেট করা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
১. মাক্স ওডট (নেদারল্যান্ডস) : ২৪২ রান (৮ ম্যাচ)
২. কুশল মেন্ডিস (শ্রীলংকা) : ২২৩ রান (৮ ম্যাচ)
৩. বিরাট কোহলি ( ইন্ডিয়া): ২২০ রান (৪ম্যাচ)
৪. পাথুম নিশাঙ্কা ( শ্রীলংকা ) ২১৪ রান (৭ ম্যাচ)
৫. লোরকান টাকার ( আয়ারল্যান্ডস ): ২০৪ রান (৭ ম্যাচ)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সর্বোচ্চ পাঁচ উইকেট সংগ্রাহক
১.ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা) : ১৫ উইকেট (৮ ম্যাচ)
২. বাস ডি লিড (নেদারল্যান্ডস) : ১৩ উইকেট (৮ ম্যাচ)
৩. অ্যানরিখ নরকিয়া ( সাউথ আফ্রিকা) : ১১ উইকেট (৫ ম্যাচ)
৪. পল ভ্যান মিকিরেন (নেদারল্যান্ডস) : ১১ উইকেট (৮ ম্যাচ)
৫. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে): ১১উইকেট (৭ ম্যাচ)
সর্বশেষ আপডেট : ৬ই, নভেম্বার, ২০২২। ( ৪১ তম ম্যাচ)**
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর ২০২২ শুরু হয়েছে ১৬ই অক্টোবর থেকে। ইতিমধ্যে গ্রুপ পর্বে ম্যাচগুলোর শেষ হয়ে শুরু হয়েছে সুপার টুয়েলভ এর খেলা। ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ এর ম্যাচ। এবার বিশ্বকাপের সব মিলিয়ে মোট ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সুপার টুয়েলভ এর ম্যাচ চলতে থাকবে ৬ নভেম্বর পর্যন্ত। তারপর পয়েন্ট বিবেচনায় সুপার টুয়েলভ এর দুটি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে।
এবারের বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর। সেমিফাইনালে জয়ি দুটি দল নিয়ে ১৩ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রত্যেকটা দলের খেলা, পয়েন্ট টেবিল এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও উইকেটের তালিকা এর তথ্য নিয়মিতভাবে আপডেট করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সব ইনফরমেশন সঠিকভাবে পেতে নিয়মিত ফলো করুন আমাদের সাইটটি।