ফুটবল

আর্জেন্টিনার খেলা কবে ২০২৩~লাইভ ম্যাচ দেখার উপায়

আর্জেন্টিনার খেলা কবে, আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলা কখন অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো পর্যন্ত মাত্র দুইবার মাঠে নেমেছে। এবার চীনের রাজধানী বেইজিং এর ওয়ারকার্স স্টেডিয়ামে আগামীকাল ১৫ ই জুন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টাই মাঠে নামবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া মধ্যকার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কোন কোন চ্যানেলে দেখা যাবে এবং আগামীকাল ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি সহ কোন কোন ফুটবলার মাঠে নামবে সে সম্পর্কে যাবতীয় ইনফরমেশন জানাতে দেখুন খেলা ১৮ এর সম্পূর্ণ প্রতিবেদনটি।

আর্জেন্টিনার খেলা কবে ২০২৩

আর্জেন্টিনার খেলা কবে 2023

বর্তমান ফিফা রেংকিং এর ১ নম্বর দল আর্জেন্টিনার খেলা কবে জানতে চান অনেকেই। চলমান ( জুন) মাসে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১৫ই জুন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টায়। আগামীকালকের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া আগামীকালকের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে অবস্থিত ওয়ারকার্স স্টেডিয়ামে। এছাড়াও আগামী ১৯ জুন, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে অন্য একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া। জুন মাসে আর্জেন্টিনার রয়েছে এই দুটি আন্তর্জাতিক ফ্রেন্ড ম্যাচ। এখন চলুন দেখে আসি আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ টি বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে দেখার উপায়। নিচ থেকে দেখে নিন আর্জেন্টিনার খেলা কবে এবং লাইভ টিভি চ্যানেল।

দলের নামবাংলাদেশ সময়লাইভ টিভি চ্যানেল
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া১৫, জুন সন্ধ্যা ৬টাParamount+, 10 Play
আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া১৯, জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটParamount+, 10 Play

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ দেখার উপায়

আগামীকাল সন্ধ্যা ছয়টায় আন্তর্জাতিক ফ্রেন্ডলি মেসেজ মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করা হবে চীনের বেইজিং এ অবস্থিত ওয়ারকার্স স্টেডিয়াম থেকে। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি সরাসরি দেখা যাবে Paramount+, 10 Play এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলটিতে। বিভিন্ন দেশ থেকে আর্জেন্টিনার বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ দেখার উপায় পরবর্তীতে জানানো হবে।

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে

আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্রেন্ড আছে আর্জেন্টিনার হয়ে প্রথম থেকেই মাঠে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। আর্জেন্টাইন কোচ লিওনেল এস্কালোনির অধীনে আগামীকালকের ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে আর্জেন্টিনার হয়ে যারা মাঠে নামবেন এক নজরে দেখে আসি সেই তালিকা

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা
১. লিওনেল মেসি ( ফরওয়ার্ড) + ক্যাপ্টেন
২. অ্যামিলিয়ানো মারতিনেজ ( গোলকিপার)
৩. জেরনিমো রুলি ( গোলকিপার)
৪. ক্রিস্টান রোমেরো ( ডিফেন্ডার)
৫. নিকোলাস অটামান্ডি ( ডিফেন্ডার)
৬. গঞ্জেলে মন্টিল ( ডিফেন্ডার)
৭. জোয়ান ফয়েত ( ডিফেন্ডার)
৮. রদ্রিগো ডিপল ( মিডফিল্ডার)
৯. লেনদ্রো পারেডিস ( মিডফিল্ডার)
১০. মার্কোস আকুনা ( মিডফিল্ডার)
১১. আলেজান্ড্র গোমেজ ( মিডফিল্ডার)
১২. এনজিও ফার্মান্দেস ( মিডফিল্ডার)
১৩. হুলিয়ান আলভারেজ ( ফরওয়ার্ড)
১৪. এঞ্জেলো ডি মারিয়া ( ফরওয়ার্ড)
১৫. পাওলো দিবালা ( ফরওয়ার্ড)
১৬. লাওতারাও মারতিনেজ ( ফরওয়ার্ড)

আরো পড়ুন: আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেট সর্বমোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আর্জেন্টিনা ৬টি ম্যাচে জয়লাভ করেছে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৭৫%। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র ১টি ম্যাচে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া জয়ের পরিমাণ ১২.৫%। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যানে ৮টিম্যাচের মধ্য ১টি ম্যাচ ড্রা হয়েছে ড্রার পরিমাণ ১২.৫%।

আশাকরি আর্জেন্টিনার খেলা কবে এবং আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা সহ সকল তথ্য পেয়েছে। আরো কিছু জানতে নিচে কমেন্ট করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.8/5 - (39 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button