কাতার বনাম ইকুয়েডর পরিসংখ্যান হেড টু হেড Qatar vs equator Head to Head match prediction
আজকের বিষয় কাতার বনাম ইকুয়েডর পরিসংখ্যান নিয়ে। ফুটবল বিশ্বকাপ ২০২২ আজকের খেলা, কাতার বনাম ইকুয়েডর। আজ(২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় কাতারের আল খুর শহরের আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে এবার ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এবং প্রতিপক্ষ হিসেবে থাকছে ইকুয়েডর। চলুন দেখে আসি আজকের খেলার দুই দল কাতার বনাম ইকুয়েডরের হেড টু হেড পরিসংখ্যান।

কাতার বনাম ইকুয়েডর পরিসংখ্যান
→সর্বশেষ প্রকাশিত ফিফা রেংকিং এ কাতার এর অবস্থান ৫০ তম। সেখানে ইকুয়েডর এর র্যাংকিং কিছুটা এগিয়ে ৪৪ নাম্বার। ফিফা রেংকিং এ এখনো পর্যন্ত কাতারের অবস্থান সর্বোচ্চ ৪২ তম এদিক দিয়েও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর অনেকটাই এগিয়ে ফিফা র্যাংকিং এ তাদের সর্বোচ্চ অবস্থান ১০ম।
→১৯৭০ সালে কাতার তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ২-১ গোলে বাহরাইনের সাথে হেরেছিল অন্যদিকে ইকুয়েডার ১৯৩৮ তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বলিভিয়ার সাথে ১-১ গোল ব্যবধানে ড্র করেছিল।
→ আন্তর্জাতিক ফুটবলে কাতারের সবচেয়ে বড় জয় ভুটানের সাথে ১৫-০ গোল ব্যবধানে। অন্যদিকে ইকোয়েডরের সবচেয়ে বড় জয় পেরুর সাথে ৬-০ গোল ব্যবধানে।
→ফিফা বিশ্বকাপে কাতার এখনো পর্যন্ত মাত্র ১ বার(২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে এদিক দিয়ে ইকুয়েডর অনেকটাই এগিয়ে বলা যায় ইকোয়েডর এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপে ৪ বার(২০০২,২০০৬,২০১৪,২০২২) অংশগ্রহণ করেছে।
→কাতার এবং ইকুয়েডরের খেলা সর্বশেষ ৬ আন্তর্জাতিক ম্যাচে দুই দলই জয়লাভ করেছে দুটি করে ম্যাচে। যেখানে কাতারের তিন ড্র এর বিপরীতে ইকোডারের রয়েছে চারটি ড্র। সর্বশেষ ৬ আন্তর্জাতিক ম্যাচে ইকুয়েডরকে হারতে হয়নি একটি ম্যাচেও সেখানে কাতার হেরেছে একটি ম্যাচে।
কাতার বনাম ইকুয়েডর হেড টু হেড পরিসংখ্যান
আন্তর্জাতিক ফুটবলে কাতার বনাম ইকুয়েডর এখনো পর্যন্ত মোট ৩ বার মুখোমুখি হয়েছে। এই ৩ বারের মুখোমুখিতে দুইদলের জয়ের পাল্লা সমান। ১টি করে ম্যাচে জয়লাভ করেছে দু দল এবং বাকি ১টি ম্যাচ হয়েছে ড্র। তবে দুই দলের সর্বশেষ মুখোমুখি ম্যাচে (২০১৮ সালে) ইকুয়েডরের বিপক্ষে ৩-৪ গোল ব্যবধানে জয় পেয়েছিল কাতার।