বিপিএল
Trending

সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023~বিপিএল সিলেটের খেলোয়াড় তালিকা 2023

সিলেট সানরাইজার্সের খেলোয়াড় 2023 সহ বিপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। এবার বিপিএলে অংশগ্রহণ করতে মোট ৭ টি দল যার মধ্যে সিলেট স্ট্রাইকার্স অন্যতম। সিলেট স্ট্রাইকার্স বিপিএলে এখনো পর্যন্ত ৭টি আসরে অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।

তবে বিপিএলের এবারে আসরে(২০২৩) সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজা কে দলের ক্যাপ্টেন করে শক্তিশালী দল গঠন করেছে। দলটির বিদেশি কোটায় রয়েছে পাকিস্তানের চ্যাম্পিয়ন বোলার মোহাম্মদ আমির, ব্যাটসম্যান মোহাম্মদ হারিস, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টম মরিচ,শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, জিম্বাবুয়ের মারকাটার ব্যাটসম্যান রায়ান বার্ল, পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ অসীমসহ আরো অনেকে এছাড়াও সিলেটের দেশীয় তারকাদের ভিতরে রয়েছে স্পিড স্টার রুবেল হোসাইন, ট্যালেন্টেড ব্যাটসম্যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত। চলুন দেখে আসি বিপিএল ২০২৩ সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় তালিকা

দলের নামসিলেট স্ট্রাইকার্স ~ Sylhet Strikers
মালিকফিউচার স্পোর্টস বাংলাদেশ
হেড কোচমোহাম্মদ রাজিন সালে
আইকন প্লেয়ারমাশরাফী বিন মোর্ত্তজা
প্রতিষ্ঠিত২০১২~ ১১ বছর আগে
অধিনায়কমাশরাফী বিন মোর্ত্তজা

 

সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023 Sylhet Strikers Squad BPL 2023

সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023 Sylhet Strikers Squad BPL 2023

সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্রথম আসর (২০১২) থেকে খেলে আসলেও ফাইনালে উঠতে পারিনি একবারো দলটির সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।সিলেটি স্ট্রাইকার্স এবারে আসরে দেশ সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা কে আইকন প্লেয়ার করে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে। দলটির পূর্ণ সদস্যের স্কোয়াড দেখলেই বোঝা যায় কতটা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। দলটির বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দিবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই সাথে থাকবেন দেশের আরেক অভিজ্ঞ ফাস্ট বোলার রুবেল হোসাইন ও পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির।

সিলেটি স্ট্রাইকারস ব্যাটসম্যান হিসেবে দলে রেখেছে দেশীয় তারকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়দের মতো ক্রিকেটার। সাথে আছে জিম্বাবুয়ান মারকাটারি ব্যাটসম্যান রায়ান বার্ল,পাকিস্তানের মোহাম্মদ হারিস, নেদারল্যান্ডসের কলিন একেরম্যান। সিলেট স্ট্রাইকার এর সবচেয়ে শক্তিশালী দিক হলো অলরাউন্ডার, কারণ এই দলটিতে আছে থিসারা পেরেরা,কামিন্দু মেন্ডিস ,গুলবাদিন নাইব,ধনানঞ্জয়া ডি সিলভাদের মতো নাম।

সিলেট স্ট্রাইকার্সের দেশী খেলোয়াড় 2023

খেলোয়াড় নামভূমিকা
মাশরাফী বিন মোর্ত্তজাবোলার
মুশফিকুর রহিমব্যাটসম্যান ( WK )
নাজমুল হোসেন শান্তব্যাটসম্যান
রুবেল হোসেনবোলার
তৌহিদ হৃদয়ব্যাটসম্যান
রেজাউর রহমান রাজাবোলার
শামসুর রহমানব্যাটসম্যান
জাকির হাসানব্যাটসম্যান
আকবর আলীব্যাটসম্যান
মোহাম্মদ শরিফুল্লাহঅলরাউন্ডার
রেজাউর রহমান রাজাবোলার
নাবিল সামাদবোলার
নাজমুল হোসেন অপুবোলার
তানজিম হাসান সাকিববোলার

আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী

সিলেট স্ট্রাইকার্সের বিদেশী খেলোয়াড় তালিকা 2023

খেলোয়াড় নামভূমিকাদেশ
মোহাম্মদ আমিরবোলারপাকিস্থান
মোহাম্মদ হারিসব্যাটসম্যানপাকিস্থান
ইমাদ ওয়াসিমঅলরাউন্ডারপাকিস্থান
ধনাঞ্জয়া ডি সিলভাঅলরাউন্ডারশ্রীলঙ্কা
থিসারা পেরেরাঅলরাউন্ডারশ্রীলঙ্কা
কামিন্ডু মেন্ডিসঅলরাউন্ডারশ্রীলঙ্কা
টম মুরেজব্যাটসম্যান ( WK )ইংল্যান্ড
গুলবাদিন নায়েবব্যাটসম্যানআফগানিস্থান
রায়ান বার্লব্যাটসম্যানজিম্বাবুয়ে
কলিন অ্যাকারম্যানব্যাটসম্যাননেদারল্যান্ডস
সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023 Sylhet Strikers Squad BPL 2023
সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023 Sylhet Strikers Squad BPL 2023

★সিলেট স্ট্রাইকার্স কোচ বিপিএলের এবারে আসরে সিলেট স্ট্রাইকার্স এর কোচ হিসেবে থাকছে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রাজিন সালে।

★সিলেট স্ট্রাইকার্স দলের মালিক সিলেট স্ট্রাইকার্স দলের মালিক ফিউচার স্পোর্টস বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

1/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button