আইপিএল
Trending

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023~চেন্নাই সুপার কিংস প্লায়ার্স আইপিএল ২০২৩

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023 সহ আইপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। আইপিএল ২০২৩ এর এবারের আসর শুরু হতে যাচ্ছে মার্চ থেকে দলগুলো নিলাম থেকে ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে তাদের দল। চেন্নাই সুপার কিংস, আইপিএল ইতিহাসে অন্যতম সফল এই দলটি আইপিএলের শুরু থেকে ২০০৮ এ পর্যন্ত ২০২২, ১৪ টি আসরে অংশগ্রহণ করে ফাইনাল খেলেছে সর্বোচ্চ ৯ বার এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার ও রানার আপ হয়েছে ৫ বার।

দলের নামচেন্নাই সুপার কিংস ~ Chennai Super Kings
মালিকIndia Cements ( Chennai Super Kings Cricket Ltd )
প্রধান কোচস্টিফেন ফ্লেমিং
ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন
অধিনায়কমহেন্দ্র সিং ধনী
অংশগ্রহণ করেছে১৪ বার
সর্বোচ্চ সাফল্য৪ বার চ্যাম্পিয়ান ( ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ) সাল

 

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023~চেন্নাই সুপার কিংস প্লায়ার্স আইপিএল ২০২৩ Chennai Super Kings Players
Chennai Super Kings Players

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023 Chennai Super Kings Players

চেন্নাই সুপার কিংস বরাবরি আইপিএলে শক্তিশালী দল গঠন করে আইপিএলের এবারের আসরেও অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে চেন্নাই সুপার কিংস। দলটির ব্যাটিং ডিপার্টমেন্টে আছে এমএস ধোনি, আজিংকা রাহানে,আম্বাতি রাইডু, ডেভিড কনওয়েরা।আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে বড় শক্তিশালী দিক অলরাউন্ডার। ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দলটিতে রাখা হয়েছে ১০ জন অলরাউন্ডার।

তাদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক, নিউজিল্যান্ডের কাইল যেমিসন, মঈন আলী, রাবিন্দ্রা যাদেজা, শিভাম ডুবেরা এক এক জন টি-টোয়েন্টির স্পেশালিস্ট অলরাউন্ডার। তবে সানরাইজের হায়দ্রাবাদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দলটিতে বোলিং ডিপার্টমেন্টে নেই তেমন কোন বড় নাম। দলটির বলেন ডিপার্টমেন্টে নেতৃত্বে থাকবেন দীপক চাহার সাথে থাকবেন শ্রীলংকার মাহেশ থাকিসনা ও মাথিশা পথিরিনা।

Player NameRolePrice in INRCountry
MS Dhoni ( C )WK Batsman12 CrIndia
David ConwayBatter1.00 CrNew Zealand
Ruturaj GaikwadBatter6.00CrIndia
Ambati RayuduWK Batsman6.75 CrIndia
Subhranshu SenapatiBatter20.0 Lindia
Moeen AliAllrounder8.00 CrEngland
Shivam DubeAllrounder4.00 CrIndia
Rajvardhan HangargekarBowler1.50 CrIndia
Dwaine PretoriusAllrounder16.25 CrEngland
Mitchell SantnerAllrounder1.90 CrNew Zealand
Ravindra JadejaAllrounder16.00 CrIndia
Tushar DeshpandeBowler20.0 LIndia
Mukesh ChowdharyBowler20.0 LIndia
Matheesha PathiranaBowler20.0 LSri Lanka
Simarjeet SinghBowler20.0 LIndia
Deepak ChaharBowler14.00 CrIndia
Prashant SolankiBowler1.20 CrIndia
Maheesh TheekshanaBowler70.0 LSri Lanka
Bhagath VarmaAllrounder20.0 LIndia
Ajay Jadav MandalAllrounder20.0 LIndia
Kyle JamiesonAllrounder16.25 CrEngland
Nishant SindhuAllrounder60.0 LIndia
Shaik RasheedBatter20.0 LIndia
Ben StokesAllrounder16.25 CrEngland
Ajinkya RahaneBatter50.0 LIndia

 

চেন্নাই সুপার কিংস এর আইপিএল ইতিহাস

চেন্নাই সুপার কিংস, আইপিএলের সবচেয়ে সফল দলটির নাম। দলটি আইপিএলের প্রথম আসরের ফাইনালিস্ট। চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে বড় শক্তির দিকটি ক্যাপ্টেন এমএস ধোনি। আইপিএল ইতিহাসে এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসই একমাত্র দল যাদের প্রথম আসর থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব রয়েছে একজনের হাতেই (এমএস ধোনি)। দলটি ফিক্সিং কেলেঙ্কারিতে মাঝের দুটি আসরে (২০১৬ , ২০১৭) বহিষ্কার হলেও এখনো পর্যন্ত মোট ১৪ টি আসরে অংশগ্রহণ করে ফাইনাল খেলেছে সর্বোচ্চ ৯ বার।

এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার। আইপিএলের এবার আসরে চেন্নাই সুপার কিংস ৮ বিদেশি ক্রিকেটার ও ১৭ লোকাল ক্রিকেটার নিয়ে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। চেন্নাই সুপার কিংস এর এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক। এই অলরাউন্ডার কেপেতে চেন্নাই সুপার কিংস ব্যয় করেছে ১৬.২৫ কোটি রুপি।

চেন্নাই সুপার কিংস এর কোচ

চেন্নাই সুপার কিংস এর প্রধান কোচ নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্টিফেন ফ্লেমিং। এছাড়াও ভারতের সাবেক ফার্স্ট বোলিং লক্ষ্মী প্রতি বালাজি চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ। চেন্নাই সুপার কিংস এর ফিল্ডিং কোচের দায়িত্বে আছে রাজিব কুমার।

চেন্নাই সুপার কিংস দলের মালিক

চেন্নাই সুপার কিংস দলটির মালিকানা ইন্ডিয়ান সিমেন্ট যার ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.9/5 - (29 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button