আজকের নিবন্ধে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে তা জানাবো। ওয়ানডে বিশ্বকাপ অস্ট্রেলিয়া ৫ বার ( ১৯৮৭, ১৯৯৯,২০০৩, ২০০৭, ২০১৫ ) সালে, ওয়েস্ট ইন্ডিজ ২ বার ( ১৯৭৫, ১৯৭৯ ) সালে ভারত ২ বার ( ১৯৮৩, ২০১১ ) সালে, পাকিস্তান ১ বার ( ১৯৯২ ) সালে, শ্রীলংকা ১ বার ( ১৯৯৬ ) সালে, ইংল্যান্ড সর্বশেষ ২০১৯ সালে ১ বার ওয়ানডে বিশ্বকাপ নিয়েছে। আরো বিস্তারিত জানতে নিচে দেখুন।
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি ) |
প্রথম আসর | ১৯৭৫ সাল |
সর্বশেষ আসর | ২০১৯ সাল |
পরবর্তী আসর | ২০২৩ সাল |
খেলার ধরন | ওডিআই ( ৫০ ওভার ) |
মোট দল | ১০টি |
সর্বমোট আসর | ১২টি |
বর্তমান চ্যাম্পিয়ন | ইংল্যান্ড |
বর্তমান রানার আপ | নিউজিল্যান্ড |
সর্বোচ্চ চ্যাম্পিয়ান দল | অস্ট্রেলিয়া ( ৫বার ) |
সর্বোচ্চ রানার আপ দল | ইংল্যান্ড ( ৩বার ) |
অফিসিয়াল ওয়েবসাইট | cricketworldcup.com |
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি ) ১৯৭৫ সালে সর্বপ্রথম ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে। তার পর থেকে এখনও পর্যন্ত সর্বমোট ১২ বার আয়োজন করেছে। সবচেয়ে বেশিবার ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। তারা ৭ বার ( সর্বোচ্চ ) ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। যেখানে অস্ট্রেলিয়া ২০১৫, ২০০৭, ২০০৩, ১৯৯৯, ১৯৮৭ সর্বোচ্চ ৫ বার ওয়ানডে বিশ্বকাপ নিয়েছে। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ২ বার বানার আপ ১৯৯৬, ১৯৭৫ সালে।
দল | ফাইনাল | জয় সাল | রানার আপ সাল |
অস্ট্রেলিয়া | ৭ | ২০১৫, ২০০৭, ২০০৩, ১৯৯৯, ১৯৮৭ | ১৯৯৬, ১৯৭৫ |
ইংল্যান্ড | ৪ | ২০১৯ | ১৯৯২, ১৯৮৭, ১৯৭৯ |
ভারত | ৩ | ২০১১, ১৯৮৩ | ২০০৩ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১৯৭৫, ১৯৭৯ | ১৯৮৩ |
শ্রীলংকা | ৩ | ১৯৯৬ | ২০১১, ২০০৭ |
পাকিস্থান | ২ | ১৯৯২ | ১৯৯৯ |
নিউজিল্যান্ড | ২ | ০ | ২০১৯, ২০১৫ |
এক নজরে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার জিতেছে তালিকা
১৯৭৫ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করে। প্রথম বিশ্বকাপে ফাইনাল খেলে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী হয়। নিচে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে আপডেট তালিকা প্রকাশ করা হল।
সাল | ফাইনাল | জয়ী |
২০১৯ | নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড | ইংল্যান্ড ( ড্রা, বাউন্ডারি হিসাব) |
২০১৫ | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া (৭ ইউকেটে জয়ী) |
২০১১ | ভারত বনাম শ্রীলংকা | ভারত (৬ উইকেটে জয়ী) |
২০০৭ | অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা | অস্ট্রেলিয়া (৫৩ রানে জয়ী ) |
২০০৩ | অস্ট্রেলিয়া বনাম ভারত | অস্ট্রেলিয়া (১২৫ রানে জয়ী) |
১৯৯৯ | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | অস্ট্রেলিয়া (৮ ইউকেটে জয়ী) |
১৯৯৬ | শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়া | শ্রীলংকা (৭ উইকেটে জয়ী) |
১৯৯২ | পাকিস্তান বনাম ইংল্যান্ড | পাকিস্তান (২২ রানে জয়ী) |
১৯৮৭ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | অস্ট্রেলিয়া ( ৭ রানে জয়ী ) |
১৯৮৩ | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | ভারত ( ৪৩ রানে জয়ী ) |
১৯৭৯ | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ (৯২ রানে জয়ী) |
১৯৭৫ | অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ (১৭ রানে জয়ী) |
১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপের ১ম আসর
ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসর ছিল ১৯৭৫ সালের বিশ্বকাপটি। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম বিশ্বকাপে আয়োজক দেশ ছিলো ইংল্যান্ড। ৮টি দলকে ২টি গ্রুপে বিভক্ত হয়ে অপারাজিত ওয়েস্ট ইন্ডিস প্রথম অডিআই বিশ্বকাপ জয়ী দল।
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২১ জুন, ১৯৭৫
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ : ২৯১ / ৮ ( ৬০ ওভার )
অস্ট্রেলিয়া : ২৭৪ / ১০ ( ৫৮.৪ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : ক্লাইভ লয়েড ( ওয়েস্ট ইন্ডিজ )
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী
১৯৭৯ ওয়ানডে বিশ্বকাপের ২য় আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৩ জুন, ১৯৭৯
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজে : ২৮৬ / ৯ ( ৬০ ওভার )
ইংল্যান্ড : ১৯৪ / ১০ ( ৫১ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : ভিভ রিচার্ডস ( ওয়েস্ট ইন্ডিজ )
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে জয়ী
১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপের ৩য় আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৫ জুন, ১৯৮৩
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
ভারত : ১৮৩ / ১০ ( ৫৪.৪ ওভার )
ওয়েস্ট ইন্ডিজ : ১৪০ / ১০ ( ৫২ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : মহিন্দর অমরনাথ ( ভারত )
ফলাফল : ভারত ৪৩ রানে জয়ী
১৯৮৭ ওয়ানডে বিশ্বকাপের ৪র্থ আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ০৫ নভেম্বার , ১৯৮৭
ভারত বনাম ইংল্যান্ড
ইংল্যান্ড : ২৫৪ / ৬ ( ৫০ ওভার )
ভারত : ২১৯ / ১০ ( ৪৩.৩ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : গ্রাহাম গুচ ( ইংল্যান্ড )
ফলাফল : ইংল্যান্ড ৩৫ রানে জয়ী
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের ৫ম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৫ মার্চ, ১৯৯২
পাকিস্তান বনাম ইংল্যান্ড
পাকিস্তান : ২৪৯ / ৬ ( ৫০ ওভার )
ইংল্যান্ড : ২২৭ / ১০ ( ৪৯.২ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : ওয়াসিম আকরাম ( পাকিস্তান )
ফলাফল : পাকিস্তান ২২ রানে জয়ী
১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের ৬ষ্ঠ আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ১৭ মার্চ, ১৯৯৬
শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া: ২৪১ / ৭ ( ৫০ ওভার )
শ্রীলংকা : ২৪৫ / ৩ ( ৪৬.২ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : অরবিন্দ ডি সিলভা ( শ্রীলংকা )
ফলাফল : শ্রীলংকা ৭ উইকেটে জয়ী
১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের ৭ম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২০ জুন, ১৯৯৯
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
পাকিস্তান : ১৩২ / ১০ ( ৩৯ ওভার )
অস্ট্রেলিয়া : ১৩৩ / ২ ( ২০.১ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : শেন ওয়ার্ন ( অস্ট্রেলিয়া )
ফলাফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
২০০৩ ওয়ানডে বিশ্বকাপের ৮ম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৩ মার্চ, ১৯৯৯
অস্ট্রেলিয়া বনাম ভারত
অস্ট্রেলিয়া : ৩৫৯ / ২ ( ৫০ ওভার )
ভারত : ২৩৪ / ১০ ( ৩৯.২ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : রিকি পন্টিং ( অস্ট্রেলিয়া )
ফলাফল : অস্ট্রেলিয়া ১২৫ রানে জয়ী
২০০৭ ওয়ানডে বিশ্বকাপের ৯ম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৩ মার্চ, ১৯৯৯
অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা
অস্ট্রেলিয়া : ২৮১ / ৪ ( ৩৮ ওভার )
শ্রীলংকা : ২১৫ / ১০ ( ৩৬ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : অ্যাডাম গিলক্রিস্ট ( অস্ট্রেলিয়া )
ফলাফল : অস্ট্রেলিয়া ৫৩ রানে জয়ী ( D/L )
২০১১ ওয়ানডে বিশ্বকাপের ১০ম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২ এপ্রিল, ২০১১
ভারত বনাম শ্রীলংকা
শ্রীলংকা : ২৪৭ / ৬ ( ৫০ ওভার )
ভারত : ২৭৭ / ৪ ( ৪৮.২ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : মহেন্দ্র সিং ধোনি ( ভারত )
ফলাফল : ভারত ৫৩ রানে জয়ী
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ১১তম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৯ মার্চ, ২০১৫
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ১৮৩ / ১০ ( ৪৫ ওভার )
অস্ট্রেলিয়া : ১৮৬ / ৩ ( ৩৩.৩ ওভার )
ম্যাচ সেরা খেলোয়াড় : জেমস ফকনার ( অস্ট্রেলিয়া )
ফলাফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
আরো পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর
ফাইনাল ম্যাচ সামারি
তারিখ: ২৯ মার্চ, ২০১৫
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড
নিউজিল্যান্ড : ২৪১ / ৮ ( ৫০ ওভার )
ইংল্যান্ড : ২৪১ / ১০ ( ৫০ ওভার )
ড্রা হওয়ার পর সুপার ওভারের স্কোর
ইংল্যান্ড : ১৫/১ ( ১৬ টার্গেট )
নিউজিল্যান্ড : ১৫/০
ফলাফল: বাউন্ডারি হিসাব ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।
ম্যাচ সেরা খেলোয়াড় : বেন স্টোকস ( ইংল্যান্ড )
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে )