
সৌদি আরব ফুটবল টিম ও প্লেয়ারদের নাম
১৯৫৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে সৌদি আরব ফুটবল দল সর্বপ্রথম আলোচনায় আসে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-১ গোলে আর্জেন্টিনার মত বিশ্বমানের দলকে পরাজিত করার মধ্যদিয়ে। তখন থেকে সৌদি আরব ফুটবল দল নিয়ে আর্জেন্টিনা বা ফুটবল বিশ্বের মধ্যে একটা সাড়া জাগায়। খেলা ১৮ এর আজকের এই নিবন্ধে সৌদি আরব ফুটবল প্লেয়ারদের নাম জার্সি নাম্বার ও কোন খেলোয়াড় কোন দলে ক্লাবে খেলে থাকেন! তাহলে চলুন দেখে আসি বিস্তারিত তথ্য।
| খেলোয়াড়ের নাম | পজিশন | ক্লাব | মার্কেট ভ্যালু |
|---|---|---|---|
| নাওয়াফ আল-আকিদি | গোলকিপার | আল নাসর | €৬৫০k |
| মোহাম্মদ আল-ইয়ামি | গোলকিপার | আল হিলাল | €৪০০k |
| আব্দুর রহমান আল-সানবি | গোলকিপার | আল আহলি | €৩০০k |
| রাগেদ আল-নাজ্জার | গোলকিপার | আল নাসর | €১৫০k |
| হাসান তামবাকতি | সেন্টার-ব্যাক | আল হিলাল | €১.৬০m |
| সাআদ আল-মৌসা | সেন্টার-ব্যাক | আল ইত্তিহাদ | €১.২০m |
| জেহাদ থাকরি | সেন্টার-ব্যাক | আল কাদসিয়া | €১.০০m |
| মোহাম্মদ সুলায়মান | সেন্টার-ব্যাক | আল আহলি | €৪০০k |
| নাওয়াফ আল-বুশাল | লেফট-ব্যাক | আল নাসর | €১.৩০m |
| মোতেব আল-হারবি | লেফট-ব্যাক | আল হিলাল | €৯০০k |
| সাউদ আব্দুলহামিদ | রাইট-ব্যাক | আরসি লেন্স | €৩.০০m |
| আলি মাজরাশি | রাইট-ব্যাক | আল আহলি | €৯০০k |
| আব্দুল্লাহ আল-খাইবারি | ডিফেন্সিভ মিডফিল্ড | আল নাসর | €৯০০k |
| জিয়াদ আল-জোহানি | ডিফেন্সিভ মিডফিল্ড | আল আহলি | €৮০০k |
| আলি আল-হাসান | ডিফেন্সিভ মিডফিল্ড | আল নাসর | €৫৫০k |
| মুসাব আল-জুয়াইর | সেন্ট্রাল মিডফিল্ড | আল কাদসিয়া | €৪.০০m |
| মোহাম্মদ কন্নো | সেন্ট্রাল মিডফিল্ড | আল হিলাল | €৯০০k |
| নাসের আল-দাওসারি | সেন্ট্রাল মিডফিল্ড | আল হিলাল | €৬০০k |
| সালেম আল-দাওসারি | লেফট উইঙ্গার | আল হিলাল | €১.৫০m |
| মারওয়ান আল-সাহাফি | লেফট উইঙ্গার | রয়্যাল অ্যান্টওয়ার্প | €১.০০m |
| সালেহ আবু আল-শামাত | লেফট উইঙ্গার | আল আহলি | €৩০০k |
| আয়মান ইয়াহিয়া | রাইট উইঙ্গার | আল নাসর | €১.২০m |
| আব্দুর রহমান আল-ওবউদ | রাইট উইঙ্গার | আল ইত্তিহাদ | €১.০০m |
| মুহানাদ আল-সাআদ | রাইট উইঙ্গার | লোজান-স্পোর্ট | €৬০০k |
| ফিরাস আল-বুরাইকান | সেন্টার-ফরওয়ার্ড | আল আহলি | €৪.৫০m |
| সালেহ আল-শেহরি | সেন্টার-ফরওয়ার্ড | আল ইত্তিহাদ | €৬০০k |
| আব্দুল্লাহ আল-হামদান | সেন্টার-ফরওয়ার্ড | আল হিলাল | €৩৫০k |
আরো পড়ুন: পর্তুগাল জাতীয় ফুটবল দল
সৌদি আরব ফুটবল দল নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
সৌদি আরব ফুটবল রেংকিং কত?
সর্বশেষ ফিফা রেংকিং অনুযায়ী সৌদি আরব জাতীয় ফুটবল দলের ১৪২০.৬৫ পয়েন্ট নিয়ে ফিফা রেংকিং এর ৫৯ নাম্বারে অবস্থান করছে।
সৌদি আরব কত সাল থেকে ফুটবল খেলে?
১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে।
সৌদি আরবের সেরা ফুটবলার কে?
সৌদি আরব জাতীয় ফটবল দলের সালেম আল-দাওসারিকে অনেকেই দল
(সবচেয়ে আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
