এশিয়া কাপ

এশিয়া কাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে খেলা

আবারও শরু হচ্ছে ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লাড়াই। চলিত মাসের ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপের আসর। যদিও এবার শ্রীলংকায় এশিয়া কাপ ২০২২ হবার কথা থাকলেও শ্রীলংকার রাজনৈতিক টানাপোড়েনের কারনে শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায় সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে খেলা
এশিয়া কাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে খেলা

আগামী ২৭ আগস্ট দুবাই স্টেডিয়ামে শ্রীলংকা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারে এশিয়া কাপের খেলা। এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হয়ে গ্রুপ পর্বের খেলা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে এবার এশিয়া কাপ ২০২২ টি টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হবে। আজ ২ আগস্ট এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি।

ঘোষিত সূচি অনুযায়ী এবার এশিয়া কাপে অংশগ্রহণ করবে মোট ৬ টি দল যার মধ্য দল গুলোকে খেলতো হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। যথাক্রমে গ্রুপ এ তে খেলবে ভারত, পাকিস্তান ও কলিফায় করা দল গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। এশিয়াকাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এই ম্যাচকে ঘিরে তাই সমর্থকদের মাঝে উত্তেজনার পারদ তুঙ্গে।

 

এশিয়া কাপ ২০২২ সালের আসরের সকল খেলা সরাসরি টিভি ও ডিজিটাল ফ্ল্যাট ফরমে উপভোগ করতে পারবেন ঘরে বসে চলুন একনজরে দেখা নেয়া যাক কোন কোন টিভি চ্যানেলে দেখা যাবে খেলা।

দেখে নিন এশিয়া কাপ সম্প্রচার করা চ্যানেলগুলোর তালিকা-

বাংলাদেশ:

টি স্পোর্টস, জিটিভি,বিটিভি।

ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান,শ্রীলঙ্কা, আফগানিস্তান:

স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস

যুক্তরাজ্য:

স্কাই স্পোর্টস ক্রিকেট

অস্ট্রেলিয়া:

ফক্স স্পোর্টস

দক্ষিণ আফ্রিকা:

সুপার স্পোর্টস

কানাডা:

এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক)

যুক্তরাষ্ট্র:

উইলো টিভি

মালয়শিয়া:

অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি

মধ্যপ্রাচ্য:

ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি

সিঙ্গাপুর:

স্টার ক্রিকেট

দেখে নিন এশিয়া কাপ সম্প্রচার করা ডিজিটাল প্লাটফর্ম গুলোর তালিকা-

অনলাইনের মধ্যমে মোবাইল দিয়ে অথবা অন্য কোন ডিভাইস দিয়ে এশিয়া কাপ ২০২২ এর খেলা গুলো লাইভ দেখা যাবে। এজন্য বাংলাদেশ থেকে টফি,বায়স্কোপ এপ ব্যবহার করে খেলা দেখা যাবে।

এছাড়া ফেন কোড এ্যাপ, হস্টার এ্যাপ ব্যাবহার করে খেলা দেখা যাবে।

এশিয়া কাপ ২০২২ মোবাইল লাইভ দেখার উপায়:

Asia cup t20 2022 Live on Mobile দেখতে হলে আইপি টিভি এ্যাপ ব্যাবহার করে খেলা দেখতে হবে।

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button