ফুটবল

ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list
ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list – ভারতের সবচেয়ে বড় ফুটবল আসর ডুরান্ড কাপ ২০২২ বসতে চলছে বিশটি (২০) দলকে নিয়ে। ডুরান্ড কাপ ২০২২ কোন কোন টিভি চ্যালেনে দেখা যাবে কিনবা ডুরান্ড কাপ ২০২২ কোথায় সরাসরি দেখা যাবে এমন প্রশ্ন তাকতে পারে ফুটবল প্রেমীদের মাঝে। আজ এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন Durand Cup 2022 broadcast tv channel এর কথা।

ডুরান্ড কাপ ২০২২ হতে চলেছে ১৩১ তম আসর। এই আসরে অংশ গ্রহন করবে ২০টি দল। এর মাঝে এগারোটি (১১) দল হল আই এস এল (ISL) লীগের, পাঁচটি দল আই লিগের (I League) ও চারটি (৪) হল আর্মির মোট কুড়িটি দল মাঠ কাঁপাবে। এর আগের বছরের ১৩০ তম আসরে ফাইনালে কলকাতা প্রধান দল মোহামেডানকে হারিয়ে ট্রফি জিতেছিল এফসি গোয়া – ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

Durand cup 2022 full match Schedule 

ডুরান্ড কাপ ২০২২ আয়োজন করা হবে গ্রুপ আকারে বিশটি দলকে নিয়ে পাঁচটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রতিটি দল ডুরান্ড কাপে আগে তিনটি (৩) করে ম্যাচ খেলবে। এবারের ডুরান্ড কাপের জন্য তিন রাজ্যের পাঁচটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পাঁচটি ভেন্যু হল, সল্টলেক স্টেডিয়াম, নৈহাটি স্টেডিয়াম, কিশোর ভারতীয় স্টেডিয়াম (পশ্চিমবঙ্গ), খুমার লম্পাক স্টেডিয়াম ও ইন্দিরা গান্ধী আ্যাথলেটিক স্টেডিয়াম ( গুয়াহাটি আসাম) এই মাঠগুলোতে শুরু হবে ডুরান্ড কাপ ২০২২ – ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

ডুরান্ড কাপ ২০২২ সময়সূচি দেখেননি 

কিন্তু সবার মনে একটাই প্রশ্ন কিভাবে ডুরান্ড কাপ দেখতে পারবো / কোথায় লাইভ দেখা যাবে ডুরান্ড কাপ ( Durand cup live stemming) এই প্রশ্নের উত্তর হল ডুরান্ড কাপে ম্যানেজমেন্টের কাছ থেকে যানা গেছে ও অফিসিয়াল ভাবে বলেছে। ডুরান্ড কাপের এবারের আসরি এত বড় করে আয়োজন করা হচ্ছে। তাই এবারের টেলিকাস্টের দ্বায়িত্ব পাচ্ছে স্পোর্টস ১৮ ( sports 18) ও আড্ডা টাইমস অ্যাপস ( Addatimes app)। অফিসিয়াল ভাবে বলা হয়েছে ডুরান্ড কাপের এবারের আসর ও ডুরান্ড কাপ ২০২২ সবগুলো ম্যাচ স্পোর্টস ১৮ তে দেখা জাবে। – ডুরান্ড কাপ যে যে চ্যানেলে লাইভ দেখা যাবে। Durand cup broadcast tv channel list

ডুরান্ড কাপ কোন কোন টিভিতে দেখা যাবে?
ডুরান্ড কাপ ২০২২ স্পোর্টস ১৮ তে দেখা যাবে।

ডুরান্ড কাপ ২০২২ কোন অ্যাপসে লাইভ দেখা যাবে?
ডুরান্ড কাপ ২০২২ আড্ডা টাইমস এ্যাপে ( adda times app ) লাইভে দেখা যাবে।

4.7/5 - (3 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button