আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম বলিভিয়া হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ১৬ই সেপ্টেম্বর ১৯২৬ সালে কোপা আমেরিকায়। তার পর থেকে এখনও পর্যন্ত আর্জেন্টিনা বনাম বলিভিয়া সর্বমোট ৪৪ টি ম্যাচ খেলেছে। এই ৪৪ ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৩২ টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭২.৭৩%। অন্যদকে বলিভিয়া জয়লাভ করেছে ৭ টি ম্যাচে। বলিভিয়ার জয়ের পরিমাণ ১৫.৯১%। আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যানে ৪৩ ম্যাচে ৫ ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ১১.৩৬%। আর্জেন্টিনা বনাম বলিভিয়া হেড টু হেড সর্বশেষ ম্যাচ খেলেছে ১৬ই অক্টোবর ২০২৪ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ৬-০ গোল ব্যাবধানে।
| তারিখ | ম্যাচ | ফলাফল | স্কোর | প্রতিযোগিতা |
| ১৬-০৯-১৯২৬ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৫-০ | কোপা আমেরিকা |
| ৩০-০৯-১৯২৭ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৭-১ | কোপা আমেরিকা |
| ১৮-০১-১৯৪৫ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৪-০ | কোপা আমেরিকা |
| ১৯-০১-১৯৪৬ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৭-১ | কোপা আমেরিকা |
| ০৪-১২-১৯৪৭ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৭-০ | কোপা আমেরিকা |
| ০৬-১০-১৯৫৭ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | বলিভিয়া জয়ী | ২-০ | ফিফা বিশ্বকাপ |
| ২৭-১০-১৯৫৭ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-৪ | ফিফা বিশ্বকাপ |
| ১১-০৩-১৯৫৯ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-২ | কোপা আমেরিকা |
| ২৮-০৩-১৯৬৩ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | বলিভিয়া জয়ী | ৩-২ | কোপা আমেরিকা |
| ১৭-০৮-১৯৬৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ১-৪ | ফিফা বিশ্বকাপ |
| ২৯-০৮-১৯৬৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ১-২ | ফিফা বিশ্বকাপ |
| ২২-০১-১৯৬৭ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ১-০ | কোপা আমেরিকা |
| ২৭-০৭-০৯৬৯ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | বলিভিয়া জয়ী | ১-৩ | ফিফা বিশ্বকাপ |
| ২৪-০৮-১৯৬৯ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ১-০ | ফিফা বিশ্বকাপ |
| ০৯-০৯-১৯৭৩ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৪-০ | ফিফা বিশ্বকাপ |
| ২৩-০৯-১৯৭৩ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ১-০ | ফিফা বিশ্বকাপ |
| ২০-০৬-১৯৭৫ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ২-১ | কোপা কর্নেলিও সাভেদ্রা |
| ২৭-০৬-১৯৭৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ১-২ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
| ১৮-০৬-১৯৭৯ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | বলিভিয়া জয়ী | ২-১ | কোপা আমেরিকা |
| ০৮-০৮-১৯৭৯ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-৩ | কোপা আমেরিকা |
| ১০-০৭-১৯৮৯ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | ড্রা | ০-০ | কোপা আমেরিকা |
| ১৭-০৬-১৯৯৩ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-১ | কোপা আমেরিকা |
| ০৮-০৭-১৯৯৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ১-২ | কোপা আমেরিকা |
| ২৪-০৪-১৯৯৬ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৩-১ | ফিফা বিশ্বকাপ |
| ০২-০৪-১৯৯৭ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | বলিভিয়া জয়ী | ১-২ | ফিফা বিশ্বকাপ |
| ০৪-০৬-২০০০ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ১-০ | ফিফা বিশ্বকাপ |
| ২৫-০৪-২০০১ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | ড্রা | ৩-৩ | ফিফা বিশ্বকাপ |
| ১৫-১১-২০০৩ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৩-০ | ফিফা বিশ্বকাপ |
| ২৬-০৩-২০০৫ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ১-২ | ফিফা বিশ্বকাপ |
| ১৭-১১-২০০৭ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-৩ | ফিফা বিশ্বকাপ |
| ০১-০৪-২০০৯ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | বলিভিয়া জয়ী | ৬-১ | ফিফা বিশ্বকাপ |
| ০১-০৭-২০১১ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | কোপা আমেরিকা |
| ১১-১১-২০১১ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | ফিফা বিশ্বকাপ |
| ২৬-০৩-২০১৩ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | ফিফা বিশ্বকাপ |
| ০৬-০৬-২০১৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-৫ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
| ০৪-০৯-২০১৫ | বলিভিয়া বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-৭ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
| ২৯-০৩-২০১৬ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ২-০ | ফিফা বিশ্বকাপ |
| ১৪-০৬-২০১৬ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৩-০ | কোপা আমেরিকা |
| ২৮-০৩-২০১৭ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | বলিভিয়া জয়ী | ০-২ | ফিফা বিশ্বকাপ |
| ১৩-১০-২০২০ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ২-১ | ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
| ২৮-০৬-২০২১ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৪-১ | কোপা আমেরিকা |
| ০৯-০৯-২০২১ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৩-০ | ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
| ১৩-০৯-২০২৩ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৩-০ | ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
| ১৬-১০-২০২৪ | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | আর্জেন্টিনা জয়ী | ৬-০ | ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোপা আমেরিকা পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোপা আমেরিকা পরিসংখ্যানে সর্বমোট ১৬টি ম্যাচ খেলেছে যেখানে বলিভিয়া জয়লাভ করেছে ২ ম্যাচে। বলিভিয়ার জয়ের পরিমাণ ১২.৫%। অনিদিকে আর্জেন্টিনা জয়লাভ করেছে ১২ টি ম্যাচে আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭৫%। ১৬ ম্যাচের মধ্যে ২টি ম্যাচে ড্রা হয়েছিলো। ড্রার পরিমাণ ১২.৫%। কোপা আমেরিকা পরিসংখ্যানে আর্জেন্টিনা অনেকটাই এগিয়া থাকবে।
বলিভিয়া এখনও পর্যন্ত আর্জেন্টিনাকে ৭ ম্যাচে পরাজিত করেছে যেখানে সর্বোচ্চ বড় ব্যাবধানে পরাজয় ছিলো পহেলা এপ্রিল ২০০৯ সালে ৬-১ গোল ব্যাবধানে ম্যাচটি ছিলো ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব।
আরজেন্টিনা বনাম বলিভিয়া খেলা কবে?
আরজেন্টিনা বনাম বলিভিয়া সর্বশেষ খেলা হয়েছিলো ১৬ অক্টবর ২০২৪ সালে বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বেলগ্রানোতে অবস্থিত মনুমেন্টাল স্টেডিয়ামে যেখানে ৬-০ গোলে আর্জেন্টিনা জয়লাভ করে।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া কোন চ্যানেলে দেখাবে?
বাংলাদেশ থেকে কোন টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে আপনি খেলা চলাকালিন সময়ে ফেসবুকে সার্চ করতে পাবেন Argentina Vs Bolivia Live তার পর সেখানে লাইভ দেখতে পারবেন। এছাড়া খেলা ১৮ ওয়েবসাইটে লাইভ খেলার স্কোর জানতে পারবেন।
(সবার আগে, সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
