ফুটবল
Trending

ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩~সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩ আপডেট। ইংলিশ প্রিমিয়ার লিগ পথযাত্রা শুরু বেশি দিনের কথা নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠিত হয় ২০ শে ফেব্রুয়ারি ১৯৩২ সালে। মাত্র ৩০ বছরে বর্তমান সমায়ে সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ হল ইংলিশ প্রিমিয়ার লিগ। একনজরে দেখে নিন ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩। 

লিগের নামইংলিশ প্রিমিয়ার লিগ – Premier League
প্রতিষ্ঠিত২০ ফেব্রুয়ারি ১৯৯২ (৩০ বছর আগে )
সর্বমোট দল২০ টি
সবচেয়ে সফল দলম্যানচেস্টার ইউনাইটেড ( ১৬ বার )
সর্বোচ্চ গোলদাতাঅ্যালান শিয়ারার ( ২৬০ )
মার্কেট ভেলু€ ৯.৯১ বিলিয়ন
বর্তমান চ্যাম্পিয়ানম্যানচেস্টার সিটি 

ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩~সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩ premier league points table 2023ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটি দল ৩৮টি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রতিটি দল একটি করে হোম ম্যাচ এবং একটি করে এয়ায়ে ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ান। ইতিমধ্যে ১৭ ম্যাচ চলমান। এখনো পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ান ম্যানচেস্টার সিটিকে পিছলে ফেলেছে আর্সেনাল ক্লাবটি। তবে এই ধারা কত সময় অব্যাহত থাকবে তা দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিচের প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল থেকে দেখে নিন কোন দল কেমন পজিশনে আছে এবং কার পয়েন্ট কত। 

পজিশনক্লাবম্যাচজয়পরাজয়ড্রাপয়েন্টগোল দিয়েছেগোল খেয়েছে
০১আর্সেনাল১৭১৪৪৪৪০১৪
০২ম্যানচেস্টার সিটি১৬১১৩৬৪৪১৬
০৩নিউক্যাসেল ১৮৩৫৩২১১
০৪ম্যানচেস্টার ইউনাইটেড১৭১১৩৫২৭২০
০৫টটেনহ্যাম১৭৩০৩৩২৫
০৬লিভারপুল১৭২৮৩৪২২
০৭ফুলহ্যাম ১৮২৮৩০২৭
০৮ব্রেন্টফোর্ড  ১৮২৭৩২২৫
০৯চেলসি ১৬২৫২০১৮
১০ব্রাইটন১৬২৪২৮২৪
১১ক্রিস্টাল প্যালেস১৬২২১৭২১
১২অ্যাস্টন ভিলা১৭২১১৯২৫
১৩লেস্টার সিটি১৮১১১৭২৬৩১
১৪লিডস ইউনাইটেড১৬১৬২৩২৯
১৫বোর্নমাথ১৮১০১৬১৮৩৯
১৬এভার্টন১৮১৫১৪২৪
১৭ওয়েস্ট হ্যাম১৭১১১৪১৩২২
১৮নটিংহ্যাম ফরেস্ট১৭১৪১২৩৪
১৯উলভারহ্যাম্পটন১৭১০১৩১০২৬
২০সাউদাম্পটন১৭১১১২১৫৩২

প্রিমিয়ার লিগ সর্বোচ্চ গোল সংখ্যা ২০২৩

  ইংলিশ প্রমিয়ার লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার প্রথমে আছে বিশ্বকাপ না খেলতে পারা নরওয়ের ফুটবলার এবং ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আরলিং ব্রাউট হালান্ড। মাত্র ১৫ ম্যাচ খেলে আরলিং হালান্ড গোল করেছে ২১টি সাথে আছে ৩ এসিস্ট। দ্বিতীয় পজিশনে আকাশ পাতাল ব্যাবধানে আছে হ্যারি কেন। যার ১৭ ম্যাচে ১৩ গোল এবং ১ এসিস্ট। তবে ইংলিশ প্রমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারার ২৬০ টি গোল। ইংলিশ প্রমিয়ার লিগের সবচেয়ে সুন্দরতম গোলের মালিক ইংল্যান্ডের লিজেন্ড ওয়েন রুনির। 

প্লেয়ারের নামমোট ম্যাচমোট গোলমোট এসিস্ট
আরলিং ব্রাউট হালান্ড১৫২১
হ্যারি কেন১৭১৩
ইভান টোনি১৬১২
আলেকজান্ডার মিত্রভিচ১৪১০
মিগেল আলমিরন১৭

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button