তৌহিদ হৃদয়ের ৮৪ রানের ঝড়ো ইনিংসে ঢাকাকে ২০২ রানের টার্গেট দিল সিলেট সানরাইজার্স

তৌহিদ হৃদয়ের ৮৪ রানের ঝড়ো ইনিংসে ঢাকাকে ২০২ রানের টার্গেট দিল সিলেট সানরাইজার্স। বিপিএল ২০২৩ এর অষ্টম ম্যাচে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে সিলেট সানরাইজার্স বনাম ঢাকা ডমিনেটরস এর ম্যাচটি শুরু হয়েছে। আজকের ম্যাচে ঢাকার অধিনায়ক নাসির হোসেন টসে জয়লাভ করে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সিলেট সানরাইজার প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে সিলেট সানরাইজার্সকে ২০২ রানের বিশাল টার্গেট দেয়।

তৌহিদ হৃদয়ের ৮৪ রানের ঝড়ো ইনিংসে ঢাকাকে ২০২ রানের টার্গেট দিল সিলেট সানরাইজার্স
তৌহিদ হৃদয়

ম্যাচের শুরুতেই তাসকিন আহমেদ মোহাম্মদ হারিসকে ফেরালে ১৭ রানে প্রথম উইকেট হারাই সিলেট সানরাইজার্স। এরপর ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামেন তৌহিদ হৃদয়। ওপেনিং এর নাজমুল হোসেন শান্ত কে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ৮৪ রান করেন এরপর নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫৭ রানে আউট হলে ১০৫ টানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট সানরাইজার্স।

পরবর্তীতে মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ অসীম এক অংকের ঘরে আউট হলেও এক প্রান্তে আগলে রেখে ঢাকার বোলারদের উপর চড়াও হন তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় মাত্র ৪৬ বলে ৫টি চার ও ৫টি বিশাল সক্কার সাহায্যে করিম ৮৪ রান। তৌহিদ রিয়ের ঝড়ো ৮৪ রানের ইনিংসে ভর করে ঢাকা ডমিনেটরসকে ২০২ রানের বিশাল টার্গেট দেয় সিলেট সানরাইজার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০২ রানের টার্গেটে সিলেট সানরাইজার্স এর বিপক্ষে ব্যাটিং করছে ঢাকা ডমিনেটর।

সিলেট সানরাইজার্স এর স্কোর বোর্ড

মোট রান :২০১/৮
১.মোহাম্মদ হরিস :৬(৬)
২.নাজমুল হোসেন শান্ত :৫৭(৩৯)
৩.তৌহিদ হৃদয় :৮৪(৪৬)
৪.জাকির হাসান :১০(৮)
৫.মুশফিকুর রহিম :৬(৫)
৬.থিসারা পেরেরা :১১(৭)
৭.ইমাদ অসীম :১(২)
৮.আকবার আলি :৬(৪)*
৯.মাশরাফি ৭(৪)*

অতিরিক্ত :১৩

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ডমিনেটর। ২০২ রানের টার্গেটে সিলেট সানরাইজার্স এর বিপক্ষে ব্যাটিং করছে

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ )

Rate this post

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×