ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত। তাদের মধ্যে চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের মধ্যে অবিরাম আলোচনার বিষয়। ভক্তরা জানতে চাই মেসি রোনালদো পরিসংখ্যান, কারণ এই পরিসংখ্যানগুলো তাদের ক্যারিয়ারের সাফল্যকে স্পষ্ট করে তোলে। খেলা ১৮ এর আজকের এই নিবন্ধে তাদের জাতীয় দল এবং ক্লাব ক্যারিয়ারের গোল, লাল-হলুদ কার্ড এবং ট্রফির পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই তুলনা থেকে বোঝা যাবে কেন তারা ফুটবলের শীর্ষে অবস্থান করছেন।
মেসি রোনালদো জাতীয় দলে গোল পরিসংখ্যান
জাতীয় দলে মেসি এবং রোনালদোর পারফরম্যান্স ফুটবলের ইতিহাসে অমর। আর্জেন্টিনার হয়ে মেসি ২০২টি ম্যাচ খেলে ১১৪টি গোল করেছেন, যার মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ৩৬টি, আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৫১টি এবং কোপা আমেরিকায় ১৪টি। জাতীয় দলে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৬৩টি। অন্যদিকে, পর্তুগালের হয়ে রোনালদো ২২৫টি ম্যাচে ১৪৩টি গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ রেকর্ড। তার মধ্যে ইউরো কোয়ালিফায়ারে ৪১টি, বিশ্বকাপ বাছাইপর্বে ৪১টি এবং নেশনস লিগে ১৫টি গোল রয়েছে। রোনালদোর মোট অ্যাসিস্টে সংখ্যা ৪৫টি।
| খেলোয়াড় | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| লিওনেল মেসি (আর্জেন্টিনা) | ২০২ | ১১৪ | ৬৩ |
| ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) | ২২৫ | ১৪৩ | ৪৫ |
মেসি রোনালদো ক্লাবে গোল পরিসংখ্যান
ক্লাব ক্যারিয়ারে দুজনেই অসাধারণ। মেসি বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিয়ামি এবং বার্সেলোনা অ্যাটলেটিকের হয়ে মোট ৯৫৬টি ম্যাচ খেলে ৭৭৮টি গোল ও অ্যাসিস্ট ৩৭৫টি। বার্সেলোনায় তার ৬৭২টি গোল সর্বোচ্চ। ইন্টার মিয়ামিতে ৮১ ম্যাচে ৬৮ গোল করে তিনি এমএলএসকে দাপিয়ে বেড়াচ্ছেন। রোনালদো রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, আল-নাসর এবং স্পোর্টিং সিপিতে ১০৬০টি ম্যাচে ৭৯৯টি গোল করেছেন ও অ্যাসিস্ট ২৫৭টি। রিয়াল মাদ্রিদে তার ৪৫০টি গোল ক্লাবের রেকর্ড।
| খেলোয়াড় | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| লিওনেল মেসি | ৯৫৬ | ৭৭৮ | ৩৭৫ |
| ক্রিস্টিয়ানো রোনালদো | ১০৬০ | ৭৯৯ | ২৫৭ |
মেসি রোনালদো লাল ও হলুদ কার্ড পরিসংখ্যান
নৈতিকতার দিক থেকে মেসি অনেকটা শান্ত খেলোয়াড়। তার ক্লাব ক্যারিয়ারে হলুদ কার্ড ৯৩টি এবং লাল কার্ড মাত্র ২টি। জাতীয় দলে হলুদ কার্ড ১১টি এবং লাল কার্ড ২টি। অন্যদিকে রোনালদোর ক্লাব ক্যারিইয়ারে হলুদ কার্ড ১২৯টি এবং লাল কার্ড ৮টি তবে দুই বার পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারনে ১ ম্যাচ বাতিল করা হয় যা একটি লাল কার্ডের সমান। সেই হসাবে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট লাল কার্ড ১২টি। তবে জাতীয় দলে রোনালদোর হলুদ কার্ড ৩২টি তবে রোনালদো ভক্তবের স্বস্তির বিষয় হল জাতীয় দলে একটি লাল কার্ডও দেখতে হয়নি তাকে।
| খেলোয়াড় | হলুদ কার্ড (ক্লাব + জাতীয়) | লাল কার্ড (ক্লাব + জাতীয়) |
|---|---|---|
| লিওনেল মেসি | ১০৪ | ৪ |
| ক্রিস্টিয়ানো রোনালদো | ১৬১ | ১২ |
মেসি রোনালদো ট্রফি পরিসংখ্যান
ট্রফির দিক থেকে মেসি এগিয়ে। তার ৮টি ব্যালন ডি’অর, ৪টি দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার, ১টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবে ১০টি লা লিগা এবং ৩টি লিগ ১ ট্রাফি নিয়ে রোনালদোর থেকে এগিয়ে আছেন। রোনালদোর ৫টি ব্যালন ডি’অর, ৩টি দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার, ১টি ইউরো, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি প্রিমিয়ার লিগ এবং ২টি লা লিগা কাল নিয়ে আছেন প্রাই সমানে সমান।
| খেলোয়াড় | ব্যালন ডি’অর | চ্যাম্পিয়ন্স লিগ | জাতীয় ট্রফি (বড়) |
|---|---|---|---|
| লিওনেল মেসি | ৮ | ৪ | ওয়ার্ল্ড কাপ ১, কোপা ২ |
| ক্রিস্টিয়ানো রোনালদো | ৫ | ৫ | ইউরো ১ |
উপরের পরিসংখ্যান থেকে দেখা যায় কিছু ক্ষেত্রে লিওনেল মেসি এগিয়ে আবার কিশু ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে।
খেলা ১৮ এর এই নিবন্ধে মেসি রোনালদো আপডেট পরিসংখ্যান তথ্য দিয়ে সাজানো হয়েছে যা কিছু দিন পর পর আপডেট করা হয়।
(সবচেয়ে আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
