ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত ২০২৬ ফিফা বিশ্বকাপ সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচিতে প্রথম ম্যাচ শুরু হবে ১১ই জুন ২০২৬ সালে বাংলাদেশ সময় রাত ১ টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শুরু হবে “এ” গ্রুপের দুই দল মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাধমে। ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি অনুযায়ী ২৩ তম আসরে ৪৮টি দলকে ১২টি গ্রুপ করে মোট ১০৪টি ম্যাচ খেলবে এবং ২০২৬ সালের ২০ জুলাই ফাইনালের মাধ্যমে ২৩তম আসর শেষ হবে। চলুন দেখে আসি ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি, গ্রুপ সহ সকল তথ্য।
সারসংক্ষেপ
| আয়োজক | ফিফা |
| মোট দল | ৪৮ টি |
| মোট | ১০৪ ম্যাচ |
| প্রথম আসর | ১৯৩০ সালে |
| সর্বশেষ আসর | ২০২২ সালে |
| বর্তমান চ্যাম্পিয়ান | আর্জেন্টিনা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ
এই প্রথমবারের মত ফিফা বিশ্বকাপ ৪৮ দলে নিয়ে শুরু হচ্ছে যেখানে প্রতিটি গ্রুপে ৪ টি দল থাকবে। গ্রুপ পর্বের প্রতিটি দল মোট ৩টি করে ম্যাচ খেলে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে, গ্রুপের পয়েন্ট অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থানে থাকে দুই দল যাবে পরবর্তী রাউন্ডে। সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডের জয়ী দল হয় ২৪ টি কিন্তু ৩২ তম রাউন্ডের মোট ৩২ টি দল খেলবে। যেখেত্রে ১২টি গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকে সেরা আট দল পরবর্তী রাউন্ড খেলার সুযোগ পাবে।
৩২তম রাউন্ডে প্রতিটি দল মোট একটি করে ম্যাচ খেলবে। জয়ী দল রাউন্ড অফ ১৬ খেলবে এবং পরাজিত দল বাদ পরবে। এভাবে ১৬ তম রাউন্ডে একইভাবে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে জয়ী ৮ দল কোয়ার্টার ফাইনাল খেলবে এবং পরাজিত দল বাদ পড়বে। এভাবেই কোয়ার্টার ফাইনাল থেকে ৪ দল খেলবে সেমিফাইনাল। সর্বশেষ সেমিফাইনালের ৪ দল থেকে দুই দল খেলবে ফাইনাল।
| গ্রুপ | দলসমূহ |
|---|---|
| A | মেক্সিকো (হোস্ট), দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউএফই পাথ ডি বিজয়ী |
| B | কানাডা (হোস্ট), ইউএফই পাথ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড |
| C | ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড |
| D | যুক্তরাষ্ট্র (হোস্ট), প্যারাগোয়ে, অস্ট্রেলিয়া, ইউএফই পাথ সি বিজয়ী |
| E | জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, একুয়েডর |
| F | নেদারল্যান্ডস, জাপান, ইউএফই পাথ বি বিজয়ী, তিউনিসিয়া |
| G | বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড |
| H | স্পেন, কেপ ভার্ডে, সৌদি আরব, উরুগোয়ে |
| I | ফ্রান্স, সেনেগাল, আইসি পাথ ২ বিজয়ী, নরওয়ে |
| J | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান |
| K | পোর্তুগাল, আইসি পাথ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া |
| L | ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, গানা, পানামা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
২৩তম ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মেক্সিকোর ঘরের মাটিতে ফিফার অফিশিয়ালি প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হল।
| ম্যাচ নং | তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ১ | ১১ জুন | রাত ১টা | গ্রুপ ‘এ’: মেক্সিকো – দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি |
| ২ | ১২ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া – উয়েফা প্লে অফ ডি | গুয়াদালহারা |
| ৩ | ১২ জুন | রাত ১টা | গ্রুপ ‘বি’: কানাডা – উয়েফা প্লে অফ এ | টরন্টো |
| ৪ | ১৩ জুন | ভোর ৭টা | গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র – প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস |
| ৫ | ১৩ জুন | সকাল ১০টা | গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া – উয়েফা প্লে অফ সি | ভ্যাঙ্কুভার |
| ৬ | ১৩ জুন | রাত ১টা | গ্রুপ ‘বি’: কাতার – সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো |
| ৭ | ১৪ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘সি’: ব্রাজিল – মরক্কো | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৮ | ১৪ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘সি’: হাইতি – স্কটল্যান্ড | বোস্টন |
| ৯ | ১৪ জুন | রাত ১১টা | গ্রুপ ‘ই’: জার্মানি – কুরাসাও | হিউস্টন |
| ১০ | ১৪ জুন | রাত ২টা | গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস – জাপান | ডালাস |
| ১১ | ১৫ জুন | ভোর ৫টা | গ্রুপ ‘ই’: আইভরিকোস্ট – ইকুয়েডর | ফিলাডেলফিয়া |
| ১২ | ১৫ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘এফ’: উয়েফা প্লে অফ বি – তিউনিসিয়া | মন্তেরেই |
| ১৩ | ১৫ জুন | রাত ১০টা | গ্রুপ ‘এইচ’: স্পেন – কেপ ভার্দে | আটলান্টা |
| ১৪ | ১৫ জুন | রাত ১টা | গ্রুপ ‘জি’: বেলজিয়াম – মিসর | সিয়াটল |
| ১৫ | ১৬ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘এইচ’: সৌদি আরব – উরুগুয়ে | মায়ামি |
| ১৬ | ১৬ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘জি’: ইরান – নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস |
| ১৭ | ১৬ জুন | সকাল ১০টা | গ্রুপ ‘জে’: অস্ট্রিয়া – জর্ডান | সান ফ্রান্সিসকো |
| ১৮ | ১৬ জুন | রাত ১টা | গ্রুপ ‘আই’: ফ্রান্স – সেনেগাল | নিউইয়র্ক – নিউজার্সি |
| ১৯ | ১৭ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘আই’: ফিফা প্লে অফ ২ – নরওয়ে | বোস্টন |
| ২০ | ১৭ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা – আলজেরিয়া | কানসাস সিটি |
| ২১ | ১৭ জুন | রাত ১১টা | গ্রুপ ‘কে’: পর্তুগাল – ফিফা প্লে অফ ১ | হিউস্টন |
| ২২ | ১৭ জুন | রাত ২টা | গ্রুপ ‘এল’: ইংল্যান্ড – ক্রোয়েশিয়া | ডালাস |
| ২৩ | ১৮ জুন | ভোর ৫টা | গ্রুপ ‘এল’: ঘানা – পানামা | টরন্টো |
| ২৪ | ১৮ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘কে’: উজবেকিস্তান – কলম্বিয়া | মেক্সিকো সিটি |
| ২৫ | ১৮ জুন | রাত ১০টা | গ্রুপ ‘এ’: উয়েফা প্লে অফ ডি – দক্ষিণ আফ্রিকা | আটলান্টা |
| ২৬ | ১৮ জুন | রাত ১টা | গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড – উয়েফা প্লে অফ এ | লস অ্যাঞ্জেলেস |
| ২৭ | ১৯ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘বি’: কানাডা – কাতার | ভ্যাঙ্কুভার |
| ২৮ | ১৯ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘এ’: মেক্সিকো – দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা |
| ২৯ | ১৯ জুন | সকাল ১০টা | গ্রুপ ‘ডি’: উয়েফা প্লে অফ সি – প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো |
| ৩০ | ১৯ জুন | রাত ১টা | গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র – অস্ট্রেলিয়া | সিয়াটল |
| ৩১ | ২০ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড – মরক্কো | বোস্টন |
| ৩২ | ২০ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘সি’: ব্রাজিল – হাইতি | ফিলাডেলফিয়া |
| ৩৩ | ২০ জুন | সকাল ১০টা | গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া – জাপান | মন্তেরেই |
| ৩৪ | ২০ জুন | রাত ১১টা | গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস – উয়েফা প্লে অফ বি | হিউস্টন |
| ৩৫ | ২০ জুন | রাত ২টা | গ্রুপ ‘ই’: জার্মানি – আইভরিকোস্ট | টরন্টো |
| ৩৬ | ২১ জুন | ভোর ৬টা | গ্রুপ ‘ই’: ইকুয়েডর – কুরাসাও | কানসাস সিটি |
| ৩৭ | ২১ জুন | রাত ১০টা | গ্রুপ ‘এইচ’: স্পেন – সৌদি আরব | আটলান্টা |
| ৩৮ | ২১ জুন | রাত ১টা | গ্রুপ ‘জি’: বেলজিয়াম – ইরান | লস অ্যাঞ্জেলেস |
| ৩৯ | ২২ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে – কেপ ভার্দে | মায়ামি |
| ৪০ | ২২ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড – মিসর | ভ্যাঙ্কুভার |
| ৪১ | ২২ জুন | রাত ১১টা | গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা – অস্ট্রিয়া | ডালাস |
| ৪২ | ২২ জুন | রাত ৩টা | গ্রুপ ‘আই’: ফ্রান্স – ফিফা প্লে অফ ২ | ফিলাডেলফিয়া |
| ৪৩ | ২৩ জুন | সকাল ৬টা | গ্রুপ ‘আই’: নরওয়ে – সেনেগাল | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৪৪ | ২৩ জুন | সকাল ৯টা | গ্রুপ ‘জে’: জর্ডান – আলজেরিয়া | সান ফ্রান্সিসকো |
| ৪৫ | ২৩ জুন | রাত ১১টা | গ্রুপ ‘কে’: পর্তুগাল – উজবেকিস্তান | হিউস্টন |
| ৪৬ | ২৩ জুন | রাত ২টা | গ্রুপ ‘এল’: ইংল্যান্ড – ঘানা | বোস্টন |
| ৪৭ | ২৪ জুন | ভোর ৫টা | গ্রুপ ‘এল’: পানামা – ক্রোয়েশিয়া | টরন্টো |
| ৪৮ | ২৪ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘কে’: কলম্বিয়া – ফিফা প্লে অফ ১ | গুয়াদালহারা |
| ৪৯ | ২৪ জুন | রাত ১টা | গ্রুপ ‘বি’: কানাডা – সুইজারল্যান্ড | ভ্যাঙ্কুভার |
| ৫০ | ২৪ জুন | রাত ১টা | গ্রুপ ‘বি’: উয়েফা প্লে অফ এ – কাতার | সিয়াটল |
| ৫১ | ২৫ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড – ব্রাজিল | মায়ামি |
| ৫২ | ২৫ জুন | ভোর ৪টা | গ্রুপ ‘সি’: মরক্কো – হাইতি | আটলান্টা |
| ৫৩ | ২৫ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘এ’: মেক্সিকো – উয়েফা প্লে অফ ডি | মেক্সিকো সিটি |
| ৫৪ | ২৫ জুন | সকাল ৭টা | গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া – দক্ষিণ আফ্রিকা | মন্তেরেই |
| ৫৫ | ২৫ জুন | রাত ২টা | গ্রুপ ‘ই’: ইকুয়েডর – জার্মানি | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৫৬ | ২৫ জুন | রাত ২টা | গ্রুপ ‘ই’: কুরাসাও – আইভরিকোস্ট | ফিলাডেলফিয়া |
| ৫৭ | ২৬ জুন | ভোর ৫টা | গ্রুপ ‘এফ’: জাপান – উয়েফা প্লে অফ বি | ডালাস |
| ৫৮ | ২৬ জুন | ভোর ৫টা | গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া – নেদারল্যান্ডস | কানসাস সিটি |
| ৫৯ | ২৬ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র – উয়েফা প্লে অফ সি | লস অ্যাঞ্জেলেস |
| ৬০ | ২৬ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘ডি’: প্যারাগুয়ে – অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো |
| ৬১ | ২৬ জুন | রাত ১টা | গ্রুপ ‘আই’: নরওয়ে – ফ্রান্স | বোস্টন |
| ৬২ | ২৬ জুন | রাত ১টা | গ্রুপ ‘আই’: সেনেগাল – ফিফা প্লে অফ ২ | টরন্টো |
| ৬৩ | ২৭ জুন | সকাল ৬টা | গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে – স্পেন | গুয়াদালহারা |
| ৬৪ | ২৭ জুন | সকাল ৬টা | গ্রুপ ‘এইচ’: কেপ ভার্দে – সৌদি আরব | হিউস্টন |
| ৬৫ | ২৭ জুন | সকাল ৯টা | গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড – বেলজিয়াম | ভ্যাঙ্কুভার |
| ৬৬ | ২৭ জুন | সকাল ৯টা | গ্রুপ ‘জি’: মিসর – ইরান | সিয়াটল |
| ৬৭ | ২৭ জুন | রাত ৩টা | গ্রুপ ‘এল’: পানামা – ইংল্যান্ড | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৬৮ | ২৭ জুন | রাত ৩টা | গ্রুপ ‘এল’: ক্রোয়েশিয়া – ঘানা | ফিলাডেলফিয়া |
| ৬৯ | ২৮ জুন | ভোর ৫:৩০ | গ্রুপ ‘কে’: কলম্বিয়া – পর্তুগাল | মায়ামি |
| ৭০ | ২৮ জুন | ভোর ৫:৩০ | গ্রুপ ‘কে’: ফিফা প্লে অফ ১ – উজবেকিস্তান | আটলান্টা |
| ৭১ | ২৮ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘জে’: জর্ডান – আর্জেন্টিনা | ডালাস |
| ৭২ | ২৮ জুন | সকাল ৮টা | গ্রুপ ‘জে’: আলজেরিয়া – অস্ট্রিয়া | কানসাস সিটি |
| ৭৩ | ২৮ জুন | রাত ৩টা | এ ২ – বি ২ | লস অ্যাঞ্জেলেস |
| ৭৪ | ২৯ জুন | রাত ২:৩০ | ই ১ – এ/বি/সি/ডি/এফ – ৩ | বোস্টন |
| ৭৫ | ৩০ জুন | সকাল ৭টা | এফ ১ – সি ২ | মন্তেরেই |
| ৭৬ | ২৯ জুন | রাত ১১টা | সি ১ – এফ ২ | হিউস্টন |
| ৭৭ | ৩০ জুন | রাত ৩টা | আই ১ – সি/ডি/এফ/জি/এইচ – ৩ | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৭৮ | ৩০ জুন | রাত ১১টা | ই ২ – আই ২ | ডালাস |
| ৭৯ | ১ জুলাই | সকাল ৭টা | এ ১ – সি/ই/এফ/এইচ/আই – ৩ | মেক্সিকো সিটি |
| ৮০ | ১ জুলাই | রাত ১০টা | এল ১ – ই/এফ/এইচ/আই/জে/কে – ৩ | আটলান্টা |
| ৮১ | ২ জুলাই | সকাল ৬টা | ডি ১ – বি/ই/এফ/আই/জে – ৩ | সান ফ্রান্সিসকো |
| ৮২ | ১ জুলাই | রাত ২টা | জি ১ – এ/ই/এইচ/আই/জে – ৩ | সিয়াটল |
| ৮৩ | ৩ জুলাই | ভোর ৫টা | কে ২ – এল ২ | টরন্টো |
| ৮৪ | ২ জুলাই | রাত ১টা | এইচ ১ – জে ২ | লস অ্যাঞ্জেলেস |
| ৮৫ | ৩ জুলাই | সকাল ৯টা | বি ১ – ই/এফ/জি/আই/জে – ৩ | ভ্যাঙ্কুভার |
| ৮৬ | ৪ জুলাই | ভোর ৪টা | জে ১ – এইচ ২ | মায়ামি |
| ৮৭ | ৪ জুলাই | সকাল ৭:৩০ | কে ১ – ডি/ই/আই/জে/এল – ৩ | কানসাস |
| ৮৮ | ৩ জুলাই | রাত ১২টা | ডি ২ – জি ২ | ডালাস |
| ৮৯ | ৪ জুলাই | রাত ৩টা | জয়ী ম্যাচ ৭৮ – জয়ী ম্যাচ ৭৭ | ফিলাডেলফিয়া |
| ৯০ | ৪ জুলাই | রাত ১১টা | জয়ী ম্যাচ ৭৩ – জয়ী ম্যাচ ৭৫ | হিউস্টন |
| ৯১ | ৫ জুলাই | রাত ২টা | জয়ী ম্যাচ ৭৬ – জয়ী ম্যাচ ৭৮ | নিউইয়র্ক – নিউজার্সি |
| ৯২ | ৬ জুলাই | সকাল ৬টা | জয়ী ম্যাচ ৭৯ – জয়ী ম্যাচ ৮০ | মেক্সিকো সিটি |
| ৯৩ | ৬ জুলাই | রাত ১টা | জয়ী ম্যাচ ৮৩ – জয়ী ম্যাচ ৮৪ | ডালাস |
| ৯৪ | ৭ জুলাই | সকাল ৬টা | জয়ী ম্যাচ ৮১ – জয়ী ম্যাচ ৮২ | সিয়াটল |
| ৯৫ | ৭ জুলাই | রাত ১০টা | জয়ী ম্যাচ ৮৬ – জয়ী ম্যাচ ৮৮ | আটলান্টা |
| ৯৬ | ৭ জুলাই | রাত ২টা | জয়ী ম্যাচ ৮৫ – জয়ী ম্যাচ ৮৭ | ভ্যাঙ্কুভার |
| ৯৭ | ৯ জুলাই | রাত ২টা | জয়ী ম্যাচ ৮৯ – জয়ী ম্যাচ ৯০ | বোস্টন |
| ৯৮ | ১০ জুলাই | রাত ১১টা | জয়ী ম্যাচ ৯৩ – জয়ী ম্যাচ ৯৪ | লস অ্যাঞ্জেলেস |
| ৯৯ | ১১ জুলাই | রাত ৩টা | জয়ী ম্যাচ ৯১ – জয়ী ম্যাচ ৯২ | মায়ামি |
| ১০০ | ১২ জুলাই | সকাল ৭টা | জয়ী ম্যাচ ৯৫ – জয়ী ম্যাচ ৯৬ | কানসাস |
| ১০১ | ১৪ জুলাই | রাত ১টা | জয়ী ম্যাচ ৯৭ – জয়ী ম্যাচ ৯৮ | ডালাস |
| ১০২ | ১৫ জুলাই | রাত ১টা | জয়ী ম্যাচ ৯৯ – জয়ী ম্যাচ ১০০ | আটলান্টা |
| ১০৩ | ১৮ জুলাই | রাত ৩টা | তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | মায়ামি |
| ১০৪ | ১৯ জুলাই | রাত ১টা | ফাইনাল | নিউইয়র্ক – নিউজার্সি |
২০২৬ ফিফা বিশ্বকাপের ভেন্যু
২০২৬ ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো—মিলে আয়োজন করবে। এই টুর্নামেন্টে মোট ১৬টি স্টেডিয়াম (ভেন্যু) ব্যবহার হবে, যা ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপের পর সবচেয়ে বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি। মোট ১০৪টি ম্যাচ এই ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ৬০টি, কানাডা ও মেক্সিকোতে প্রত্যেকে ১০টি করে।
এই স্টেডিয়ামগুলোর মধ্যে কিছু ঐতিহাসিক (যেমন এস্তাদিয়ো আজতেকা, যা ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে), কিছু আধুনিক এবং NFL/MLS-এর মতো লিগের হোম গ্রাউন্ড। FIFA-এর নিয়ম অনুসারে, টুর্নামেন্টের সময় স্পনসরশিপ নাম পরিবর্তন করে সাধারণ নাম ব্যবহার হবে (যেমন AT&T Stadium → Dallas Stadium)। নিচে সকল ভেন্যুর তথ্য দেওয়া হল।
| স্টেডিয়ামের নাম (স্পনসর নাম) | অবস্থান (দেশ) | ক্যাপাসিটি (প্রায়) |
|---|---|---|
| Estadio Azteca (Estadio Azteca) | মেক্সিকো সিটি, মেক্সিকো | ৮৭,০০০ |
| Estadio Akron (Estadio Guadalajara) | গুয়াদালাহারা, মেক্সিকো | ৪৯,০০০ |
| Estadio BBVA (Estadio Monterrey) | মন্তেরে, মেক্সিকো | ৫৩,৫০০ |
| BMO Field (Toronto Stadium) | টরন্টো, কানাডা | ৪৫,০০০ |
| BC Place (Vancouver Stadium) | ভ্যাঙ্কুভার, কানাডা | ৫৪,৫০০ |
| Mercedes-Benz Stadium (Atlanta Stadium) | আটলান্টা, যুক্তরাষ্ট্র | ৭৫,০০০ |
| Gillette Stadium (Boston Stadium) | ফক্সবোরো, যুক্তরাষ্ট্র | ৬৫,০০০ |
| AT&T Stadium (Dallas Stadium) | অ্যারলিংটন, যুক্তরাষ্ট্র | ৯৪,০০০ |
| NRG Stadium (Houston Stadium) | হিউস্টন, যুক্তরাষ্ট্র | ৭২,০০০ |
| GEHA Field at Arrowhead Stadium (Kansas City Stadium) | কানসাস সিটি, যুক্তরাষ্ট্র | ৭৬,০০০ |
| SoFi Stadium (Los Angeles Stadium) | ইংগেলউড, যুক্তরাষ্ট্র | ৭০,০০০ |
| Hard Rock Stadium (Miami Stadium) | মায়ামি, যুক্তরাষ্ট্র | ৬৫,০০০ |
| MetLife Stadium (New York New Jersey Stadium) | ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র | ৮২,৫০০ |
| Lincoln Financial Field (Philadelphia Stadium) | ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র | ৬৯,০০০ |
| Levi’s Stadium (San Francisco Bay Area Stadium) | সান্তা ক্লারা, যুক্তরাষ্ট্র | ৬৮,৫০০ |
| Lumen Field (Seattle Stadium) | সিয়াটল, যুক্তরাষ্ট্র | ৬৯,০০০ |
২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে নানা প্রশ্ন থেকে থাকে। ২০২২ ফিফা বিশ্বকাপের সময় খেলা ১৮ সাইটে প্রকাশিত সময়সূচিতে অনেকেই কমেন্ট করে করেছিলো। সেই সকল সাধারণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।
২০২৬ বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে হবে?
উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ কবে?
২০২৬ সালের ১১ জুন ‘এ’ গ্রুপের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ কত তম?
ফিফা আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর, অর্থাৎ এই আগে ২২ টি আসর হয়েছিলো।
মোট কয়টি ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে?
মোট ১০৪টি ম্যাচ। (গ্রুপ পর্ব ৭২ + রাউন্ড অব ৩২ এ ১৬ + রাউন্ড অব ১৬ এ ৮ + কোয়ার্টার ৪ + সেমি ২ + তৃতীয় স্থান ১ + ফাইনাল ১)
২০২৬ ফিফা বিশ্বকাপে কয়টি দেশ অংশ নেবে?
২০২৬ ফিফা বিশ্বকাপে মোট ৪৮ টি দল অংশ নিবে।
