আল নাসর লাইভ ম্যাচ~আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচ

আল নাসর লাইভ ম্যাচ, আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচ শুরু হচ্ছে আজ ১৭ই ফেব্রুয়ারি ( শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৯:০০ টায়। আল নাসর লাইভ ম্যাচটি সৌদি প্রফেশনাল লীগের প্রথম রাউন্ডের ম্যাচ। সৌদি আরবের ক্লাব আল নাসর গত ম্যাচে আল ওয়াহিদা ফুটবল ক্লাবকে ৪-০ গোল ব্যবধানে পরাজিত করে। যার ৪টি গোলই করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের আয়োজিত সৌদি প্রফেশনাল লিগ টি বর্তমান সময়ে একটি নতুন মাত্রা পেয়েছে যখনই ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসর ক্লাবের হয়ে মাঠে নেমেছে। আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় নিচে টেবিলে দেয়া হবে।

আল নাসর লাইভ ম্যাচ – আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচ

সৌদি প্রফেশনাল লিগ এর এবারের আসর শুরু হয়েছে সৌদি আরবের ১৬ টি ক্লাব নিয়ে। সৌদি প্রফেশনাল লীগের আজকের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে নামবে আল নাসর বনাম আল তাউন। আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে টফি এপস এর মাধ্যমে। এছাড়াও ইন্ডিয়া ও পার্শ্ববর্তী দেশ থেকে SONY SPORTS-2 চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। তাছাড়াও আল নাসর লাইভ ম্যাচটির লাইভ স্কোর আপডেট করা হবে খেলা ১৮ এর পাতায়। চলুন দেখে আসি আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচে দুইদলের খেলোয়ার তালিকা।

  • সময়ঃ পূর্ণসময় 
  • আল নাসর: ২
  • আল তাউন: ১
আল নাসর লাইভ ম্যাচ~আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচ
আল নাসর লাইভ ম্যাচ~আল নাসর বনাম আল তাউন লাইভ ম্যাচ

আল নাসর খেলোয়ার তালিকা আজকের ম্যাচের

সৌদি আরবের ক্লাব আল নাসর একটু পরেই মাঠে নামবে আল তাউন ফুটবল ক্লাবের বিপক্ষে। ম্যাচটি ফুটবল প্রেমীদের কাছে আকর্ষিত হয়েছে কেননা আজকের ম্যাচে আল নাসর এর হয়ে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর এর এই স্ট্রাইকার গত ম্যাচে আল ওয়াহিদা ফুটবল ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক সহ করেছেন ৪টি গোল। চলুন দেখে আসি আল নাসর বনাম আল তাউন লাইভ আজকের ম্যাচে আল নাসর এর খেলোয়ার তালিকা।

ক্রিশ্চিয়ানো রোনালদো
মোহাম্মদ আল ফাতিল
আলী আল হাসান
এন. আলাকিদি ( গোলরক্ষক )
জি. কোনান
এ. মাদু
এ.আল আমরি
এস. আল ঘানাম
এ.আল খাইবারি
এল.গুস্তাভো
জে. মাশারিপভ
এস.আল.নাজেই
এ.ঘরবি

আল তাউন খেলোয়ার তালিকা আজকের ম্যাচের

সৌদি আরব এর প্রফেশনাল লিগ এর এবারের আসরে আজকের ম্যাচে আল তাউন মুখোমুখি হবে আল নাসর এর বিপক্ষে। আল তাউন এবারের মৌসুমে এখনো পর্যন্ত ১৬ টি ম্যাচ খেলে ৯ টি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে চলুন দেখে আসি চলুন দেখে আসি আল নাসর বনাম আল তাউন লাইভ আজকের ম্যাচে আল তাউন এর খেলোয়ার তালিকা।

১.মাইলসন ( গোলকিপার)
২.তারিক মোহাম্মদ
৩.নান্ডো
৪.এইচ. কাদেশ
৫.এস.এফ. আল নাসের
৬.এ. মেডরান
৭এফ. আল রশিদি
৮.এ. রোমেরো
৯.এস.আল নাবিদ
১০ এল. তাওয়াম্বা
১১. ইয়াকুব আল হোসেন

আরো পড়ুন: ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার গোল

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

5/5 - (1 vote)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×