টি টোয়েন্টি বিশ্বকাপ
Trending

টি ২০ বিশ্বকাপ ২০২২ আজকের খেলার ফলাফল

টি ২০ বিশ্বকাপের অষ্ঠম আসর শুরু হয়ে গেছে ইতিমধ্যে । টি ২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনে (১৬ অক্টোবর) যে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে তার প্রথমটি(সকাল ১০ টায়) মুখোমুখি হয়েছিল শ্রীলংকা ও নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সবাইকে অবাক করে দিয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। দিনের অপর খেলায়(দুপুর ২টা)মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। তাহলে চলুন দেখে আসি আজকের খেলার ফলাফল সহ ম্যাচ সামারি।

টি ২০ বিশ্বকাপ ২০২২ আজকের খেলার ফলাফল

১ম ম্যাচ: শ্রীলঙ্কা বনাম নামিবিয়া

টি ২০ বিশ্বকাপ ২০২২ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও নামিবিয়া। তবে প্রথম ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে অপ্রত্যাশিতভাবে শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নামিবিয়া। নামিবিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেন ১৬৩ রান। নামিবিয়ার পক্ষে জান ফ্রাইলিঙ্ক মাত্র ২৮ বলে করেন ৪৪ রান।এছাড়াও নামিবিয়ার হয়ে শেষের দিকে ব্যাট করতে নেমে স্মিথ মাত্র ১৬ বলে করেন ৩১ রান। ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলংকা মাত্র ১০৮ রানে অলআউট হয়। নামিবিয়ার পক্ষে ডেভিড উইস,বার্নার্ড সকহোলটস,বিন সিকনোগো নেন ২ট করে উইকেট। নামিবিয়া ৫৫ রানের বড় ব্যাবধানে জয় পাই।

শ্রীলঙ্কা বনাম নামিবিয়া ম্যাচ সামারি

নামিবিয়াঃ ১৬৩/৭(২০ওভার)

জান ফ্রাইলিঙ্কঃ ৪৪ রান

শ্রীলঙ্কাঃ ১০৮/১০(১৯ওভার)

ডেভিড উইসঃ ২ উইকেট বার্নার্ড

সকহোলটসঃ ২ উইকেট

ম্যাচ সেরাঃ জান ফ্রাইলিঙ্ক

২য় ম্যাচঃ সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস

আজকের দিনের দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। সংযুক্ত আরব আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৮ উইকেট হারিয়ে করেন ১১১রান। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে মোহাম্মদ অসীম করেন ৪১ রান।নেদারল্যান্ডসের বোলার বাস ডে লেডি একাই নেন ৩ উইকেট।

মাত্র ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৩ উইকেটে জয়লাভ করলেও তাদেরকে খেলতে হয়েছে। নেদারল্যান্ডসের পক্ষে ম্যাক্স ও ডট ১৮ বলে করেন ২৩ রান।সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী একাই নেন ৩ উইকেট।

সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস ম্যাচ সামারি

সংযুক্ত আরব আমিরাতঃ ১১১/৮(২০ ওভার)

মোহাম্মদ অসীমঃ ৪১ রান

বাস ডে লেডিঃ ৩ উইকেট

নেদারল্যান্ডসেঃ ১১২/৭(১৯.৫)

ম্যাক্স ও ডটঃ ২৩ রান

জুনায়েদ সিদ্দিকীঃ ৩ উইকেট

ম্যাচ সেরাঃ বাস ডে লেডি

আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপের সময়সূচি

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News  পেজে )

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button