ঈদের ছুটি ২০২৩ কত দিন | ঈদুল আযহা ছুটি ২০২৩ কত দিন জানুন

ঈদের ছুটি ২০২৩ কত দিন জানতে চান অনেকেই। তাদের জন্য থাকছে ঈদুল আযাহের ছুটি ২০২৩ কতদিন তার সঠিক ইনফরমেশন। গত ১৯ জুন, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিপরিষদের এক বৈঠকে ঈদের ছুটি ২০২৩ তথা ঈদুল আযাহের ছুটি ৩ দিনের পরিবর্তে ১ দিন বাড়িয়ে ৪ দিন করা হয়েছে।

ঈদের ছুটি ২০২৩ কত দিন

যেহেতু সৌদি আরবের আকাশে গত ১৯ জুন, সোমবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে ফলে আগামী ২৮ জুন, বুধবার সৌদি আরবে ঈদুল আযহা উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৯ জুন, বৃহস্পতিবার সারাদেশে ঈদুল আযহা উদযাপন করা হবে। সরকারি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদুল আযাহের ছুটি ৩ দিন নির্ধারিত ছিল। গত ১৯ জুন সোমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদের এক বৈঠকে ঈদের ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ৪ দিন করা হয়েছে।

অবশ্যই আগামী ১ জুলাই শনিবার হওয়ায় স্বাভাবিক সরকারি ছুটি বিদ্যমান থাকায় এবারের ঈদুল আযাহের ছুটি সর্বমোট ৫ দিন হতে যাচ্ছে। অর্থাৎ ঈদের ছুটি ২০২৩ আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে আগামী ১ জুলাই শনিবার পর্যন্ত বলবত থাকিবে। নিচে ঈদের ছুটি ২০২৩ তথা ঈদ উল আযাহের ছুটি ২০২৩ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হলো।

ঈদের ছুটি ২০২৩

ঈদুল আযাহার ছুটির ২০২৩ নির্ধারিত হয়েছে সর্বমোট ৫ দিন। গত ১৯ জুন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বের নির্ধারিত হিসাব অনুযায়ী এবছর ঈদুল আযাহের ছুটি ছিল সর্বমোট ৩ দিন কিন্তু আইন শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল গত ১৩ ই জুন, মঙ্গলবার। আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রীসভার এই সুপারিশকে যৌক্তিক বিবেচনা করে গত ১৯ জুন সোমবার, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদের বৈঠকে ঈদের ছুটি ২০২৩ তথা ঈদুল আযহার ছুটি ১ একদিন বাড়িয়ে সর্বমোট ৪ দিন করা হয়েছে। যেহেতু সৌদি আরবের চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে যে গত ১৯ জুন, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।

সেই হিসাবে আগামী ২৮ জুন বুধবার সৌদি আরবে তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আযহা উদযাপন করা হবে। যার ফলে নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশে আগামী ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আযহা উদযাপন করা হবে। সেই হিসাবে ঈদের ছুটি ২০২৩ শুরু হবে আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ৩০ জুন শুক্রবার পর্যন্ত। কিন্তু আগামী ১লা জুলাই শনিবার যেহেতু সরকারি ছুটি বিদ্যমান থাকে তাই বলা যায় ঈদের ছুটি ২০২৩ তথা ঈদুল আযহার ছুটি সর্বমোট ৫ দিন। অর্থাৎ এবছর ঈদুল আযহার ছুটি আগামী ২৭ জুন সোমবার থেকে শুরু হয়ে আগামী ১লা জুলাই, শনিবার পর্যন্ত সর্বমোট ৫ দিন কার্যকার থাকবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২রা জুলাই, রবিবার থেকে যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী দেশের সমস্ত সরকারি অফিস আদালত ও প্রতিষ্ঠানসমূহ চলমান থাকবে।

আরো পড়ুন: শবে বরাতের নামাজের নিয়ত বাংলা ও আরবি

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে ঈদের ছুটি কত দিন

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২০২৩ কত তারিখে এমন প্রশ্ন সকল মুসলিম ভাইদের। তাদেরকে জন্য জানানো যাচ্ছে যে ২৯ জুন এবং আরবী ১১ই জিলহজ্জ বাংলাদেশের ঈদুল আজহা হবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ চাঁদ দেখা কমিটি। এবারের ঈদে ৪ দিন শুটি থাকার কথা থাকলেও তা পরবর্তীতে ৫দিন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.1/5 - (47 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×