Info
Trending

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম 2023~HSC result 2023 marksheet

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩, এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে ২৬ শে নভেম্বর, ২০২৩। এইচএসসি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছিল ২০২৩ সালে ১৭ আগস্ট থেকে, যেটি শেষ হয়েছিল ২৫ সেপ্টম্বর ২০২৩। বাংলাদেশ শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের (৬০ দিন) মধ্যেও রেজাল্ট প্রকাশ করতে হবে সেই হিসাবে এইচএসসি পরীক্ষা ২০২৩ ফলপ্রকাশের শেষ দিন ছিল ২৫ নভেম্বার  তারিখে। বাংলাদেশ শিক্ষা বোর্ড তার আগেই ২৬ নভেম্বর, ২০২৩, এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করবে বলে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে। সেই হিসেবে আগামীকাল ২৬শে নভেম্বর রবিবার প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম 2023~HSC result 2023 marksheet

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩, এইচএসসি ২০২৩ রেজাল্ট প্রকাশিত হবে  ২৬ নভেম্বর ২০২৩। এইচএসসি রেজাল্ট দেখতে প্রথমে ফোনের মেসেজ অপশনে যেয়ে HSC লিখতে হবে তারপর স্পেস দিয়ে বোর্ডের নাম এর তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে নিজের রোল নাম্বার লিখে স্পেস দিয়ে 2023 লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে।

Sms দিয়ে রেজাল্ট দেখার নিয়ম HSC রেজাল্ট ২০২৩

এইচএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট দেখার নিয়ম নিচে উদাহরণ হিসেবে দেয়া হল এই সিস্টেম ফলো করে ঢাকা বোর্ডের ফলাফল বের করার নমুনা দেখানো হলো। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে শুধুমাত্র বোর্ডের প্রথম তিনটি অক্ষর পরিবর্তন হবে।

ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

{ HSC স্পেস Dha স্পেস Roll স্পেস 2023 Sent → 16222 }

যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ HSC স্পেস Jes স্পেস Roll স্পেস 2023 Sent →16222 }

রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ HSC স্পেস Raj স্পেস Roll স্পেস 2023 Sent → 16222 }

কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ HSC স্পেস Com স্পেস Roll স্পেস 2023 Sent → 16222 }

সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ HSC স্পেস Syl স্পেস Roll স্পেস 2023 Sent → 16222 }

বরিশাল বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ HSC স্পেস Bar স্পেস Roll স্পেস 2023 Sent → 16222 }

মাদ্রাসা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
{ ALIM স্পেস Mad স্পেস Roll স্পেস 2023 Sent →16222 }

মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

মাদ্রাসা থেকে যারা এবার আলিম পরীক্ষা দিয়েছে তাদেরও একই পদ্ধতিতে রেজাল্ট বের করতে হবে তবে মাদ্রাসার ছাত্রছাত্রীদের রেজাল্ট বের করার জন্য বোর্ডের জায়গায় মাদ্রাসা বোর্ড এর প্রথম তিন অক্ষর Mad লিখতে হবে বাকি সব নিয়ম একই থাকবে।

{ ALIM স্পেস Mad স্পেস Roll স্পেস 2023 Sent →16222 }

 

এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে ২৬ নভেম্বর ফেব্রুয়ারি ২০২৩। রেজাল্টে মোবাইল ফোনে ১৬২২২ তে এসএমএসের মাধ্যমে জানা যাবে অথবা যদি কেউ এইচএসসি রেজাল্ট ওয়েবসাইটে দেখতে চাই তাহলে সে ক্ষেত্রে তাকে নিম্নোক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে

এইচএসসি ২০২৩ রেজাল্ট দেখার ওয়েবসাইট

http://www.educationboardresults.gov.bd

এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট
এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এইচএসসি রেজাল্ট ২০২৩ ওয়েবসাইটে দেখার নিয়ম নিচে দেওয়া হলো :

এইচএসসি রেজাল্ট ২০২৩ ওয়েবসাইট দেখতে প্রথমে http://www.educationboardresults.gov.bd এ লিংকে ক্লিক করে ওয়েব সাইটে প্রবেশ করতে হবে তারপর এক্সামিনেশন এ ক্লিক করে HSC সিলেক্ট করতে হবে তারপর নিচে ইয়ার অপশনের ডানপাশে ক্লিক করে ২০২৩ সিলেক্ট করতে হবে , তারপর নিচে বোর্ড অপশনে ক্লিক করে নিজ বোর্ড এর নাম সিলেক্ট করতে হবে, তারপর রোল নাম্বারের ঘরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার লিখে সর্বশেষ 8+6 নমুনা আকারে ফলাফলটা ডানপাশে লিখে submit এ ক্লিক করতে হবে।

এইসএসসি রেজাল্ট জানতে নিচে কমেন্ট করুন আপনার রোল নাম্বার+রেজিস্টেশন নাম্বার+বার্ডের নাম+পরিক্ষার বছর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আশাকরি  রাজাল্ট জানতে পারবেন। 

আরো পড়ুন: এলপিজি গ্যাসের দাম ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button