ফুটবল

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচ আজকের খেলা লাইভ

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচ লাইভ ম্যাচ শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের পর চতুর্থবারের মতো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে। সর্বশেষ আন্তর্জাতিক ফ্রেন্ডে ম্যাচে গত ১৫ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচ টি বাংলাদেশ থেকে দেখার উপায় সহ আজকের ম্যাচে আর্জেন্টিনা এবং ইন্দোনেশিয়া খেলোয়ার তালিকা নিচে দেওয়া হল।

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচ

আজ ১৯ জুন, ২০২৩ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে এক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত গেলরা বাং করনো স্টেডিয়াম থেকে। আর্জেন্টিনা গত ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে দুই শূন্য গোল ব্যবধানে জয় লাভ করে। সেই ম্যাচে খেলার মাত্র দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি গোল করেন। লিওনেল মেসি অস্ট্রেলিয়ার সাথে গোল করার সাথে সাথে আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১০৩ গোল পূর্ণ করেন।

  • আর্জেন্টিনা: ২ ( লিয়েনড্রো প্যারেডেস ৩৮” ) ( ক্রিস্তিয়ান রোমেরো ৫৫” )
  • ইন্দোনেশিয়া: ০
  • সময়: ৯০ মিনিট

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ

আজকের ম্যাচেও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার শুরু থেকেই বেস্ট ইলেভেনে দেখা যাবে লিওনেল মেসিকে। আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচ টি এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়ায় ফুটবল প্রেমীদের মধ্যে এরই মাঝে এক রকমের উত্তেজনা কাজ করছে। কেননা আর্জেন্টিনা দলটি এশিয়া মহাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া আজকের লাইভ ম্যাচটির স্কোর খেলা ১৮ এর পক্ষ থেকে সরাসরি লাইভ আপডেট করা হবে। তত সময় পর্যন্ত থাকুন খেলা ১৮ এর সাথে। এখন চলুন দেখে আসি আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ ম্যাচে উভয় দলের খেলোয়ার তালিকা।

আরো পড়ুন: আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া খেলা কোন চ্যানেলে দেখাবে?

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া লাইভ আজকের ম্যাচে আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেনে সম্ভবত দেখা যাবে না তবে যাবে লিওনেল মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণ ভাগে থাকবে জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, ম্যাক অ্যালিস্টারদের মত বিশ্বসেরা ফরওয়ার্ড। আজকের ম্যাচে আর্জেন্টিনা দলে মিডফিল্ডার হিসেবে খেলবেন এঞ্জেলা ডি মারিয়া , রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গনজালেজের। ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে রক্ষণভাগে নেতৃত্ব দিবেন ক্রিস্টান রোমেরো, নিকোলাস ওটামান্ডি, মার্কোস আকুনাদের মত বিশ্বসেরা ফুটবলার। আর্জেন্টিনার হয়ে আজকের ম্যাচেও গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন বর্তমান সময়ের সেরা গোলরক্ষক অ্যামিলিয়ানো মারতিনেজ।

  • Goalkeepers: Rulli, Benitez
  • Defenders: Acuna, Tagliafico, Pezzella, Molina, Montiel, Romero, Balerdi,
  • Medina Midfielders: Paredes, Lo Celso, Guido Rodriguez, Palacios, Mac Allister, Enzo F., Ocampos, Almada, Buonanotte
  • Forwards: Nico, Alvarez, Simeone, Garnacho

আরো পড়ুন: আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় গুলো জানুন 

ইন্দোনেশিয়ার খেলোয়াড় তালিকা

  • Goalkeepers: Trisna, Arya, Irianto
  • Defenders: Mangkualam, Baggott, Amat, Ridho, Arhan, Febriansyah, Amat, Ari
  • Midfielders: Sayuri, Kambuaya, Klok, Lilipaly, Aryanto, Sayuri, Ramdani, Sulaeman
  • Forwards: Sulistyawan, Jenner, Lilipaly

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (105 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button