পরিসংখ্যানফুটবল বিশ্বকাপ
Trending

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান হেড টু হেড~Argentina vs Croatia head to head

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান হড টু হেড কোন দল বেশি শক্তিশালী, কোন দল এগিয়ে এমন সব প্রশ্নের সঠিক পরিসংখ্যান দেখুন আজকের এই প্রতিবেদনটিতে।

মোট ম্যাচ০৬
ক্রোয়েশিয়ার জয়০২
আর্জেন্টিনার জয়০৩
ক্রোয়েশিয়ার জয় %৩৩.৩৩%
আর্জেন্টিনার জয় %৫০%
ড্রা / ফলাফল হয়নি০১
ড্রা / ফলাফল হয়নি %১৬.৬৬%
প্রথম খেলেছিল০৪জুন ১৯৯৪
সর্বশেষ খেলেছিল১৪ই ডিসেম্বার, ২০২২

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান হেড টু হেড~Argentina vs Croatia head to head

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যানে প্রথম মুখোমুখি হয় ০৪ই জুন ১৯৯৪ সালে আন্তর্জাতিক এক ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ম্যাচে গোল শূন্য ড্রা হয়। এর পর আরো ৫বার দুই দলের হেড টু হেড দেখায় আর্জেন্টিনা জয়লাভ করে ৩টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৫০%।

দুই দলকেই হারতে হয়েছে ২টি করে ম্যাচে। বিশ্বকাপের হেড টু হেড প্রথম ম্যাচে ( ফ্রান্স বিশ্বকাপ ১৯৯৮) আর্জেন্টিনা জয়লাভ করে ১-০ গোল ব্যাবধানে। তবে ক্রোয়েশিয়ার জন্য স্বস্তির বিষয় যে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোল ব্যাবধানে বিশাল জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বের ( ডি ) সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৫৩ মিনিটের মাথায় প্রথম গোল করেছিল অ্যান্টি রেবিচ। এর পর খেলার ৮০ মিনিটে ক্রোয়েশির হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক লুকা মদ্রিচ। সেই ম্যাচে ক্রোয়েশির হয়ে ৯০+১মিনিটে শেষ গোলটি করেন ইভান রাকিটিক।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
০৪জুন, ১৯৯৪আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াড্রা০-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৬জুন, ১৯৯৮ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-১ফিফা বিশ্বকাপ
০১মার্চ, ২০০৬আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া২-৩আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২নভেম্বার, ২০১৪ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা১-২আন্তর্জাতিক ফ্রে ন্ডলি ম্যাচ
২১জুন, ২০১৮আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া০-৩ফিফা বিশ্বকাপ
১৪ডিসেম্বার, ২০২২আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াআর্জেন্টিনা৩-০ফিফা বিশ্বকাপ

ফুটবল পরিসংখ্যানে ক্রোয়েশিয়া

বর্তমান সমায়ে ইউরোপের ফুটবলের ডার্ক হর্স বলা হয় ক্রোয়েশিয়া কে। ক্রোয়েশিয়া ফুটবল পরিসংখ্যানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ২রা এপ্রিল ১৯৪০ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৪-০ গোল ব্যাবধানে জয় পায় ক্রোয়েশিয়া। ৪ই সেপ্টেম্বার ১৯৪১ সালে ক্রোয়েশিয়া ফিফার সদস্য পদ লাভ করে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় জয় ৪ই জুন ২০১৬ সালে সান মারিনোর বিপক্ষে ১০-০ গোল ব্যাবধানে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পরাজয় ১১ই সেপ্টেম্বার ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ৬-০ গোল ব্যাবধানে লজ্জার রেকর্ড করে।

ক্রোয়েশিয়ার ফুটবলে যত অর্জন

ক্রোয়েশিয়া সর্বমোট ৭৬টা দলের সাথে ৩৪০টি ম্যাচ খেলেছে। যেখানে ক্রোয়েশিয়ার জয় ১৭৯টা ম্যাচে। জয়ের পরিমাণ ৫২.৬৫%। পরাজিত হয়েছে ৬৯টা  ম্যাচে। পরাজয়ের পরিমাণ ২০.২৯%। বাকী ৯২ টা ম্যাচে ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ২৭.০৫%। ক্রোয়েশিয়া সর্বমোট ৬বার বিশ্বকাপের মূল আসরে অংশগ্রহণ করেছে। ক্রোয়েশিয়া প্রথমবার ফিফা বিশ্বকাপে অংশ নেয় ১৯৯৮ সালে। অল্প কিছুদিনের মাথায় দলটি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার আপ হয়।  যা এখনও পর্যন্ত বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য।

ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৬বার। প্রথম অংশগ্রহণ করে ১৯৯৬ সালে। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ এবং ২০০৮ সালে কোয়াটার ফাইনাল খেলে। ক্রোয়েশিয়া এখনও ন্যাশন লিগে অংশগ্রহণ করেনি তবে ২০২৩ সালে অংশগ্রহণ করার কথা আছে।

ক্রোয়েশিয়ার ফুটবল বর্তমান অবস্থা

ডাক নাম: ভাত্রেনি

হেড কোচ: জ্লাৎকো দালিচ

ক্যাপ্টেন: লুকা মদরিচ

সর্বোচ্চ ম্যাচ: লুকা মদরিচ ( ১৫৯ )

সর্বোচ্চ গোলদাতা: ডেভর শুকার  ( ৪৫ )

ফিফা কোড: CRO

ফিফা রেংকিং:  ১৬৪৫.৬৪ ( ১২তম )

আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়া স্কোয়াড 

গোলরক্ষক আছেন যারা: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ এবং ইভো গ্রাবিচ

ডিফেন্ডার আছেন যারা: ডিজান লভরেন, জস্কো ভার্ডিলো, ডোমাগোজ ভিদা, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, বোরনা সোসা, জোসিপ স্ট্যানসিচ, মার্টিন এরলিক এবং জোসিপ সুতালো

মিডফিল্ডার আছেন যারা: লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লাভরো মাজের, ক্রিস্টিজান যাকিচ, লুকা সুচিচ

ফরওয়ার্ড আছেন যারা: ইভান পারিসিচ, আন্দ্রেজ কামারিক, আন্তে বুদিমির, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, মার্কো লিভাজা

লাইন আপ: ৪-৩-৩

ফুটবলে আর্জেন্টিনার পরিসংখ্যান

আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ২২শে জানুয়ারী ১৯৪২ সালে ইকুয়েডারের  বিপক্ষে ১২-০ গোলে পড় জয় পায়। আর্জেন্টিনা সর্বমোট ১৮টি বিশ্বকাপে মূল আসরে খেলেছে। সর্বপ্রথম ১৯৩০ এবং সর্বশেষ ২০২২ সালে। বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল খেলেছে ৫বার ( ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ) সর্বোচ্চ  সাফল্য ২ বার ( ১৯৭৮, ১৯৮৬) বিশ্ব চাম্পিয়ান।

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় ১৫ই জুন ১৯৫৮ সালে স্লোভাকিয়ার বিপক্ষে ১-৬ গোল ব্যাবধানে। ১লা এপ্রিল ২০০৯ বলিভিয়ার বিপক্ষে ৬-১ ব্যাবধানে পরাজয় বরণ করে। সর্বশেষ ২৭শে মার্চ ২০১৮ সালে স্পেনের সাথে ১-৬ ব্যাবধানে হারের লজ্জার রেকর্ড করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ফুটবল দলের বর্তমান অবস্থা

হেড কোচ: লিওনেল স্কালোনি

ক্যাপ্টেন: লিওনেল মেসি

সবচেয়ে বেশি ম্যাচ: লিওনেল মেসি ( ১৬৭ ম্যাচ )

সবচেয়ে বেশি গোলদাতা: লিওনেল মেসি  ( ৯৩ )

ফিফা কোড: ARG

ফিফা র‍্যাংকিং: ১৭৭৩.৮৮ (৩ নাম্বারে )

লাইন আপ: ৪-৪-২

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, ফাকুন্দো মেদিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button