ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশের স্কোয়াড

আজ ২৬ শে সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ স্কোয়াড কেমন হল, বিসিবি কেমন স্কোয়াড প্রকাশ করল দেখে নিন আজকের এই নিবন্ধে। চলুন দেখে আসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশ স্কোয়াড।

দলের নামবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
স্কোয়াডআইসিসি ওডিআই বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
চলমান আসর১৩ তম
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও নকআউট 
অধিনায়কসাকিব আল হাসান
সহ অধিনায়কলিটন কুমার দাস
সর্বমোট দল ১০ টি 
মোট ম্যাচ ৪৮ টি

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩

বাংলাদেশর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রকাশিত ১৫ সদস্যার স্কোয়াডে আগে থেকেই সাকিব আল হাসানকে অধিনায়ক করার সিদ্ধান্ত চূড়ান্ত। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে চূড়ান্ত আরো কিছু খেলোয়াড় ছিলো তারা হলেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত,  লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। তবে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিসিবির গড়িমসি থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ চলমান নিউজিল্যান্ড সিরিজে ভাল পারফর্ম করাই তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে তামিম ইকবালের ইনজুরির কারনে দল থেকে বাদ পরেছে। নিচে চূড়ান্ত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। নিচ প্রকাশ করা হল বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশ স্কোয়াড।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম ( উইকেট রক্ষক ), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ( উইকেট রক্ষক ), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী।

এক নজরে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশ স্কোয়াড

৫ জন ব্যাটসম্যান , ৩ জন অল রাউন্ডার, ৭ জন বোলার নিয়ে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছে বিসিবি। নিচে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ স্কোয়াডের সকল খেলোয়াড়ের ভূমিকা দেওয়া হল।

অল রাউন্ডার স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপে বাংলাদেশের বোলার স্কোয়াড: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান। 

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যান স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুশফিকুর রহিম ( উইকেট রক্ষক ), লিটন দাস ( উইকেট রক্ষক )। 

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচী ২০২৩ 

গ্রুপ পর্বে প্রতিটি দল ৯ টি করে ম্যাচের মাধ্যমে  গ্রুপ পর্ব শেষ করে পয়েন্ট টেবিলের সেরা চার দল সুপার ফোর এ উঠবে। নিচে বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচী দেওয়া হল।

তারিখবাংলাদেশ সময়বাংলাদেশের ম্যাচভ্যানুফলাফল
০৭ অক্টোবরসকাল ১১:৩০ মিনিটবাংলাদেশ বনাম আফগানিস্থানহিমাচল প্রদেশ 
১০ অক্টোবরদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম ইংল্যান্ডহিমাচল প্রদেশ 
১৪ অক্টোবরসকাল ১১:৩০ মিনিটবাংলাদেশ বনাম নিউজিল্যান্ডচেন্নাই 
১৯ অক্টোবরদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম ভারতগাহুঞ্জে 
২৪ অক্টোবরদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম সাউথ আফ্রিকামুম্বাই 
২৮ অক্টোবরদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসহিমাচল প্রদেশ 
৩১ অক্টোবরদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম পাকিস্থানকলকাতা 
০৬ নভেম্বারদুপুর ২:৩০ মিনিটবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাদিল্লি 
১২ নভেম্বারসকাল ১১:৩০ মিনিটবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াগাহুঞ্জে 

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আপনাদের কিছু প্রশ্ন

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আপনাদের নানা প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ এককভাবে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কত তম?

আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ১৩ তম। অর্থাৎ এর আগে ১২ টি আসর সম্পন্ন হয়েছে।

২০২৩ বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসরে মোট ১০ টি দদ অংশগ্রহন করবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (80 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button