বিপিএল ২০২৪ দশম আসর শুরু হবে ৬ জানুয়ারী ২০২৪ সালে ( পরিবর্তিত )। ইতিমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৪ তালিকা প্রকাশ করেছে দলটি। দেশি এবং বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে প্রকাশ করা খেলোয়াড় তালিকায় রয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, ম্যাক্স ও’ডাউড, কার্টিস ক্যাম্পার সহ আরো তারকারা। একনজরে দেখে নিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৪ তালিকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় ২০২৩ তালিকা
| খেলোয়াড় নাম | দেশ | 
|---|---|
| তানজিদ হাসান তামিম | বাংলাদেশ | 
| শুভাগত হোম | বাংলাদেশ | 
| জিয়াউর রহমান | বাংলাদেশ | 
| নিহাদুজ্জামান | বাংলাদেশ | 
| শহিদুল ইসলাম | বাংলাদেশ | 
| আল-আমিন হোসেন | বাংলাদেশ | 
| সৈকত আলী | বাংলাদেশ | 
| ইমরানুজ্জামান | বাংলাদেশ | 
| বিলাল খান | বাংলাদেশ | 
| শাহাদাত হোসেন দিপু | বাংলাদেশ | 
| সালাউদ্দিন শাকিল | বাংলাদেশ | 
| কার্টিস ক্যাম্ফার | আয়ারল্যান্ড | 
| মোহাম্মদ হাসনাইন | পাকিস্তান | 
| নাজিবউল্লাহ জাদরান | আফগানিস্তান | 
| মোহাম্মদ হারিস | পাকিস্তান | 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেশী খেলোয়াড় তালিকা
বিপিএল ২০২৪ দশম আসরের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের খেলোয়াড় তালিকা সাজাতে দশী ও বিদেশী খেলোয়াড় তালিকা সাজিয়েছে। যেখানে একমাত্র বাংলাদেশী ক্রিকাটার মেহেদী মারুফ আছে। ৪ জন বিদেশী খেলোয়াড় উপর আস্থা রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি ২০ তে বেশ ভাল খেলা মোহাম্মদ হারিসকে নিয়ে অনেকটাই আশাবাদী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
- শুভাগত হোম
- জিয়াউর রহমান
- নিহাদুজ্জামান
- শহিদুল ইসলাম
- তানজিদ হাসান তামিম
- আল-আমিন হোসেন
- সৈকত আলী
- ইমরানুজ্জামান
- বিলাল খান
- শাহাদাত হোসেন দিপু
- সালাউদ্দিন শাকিল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদেশী খেলোয়াড় তালিকা
৪ জন বিদেশী খেলেয়াড় নিয়ে এবারের বিপিএল ২০২৪ এর স্কোয়াড সাজিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলুন দেখে আসি ট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশী খেলোয়াড তালিকা।
- মোহাম্মদ হারিস
- নাজিবউল্লাহ জাদরান
- মোহাম্মদ হাসনাইন
- কার্টিস ক্যাম্ফার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মালিক
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের ডেল্টা স্পোর্টস লিমিটেড যা আখতার গ্রুপের একটি প্রতিষ্ঠান।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
 
					

 
                                