ফুটবল
Trending

ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ১৯৩০ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সর্ব প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। প্রতিটি দলের পারফর্ম বিবেচনা করে ফিফা রেংকিং প্রকাশ করে। ফুটবল বিশ্বকাপের আগে জেনে নিন ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট

ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট

ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট 22-12-22

ক্রমিক নাম্বারদেশের নামমোট পয়েন্ট
ব্রাজিল১৮৪০.৭৭
আর্জেন্টিনা১৮৩৮.৩৮
ফ্রান্স১৮২৩.৩৯
বেলজিয়াম১৭৮১.০৩
ইংল্যান্ড১৭৭৪.১৯
নেদারল্যান্ডস১৭৪০.৯২
ক্রোয়েশিয়া১৭২৭.৬২
ইতালি১৭২৩.৫৬
পর্তুগাল১৭০২.৫৪
১০স্পেন১৬৯২.৭১
১১মরক্কো১৬৭২.৩৫
১২সুইজারল্যান্ড১৬৫৫.০২
১৩ইউএসএ১৬৫২.৭৪
১৪জার্মানি১৬৪৬.৯১
১৫মেক্সিকো১৬৩৫.৭৮
১৬উরুগুয়ে১৬২৭.৪৫
১৭কলোম্বিয়া১৬১২.৭৮
১৮ডেনমার্ক১৬০৮.১১
১৯সেনেগাল১৬০৩.৯৮
২০জাপান১৫৯৩.০৮
২১পেরু১৫৬৪.০৩
২২পোল্যান্ড১৫৫৯.৮৩
২৩সুইডেন১৫৫৮.৪৫
২৪ইরান১৫৫১.৭৩
২৫কোরিয়া রিপাবলিক১৫৩৯.৪৯
২৬ইউক্রেন ১৫৩৬.৯৯
২৭আস্ট্রেলিয়া১৫৩৩.৯৭
২৮ওয়েলস১৫৩০.২৮
২৯সার্বিয়া১৫২৬.৪৬
৩০তিউনিসিয়া১৫২৬.০২
৩১চিলি১৫০৬.৯১
৩২কোস্টারিকা১৫০০.১৮
৩৩ক্যামেরুন১৪৯৯.০৩
৩৪অস্ট্রিয়া১৪৯৭.২৪
৩৫নাইজেরিয়া১৪৯৪.৩২
৩৬হাঙ্গেরি১৪৯৩.৩৩
৩৭রাশিয়া১৪৯১.২৬
৩৮চেক প্রজাতন্ত্র১৪৯০.৬১
৩৯মিশর১৪৯০.৯৪
৪০আলজেরিয়া১৪৮৬.৭২
৪১ইকুয়েডর১৪৭৭.৩২
৪২স্কটল্যান্ড১৪৭৬.৯৪
৪৩নরওয়ে১৪৭৫.০৫
৪৪তুর্কি১৪৬৫.৩৮
৪৫মালি১৪৪৯.০৫
৪৬প্যারাগুয়ে১৪৪৫.০৬
৪৭কোট ডি আইভরি১৪৪১.৪৯
৪৮আয়ারল্যান্ড১৪৩৮.৫৯
৪৯সৌদি আরব১৪৩৮.১৩
৫০বুরকিনা ফাসো১৪৩৪.৮১ 

 

ফিফার আয়োজিত কাতার বিশ্বকাপ ২০২২ শেষে ফিফা পয়েন্ট তালিকার সর্বশেষ হালনাগাদ করেছে ২২শে ডিসেম্বার, ২০২২। ফিফার প্রকাশিত পয়েন্ট তালিকায় শীষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার সুবাদে ফিফার প্রকাশিত সর্বশেষ রেংকিং তালিকায় দ্বিতীয় নাম্বারে উঠে এসেছে আর্জেন্টিনা। এছাড়া বিশ্বকাপে রানার আপ হওয়া ফ্রান্স উঠে এসেছে রেংকিং তালিকায় তৃতীয় নাম্বারে। 

বাংলাদেশ ফুটবল রেংকিং ২০২২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা রেংকিং ১৯২ এবং রেটিং পয়েন্ট ৮৮৪.৪৫ । সর্বশেষ আপডেট ২২ শে ডিসেম্বার, ২০২২

অনলাইনে বিনামূল্যে ডাক্তার দেখানঃ DoctLab.com

আর্জেন্টিনা ফিফা রেংকিং ২০২২

বিশ্বের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় দল আর্জেন্টিনার ফিফা রেংকিং ২ এবং রেটিং পয়েন্ট ১৮৩৮.৩৮।

4.3/5 - (18 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button