ফুটবল
Trending

পিএসজি খেলা কবে~পিএসজির আজকের খেলা কার সাথে জানুন

পিএসজি খেলা কবে, পিএসজি আজকের খেলা কাদের সাথে, পিএসজি পরবর্তী ম্যাচ কবে? পিএসজি ফুটবল ক্লাব সমর্থকদের এমন সব প্রশ্নের সঠিক ইনফরমেশন জানতে সব সময় থাকুন খেলা ১৮ এর পাতাই। খেলা ১৮ এর এই আর্টিকেলটিতে নিয়মিত ভাবে কিছু প্রশ্নের আপডেট উত্তর সব সময়ের জন্য রাখা হয়। প্রশ্নগুলি, পিএসজির খেলা কবে অথবা পিএসজির আজকের খেলা কাদের সাথে বা পিএসজির পরবর্তী ম্যাচ কবে এবং কাদের সাথে। তাহলে চলুন দেখে আসি এমন সব প্রশ্নের আপডেট ইনফরমেশন।পিএসজি খেলা কবে~পিএসজির আজকের খেলা কার সাথে জানুন

পিএসজি খেলা কবে – পিএসজির আজকের খেলা

পিএসজির পরবর্তী ম্যাচ ৩১ জানুয়ারি, ২০২৩ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১:৪৫ মিনিট। খেলা ১৮ এর চলমান এই আর্টিকেলটিতে পিএসজির খেলা কবে কাদের সাথে কখন, কোথায় ও কিভাবে দেখবেন তা পুরোপুরিভাবে জানানো হয়।
  • →পিএসজির পরবর্তী ম্যাচ : পিএসজি বনাম স্টেড রেইমস
  • →তারিখ : ৩০ জানুয়ারি, ২০২৩ (সোমবার)
  • → বাংলাদেশ সময় : রাত ১:৪৫ মিনিট
  • →প্রতিযোগিতা : ফ্রান্স লীগ-১
পিএসজি, প্যারিস সেন্ট জার্মেই ফুটবল ক্লাব টি মূলত ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটিতে বর্তমান বিশ্বের সবচেয়ে তিন জনপ্রিয় ফুটবলার, লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ার এমবাপে খেলে থাকে।ফুটবল বিশ্বের এই তিন জনপ্রিয় স্ট্রাইকার একই সাথে একই ক্লাবে খেলায় পিএসজি ক্লাবটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবে পরিণত হয়েছে। বাংলাদেশের পিএসজি ফুটবল ক্লাব ভক্ত সমর্থকদের কাছে সবার আগে সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট থাকে খেলা ১৮।

পিএসজি ক্লাব পরিচিতি

পিএসজি ফুটবল ক্লাব টি মূলত ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১২ ই আগস্ট ১৯৭০ সালে। পিএসজি ফুটবল ক্লাবটির হোম ভেন্যু স্টেডিয়াম পার্ক দেস প্রিনসেস (প্যারিস) । পৃথিবীর দামি সব ফুটবল ক্লাব গুলোর মধ্যে পিএসজির অবস্থান পঞ্চম। পিএসজি ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু ৮৯৪. ৫৫ মিলিয়ন ইউর। এছাড়াও ক্লাবটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই স্ট্রাইকার কে পেতে ক্লাবের ব্যয় করতে হয়েছে ব্যয় করতে হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো। পিএসজি ফুটবল ক্লাবটির বর্তমান মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস কোম্পানি লিমিটেড। সম্প্রতিক পিএসজির ম্যানেজার পরিবর্তন হয়ে নতুন ম্যানেজার হয়েছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টোফে গালটিয়ের।→পিএসজির শিরোপা ১.ফ্রেন্স চ্যাম্পিয়ন : ১০ বার ২.উইনারস কাপ : ১ বার ৩.ফ্রেন্স কাপ উইনার : ১৪ বার ৪.ফ্রেন্স লিগ কাপ উইনার : ৯ বার ৫.ফ্রেন্স সুপার কাপ উইনার : ১১ বার

পিএসজির খেলোয়ার তালিকা ২০২৩

বর্তমান পিএসজির সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা ২৮ জন ফুটবলার। এরমধ্যে সবচেয়ে দামি ফুটবলার ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে (১৮০ মিলিয়ন ইউরো)। চলুন দেখে আসি পিএসজির বর্তমান খেলোয়ার তালিকা বেতন সহ।

পিএসজির গোলকিপারের তালিকা ২০২৩

খেলোয়াড় নামবয়সমার্কেট ভেলু ( ইউরো )দেশ
কেইলর নাভাস৩৬ বছর৫ মিলিয়নকোস্টারিকা
জিয়ানলুইজি ডোন্নারুম্মা২৩ বছর৫০ মিলিয়নইতালি
সার্জিও রিকো২৬ বছর৪ মিলিয়নস্পেন
আলেক্সান্ড্রে লেটেলিয়ার৩২ বছর৪ লাখফ্রান্স
লুকাস লাভালি১৯ বছর১.৫ লাখফ্রান্স

পিএসজির রক্ষণভাগের খেলোয়াড় তালিকা ২০২৩

খেলোয়াড় নামবয়সমার্কেট ভেলু ( ইউরো )দেশ
মারকুইনহোস( C )২৮ বছর৭০ মিলিয়নব্রাজিল
প্রেসনেল কিম্পেম্বে২৭ বছর৪০ মিলিয়নফ্রান্স
সার্জিও রামোস৩৬ বছর৬ মিলিয়নস্পেন
এল চাদাইল্লে বিতশিয়াবু১৭ বছর২ মিলিয়নফ্রান্স
নুনো মেন্ডেস২০ বছর৬০ মিলিয়নপর্তুগাল
হুয়ান বার্নেট২৯ বছর১২ মিলিয়নস্পেন
আশরাফ হাকিমি২৪ বছর৭০ মিলিয়নমরক্কো
নর্দি মুকিয়েলে২৫ বছর২০ মিলিয়নফ্রান্স
টিমোথী পেম্বেলে২০ বছর৫ মিলিয়নফ্রান্স

পিএসজির মিডফিল্ডার খেলোয়াড় তালিকা ২০২৩

খেলোয়াড় নামবয়সমার্কেট ভেলু ( ইউরো )দেশ
ড্যানিলো পেরেইরা৩১ বছর১২ মিলিয়নপর্তুগাল
ওয়ারেন জাইর-এমেরি১৬ বছর৬ মিলিয়নফ্রান্স
মার্কো ভেরাট্টি৩০ বছর৫০ মিলিয়ন ইতালি
ফাবিয়ান রুইজ২৬ বছর৪৫ মিলিয়নস্পেন
ভিটিনহা২২ বছর৪৫ মিলিয়নপর্তুগাল
 কার্লোস সোলের২৬ বছর৩৫ মিলিয়নস্পেন
রেনাতো সানচেজ২৫ বছর২৫ মিলিয়নপর্তুগাল
আইমান কারি১৮ বছর৫ লাখফ্রান্স
ইসমাইল ঘারবী১৮ বছর১.৫ মিলিয়নস্পেন

পিএসজির আক্রমণভাগের খেলোয়াড় তালিকা ২০২৩

খেলোয়াড় নামবয়সমার্কেট ভেলু ( ইউরো )দেশ
নেইমার৩০ বছর৭৫ মিলিয়নব্রাজিল
লিওনেল মেসি৩৫ বছর৫০ মিলিয়নআর্জেন্টিনা
পাবলো সারাবিয়া৩০ বছর২০ মিলিয়নস্পেন
কিলিয়ান এমবাপে২৪ বছর১৮০ মিলিয়নফ্রান্স
হুগো একিটিকে২০ বছর২৫ মিলিয়নফ্রান্স
ইলিয়েস উসনি১৭ বছরপেন্ডিংফ্রান্স
আরো পড়ুন: পিএসজি কোন দেশের ক্লাব(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button