পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান কে এগিয়ে দেখুন

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চীনের বেইজিং শহরের ওয়ার্কার্স স্টেডিয়াম আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া এক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যাখানে মেসির আর্জেন্টাইন দল আগে থেকের সেখানে অবস্থান করছে। মেসি বা আর্জেন্টিনার দর্শকরা জানতে চাই আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান কে এগিয়ে? আজকের ম্যাচে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া কে জিতবে? এমন সব প্রশ্নের জবাবে আজকের প্রতিবেদনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যানে সর্ব প্রথম দেখা হয় ১৪ই জুলাই, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া দ্বিশতবার্ষিকী গোল্ড কাপে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোল ব্যাবধানে পরাজিত হয়। তার পর থেকে এখনও পর্যন্ত আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড ৯ বার খেলেছে যেখানে আর্জেন্টিনা ৭টি ম্যাচে জয়লাভ করেছে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭৭.৭৮%। অন্যদিকে অস্ট্রেলিয়ার জয় ১টি ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ১১.১১%। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যানে একটি ম্যাচ ( ১৯৯৩ ফিফা বিশ্বকাপে ) ১-১ গোল ব্যাবধানে ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১১.১১%।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১৪ জুলাই, ১৯৮৮আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া১-৪দ্বিশতবার্ষিকী গোল্ড কাপ
১৮ জুন, ১৯৯২আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
৩১ অক্টবার, ১৯৯৩আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াড্রা১-১ফিফা বিশ্বকাপ
১৭ নভেম্বার, ১৯৯৩আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা১-০ফিফা বিশ্বকাপ
৩০ জুন, ১৯৯৫আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৮ জুন, ২০০৫আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা৪-২ফিফা কনফেডারেশন কাপ
১১ সেপ্টেম্বার, ২০০৭আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা১-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৩ অক্টবার, ২০২২আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা২-১ফিফা বিশ্বকাপ
১৫ জুন, ২০২৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
আর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ফিফা র‍্যাংকিং পরিসংখ্যান

৬ এপ্রিল ২০২৩ সর্বশেষ ফিফা র‍্যাংকিং এ আর্জেন্টিনা ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ১৫৩২.৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২৯ নম্বার স্থানে অবস্থান করছে। সর্বশেষ ফিফা র‍্যাংকিং পরিসংখ্যান দেখলে খুব সহজে বোঝা যাই দুই দলের পরিসংখ্যানে কতটা পাথক্য।

এদিকে ২২ ডিসেম্বার ২০২২  ফিফার প্রকাশিত র‍্যাংকিং আর্জেন্টিনার পয়েন্ট ছিলো ১৮৩৮.৩৮ এবং পয়েন্ট টেবিলের ২ নাম্বার অবস্থানে ছিলো। তবে সর্বশেষ ফিফার প্রকাশিত তালিকায় আর্জেন্টিনার ২.৫৫ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিলো ১৫৩৩.৯৭ যা পরবর্তীতে অবনতি হয়ে দাড়িয়েছে ১৫৩২.৭৯ অবনতি পয়েন্ট ১.১৮। অস্ট্রেলিয়ার আগের অবস্থান ছিলো ২৭ আর এখন ২৯। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাই অস্ট্রেলিয়া আগের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলা কোন চ্যানেলে দেখাবে

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া মধ্যকার ম্যাচটি  স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। সুতরং বাংলাদেশ থেকে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলাটি সরাসতি দেখতে চোখ রাখুন স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে।

আরো পড়ুন: আর্জেন্টিনার খেলা কবে ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (49 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button