৫ অক্টবর থেকে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৬ ম্যাচ শেষ হয়েছে এখন সবাই জানতে চাই ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের তালিকা। আজকের প্রতিবেদনে বিশ্বকাপ ক্রিকেট সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা দেখে নিন।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক
আজ ১৬ই নভেম্বর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ৪৬ তম ম্যাচ শেষ। ইতিমধ্যে ৪৬ ম্যাচের সর্বোচ্চ সংগ্রাহকের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের বিরাট কোহলি । ১০ ম্যাচের ১০ ইনিংস খেলে বিরাট কোহলি করেছেন ৭১১ রান। নিচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেওয়া হল।
| খেলোয়াড় | মোট ম্যাচ | মোট ইনিংস | মোট রান | 
| বিরাট কোহলি | ১০ | ১০ | ৭১১ | 
| কুইন্টন ডি কক | ৯ | ৯ | ৫৯১ | 
| রচিন রবীন্দ্র | ১০ | ১০ | ৫৭৮ | 
| ড্যারিল মিচেল | ১০ | ৯ | ৫৫২ | 
| রোহিত শর্মা | ১০ | ১০ | ৫৫০ | 
| শ্রেয়াস আইয়ার | ১০ | ১০ | ৫২৬ | 
| ডেভিড ওয়ার্নার | ৯ | ৯ | ৪৯৯ | 
| রাসি ভ্যান ডের ডুসেন | ৯ | ৯ | ৪৪২ | 
| মিচেল মার্শ | ৮ | ৮ | ৪২৬ | 
| ডেভিড মালান | ৯ | ৯ | ৪০৪ | 
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
চলমান ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে কোন পরাজয় ছাড়া পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনাল ম্যাচ খেলেছে ভারত। তাদের এই ধাঁরা বজয় রাখতে ভারতের বোলিং লাইন আপ বেশ বড় ভূমিকা দেখিয়ে চলেছে। মাত্র ৬ ম্যাচে খেলে বিশ্বকাপে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছে ভারতের মোহাম্মদ শামি। চলুন দেখে আসি ২০২৩ আইসিসি ওডিয়াই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া খেলোয়াড়ের তালিকা।
| খেলোয়াড় | মোট ম্যাচ | মোট ওভার | মোট উইকেট | 
| মোহাম্মদ শামি | ৬ | ৪১.৫ | ২৩ | 
| অ্যাডাম জাম্পা | ৯ | ৭৯.০ | ২২ | 
| দিলশান মধুশঙ্কা | ৯ | ৭৮.২ | ২১ | 
| জসপ্রীত বুমরাহ | ১০ | ৮২.৫ | ১৮ | 
| শাহিন আফ্রিদি | ৯ | ৮১.০ | ১৮ | 
| জেরাল্ড কোয়েটজি | ৭ | ৫৪.৩ | ১৮ | 
| মার্কো জ্যানসেন | ৮ | ৬৪.৪ | ১৭ | 
| রবীন্দ্র জাদেজা | ১০ | ৮৩.৩ | ১৬ | 
| মিচেল স্যান্টনার | ১০ | ৯২.৪ | ১৬ | 
| হারিস রউফ | ৯ | ৭৯.০ | ১৬ | 
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
 
					

 
                                