ফুটবল বিশ্বকাপফুটবল
Trending

কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২ বাংলাদেশ সময় pdf ফিকচার

কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২ বাংলাদেশ সময় আনুযায়ী,বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা,বিশ্বকাপ মানে সব কাজ গুছিয়ে, দেখতে বসা। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল টা এখনো সমর্থকদের মনের মধ্যে ভাসে। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়নস ছিল ফ্রান্স। এরই মধ্যে ফিফা প্রকাশ করেছে ২০২২ বিশ্বকাপের সময়সূচী। ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরুভূমির দেশ কাতারে। তবে এবার বিশ্বকাপের সময়সীমা করা হয়েছে তুলানামুলক সংক্ষিপ্ত।

কাতার ফুটবল বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময়

কাতার বিশ্বকাপের সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী গ্রুপ পর্ব

খেলাঃফুটবল বিশ্বকাপ ২০২২
মোট দলঃ৩২ টি
ভেনুঃকাতারের ৮ টি মাঠ
শুরু হবেঃ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত
বাংলাদেশ সময়ঃবিকাল, সন্ধ্যা ও রাত

 

একনজরে কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী 

বাংলাদেশ সময়ে কাতার ফিফা বিশ্বকাপের সবগুলো ম্যাচের সময়সূচী। যেখানে কবে কোন দলের খেলা তার একটা আপডেট তালিকা প্রকাশ করা হয়েছে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
২০ নভেম্বররাত ১০টাকাতার বনাম ইকুয়েডরকাতার ০-২ ইকুয়েডর 
২১ নভেম্বররাত ১০টাসেনেগাল বনাম নেদারল্যান্ডসনেদারল্যান্ডস ২-০সেনেগাল
২১ নভেম্বরসন্ধ্যা ৭ টাইংল্যান্ড বনাম ইরানইংল্যান্ড ৬-২ইরান
২২ নভেম্বররাত ১টাআমেরিকা বনাম ওয়েলসআমেরিকা ১-১ ওয়েলস
২২ নভেম্বরবিকাল ৪টাআর্জেন্টিনা বনাম সৌদি আরবআর্জেন্টিনা ১-২ সৌদি আরব
২২ নভেম্বরসন্ধ্যা ৭টাডেনমার্ক বনাম তিউনিসিয়াডেনমার্ক 0-0 তিউনিসিয়া ( ড্রা )
২২ নভেম্বররাত ১০টামেক্সিকো বনাম পোল্যান্ডমেক্সিকো ০-০ পোল্যান্ড ( ড্রা )
২৩ নভেম্বররাত ১টাফ্রান্স বনাম অস্ট্রেলিয়াফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া
২৩ নভেম্বরবিকাল ৪টামরক্কো বনাম ক্রোয়েশিয়ামরক্কো ০-০ ক্রোয়েশিয়া ( ড্রা )
২৩ নভেম্বরসন্ধ্যা ৭টাজার্মানি বনাম জাপানজার্মানি ১-২ জাপান
২৩ নভেম্বররাত ১০টাস্পেন বনাম কোস্টারিকাস্পেন ৭-০ কোস্টারিকা
২৪ নভেম্বররাত ১টাবেলজিয়াম বনাম কানাডাবেলজিয়াম ১-০  কানাডা
২৪ নভেম্বরবিকাল ৪টাসুইজারল্যান্ড বনাম ক্যামেরুনসুইজারল্যান্ড ১-০ ক্যামেরুন
২৪ নভেম্বরসন্ধ্যা ৭টাউরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়াউরুগুয়ে 0-0 দক্ষিণ কোরিয়া ( ড্রা )
২৪ নভেম্বররাত ১০টাপর্তুগাল বনাম ঘানাপর্তুগাল ৩-২ ঘানা
২৫ নভেম্বররাত ১টাব্রাজিল বনাম সার্বিয়াব্রাজিল ২-০ সার্বিয়া
২৫ নভেম্বরবিকাল ৪টাইরান বনাম ওয়েলসইরান ০-২ ওয়েলস
২৫ নভেম্বরসন্ধ্যা ৭টাকাতার বনাম সেনেগালকাতার ০-৩ সেনেগাল
২৫ নভেম্বররাত ১০টানেদারল্যান্ডস বনাম ইকুয়েডরনেদারল্যান্ডস ১-১ ইকুয়েডর ( ড্রা )
২৬ নভেম্বররাত ১টাইংল্যান্ড বনাম আমেরিকাইংল্যান্ড 0-0 আমেরিকা
২৬ নভেম্বরবিকাল ৪টাতিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়াতিউনিসিয়া ০-১ অস্ট্রেলিয়া
২৬ নভেম্বরসন্ধ্যা ৭টাপোল্যান্ড বনাম সৌদি আরবপোল্যান্ড ১-০ সৌদি আরব
২৬ নভেম্বররাত ১০টাফ্রান্স বনাম ডেনমার্কফ্রান্স ২-১ডেনমার্ক
২৭ নভেম্বররাত ১টাআর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা ২-০ মেক্সিকো
২৭ নভেম্বরবিকাল ৪টাজাপান বনাম কোস্টারিকাজাপান ০-১কোস্টারিকা
২৭ নভেম্বরসন্ধ্যা ৭টাবেলজিয়াম বনাম মরক্কোবেলজিয়াম ০-২ মরক্কো
২৭ নভেম্বররাত ১০টাক্রোয়েশিয়া বনাম কানাডাক্রোয়েশিয়া ৪-১ কানাডা
২৮ নভেম্বররাত ১টাস্পেন বনাম জার্মানিস্পেন ১-১ জার্মানি
২৮ নভেম্বরবিকাল ৪টাক্যামেরুন বনাম সার্বিয়াক্যামেরুন ৩-৩ সার্বিয়া
২৮ নভেম্বরসন্ধ্যা ৭টাদক্ষিণ কোরিয়া বনাম ঘানাদক্ষিণ কোরিয়া ২-৩ ঘানা
২৮ নভেম্বররাত ১০টাব্রাজিল বনাম সুইজারল্যান্ডব্রাজিল ১-০ সুইজারল্যান্ড
২৯ নভেম্বররাত ১টাপর্তুগাল বনাম উরুগুয়েপর্তুগাল ২-০ উরুগুয়ে
২৯ নভেম্বররাত ৯টানেদারল্যান্ডস বনাম কাতারনেদারল্যান্ডস ২-০ কাতার
২৯ নভেম্বররাত ৯টাইকুয়েডর বনাম সেনেগালইকুয়েডর ১-২  সেনেগাল
৩০ নভেম্বররাত ১টাইংল্যান্ড বনাম ওয়েলসইংল্যান্ড ৩-০ ওয়েলস
৩০ নভেম্বররাত ১টাইরান বনাম আমেরিকাইরান ০-১ আমেরিকা
৩০ নভেম্বররাত ৯টাতিউনিসিয়া বনাম ফ্রান্সতিউনিসিয়া ১-০ ফ্রান্স
৩০ নভেম্বররাত ৯টাডেনমার্ক বনাম অস্ট্রেলিয়াডেনমার্ক ০-১ অস্ট্রেলিয়া
১ ডিসেম্বররাত ১টাসৌদি আরব বনাম মেক্সিকোসৌদি আরব ১-২  মেক্সিকো
১ ডিসেম্বররাত ১টাপোল্যান্ড বনাম আর্জেন্টিনাপোল্যান্ড ০-২ আর্জেন্টিনা
১ ডিসেম্বররাত ৯টাক্রোয়েশিয়া বনাম বেলজিয়ামক্রোয়েশিয়া ০-০ বেলজিয়াম
১ ডিসেম্বররাত ৯টাকানাডা বনাম মরক্কোকানাডা ১-২ মরক্কো
২ ডিসেম্বররাত ১টাজার্মানি বনাম কোস্টারিকাজার্মানি ৪-২ কোস্টারিকা
২ ডিসেম্বররাত ১টাজাপান বনাম স্পেনজাপান ২-১স্পেন
২ ডিসেম্বররাত ৯টাদক্ষিণ কোরিয়া বনাম পর্তুগালদক্ষিণ কোরিয়া ২-১ পর্তুগাল
২ ডিসেম্বররাত ৯টাঘানা বনাম উরুগুয়েঘানা ০-২ উরুগুয়ে
৩ ডিসেম্বররাত ১টাসার্বিয়া বনাম সুইজারল্যান্ডসার্বিয়া ২-৩  সুইজারল্যান্ড
৩ ডিসেম্বররাত ১টাক্যামেরুন বনাম ব্রাজিলক্যামেরুন ১-০ ব্রাজিল

 

শেষ ষোল কাতার বিশ্বকাপের সময়সূচী ২০২২

গ্রুপ পর্বে, প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল শেষ ষোল অর্থাৎ নক আউট পর্বে খেলবে। শেষ ষোল কাতার বিশ্বকাপের সময়সূচী ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
৩ ডিসেম্বররাত ৯টা ( PM )ইউএসএ বনাম নেডারল্যান্ডাসইউএসএ ১-৩ নেডারল্যান্ডাস
৪ ডিসেম্বররাত ১টা ( AM )আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া
৪ ডিসেম্বররাত ৯টা ( PM )ফ্রান্স বনাম পোল্যান্ডফ্রান্স ৩-১ পোল্যান্ড
৫ ডিসেম্বররাত ১টা ( AM )ইংল্যান্ড বনাম সেনেগাল ইংল্যান্ড ৩-০ সেনেগাল
৫ ডিসেম্বররাত ৯টা ( PM )জাপান বনাম ক্রোশিয়াজাপান ৩-১ (পেনাল্টি)  ক্রোশিয়া
৬ ডিসেম্বররাত ১টা ( AM )ব্রাজিল বনাম সাউথ কোরিয়া ব্রাজিল ৪-১ সাউথ কোরিয়া
৬ ডিসেম্বররাত ৯টা ( PM )মরক্কো বনাম স্পেন মরক্কো ৩-০ ( পেনাল্টি) স্পেন
৭ ডিসেম্বররাত ১টা ( AM )পর্তুগাল বনাম সুইজারল্যান্ডপর্তুগাল ৬-১ সুইজারল্যান্ড

কোয়ার্টার ফাইনালের সময়সূচী কাতার বিশ্বকাপ ২০২২

শেষ ষোল থেকে উঠে আসা ৮ টি দল নিয়ে কোয়ার্টার ফাইনালের প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে মোট দল থাকবে ৮ টি। এখান থেকে ৪ টি দল যাবে সেমি ফাইনালে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
৯ ডিসেম্বররাত ৯টা ( PM )আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডাসআর্জেন্টিনা 
১০ ডিসেম্বররাত ১টা ( AM )ফ্রান্স বনাম ইংল্যান্ডফ্রান্স
১০ ডিসেম্বররাত ৯টা ( PM )ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া
১১ ডিসেম্বররাত ১টা ( AM )পর্তুগাল বনাম মরক্কোমরক্কো  

 

কাতার বিশ্বকাপে সেমি ফাইনালের সময়সূচী

কোয়ার্টার ফাইনাল থেকে শক্তিশালী চারটি দল সেমি ফাইনালে খেলবে, ১৪ এবং ১৫ ই ডিসেম্বার বাংলাদেশ সময়ে রাত ১টা থেকে থেলা শুরু হবে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৪ ডিসেম্বররাত ১টা ( AM )আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া 
১৫ ডিসেম্বররাত ১টা ( AM )ফ্রান্স বনাম মরক্কো  

 

তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ কাতার বিশ্বকাপে

কাতার বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন বাংলাদেশ সময় রাত ৯ টায় খলিফা ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে ৫৯ তম ম্যাচের হার বনাম ৬০ তম ম্যাচের হার দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৭ ডিসেম্বররাত ৯টা ( PM )৫৯ তম ম্যাচ হার বনাম ৬০ তম ম্যাচ হার 

 

ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল

 

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৯ ডিসেম্বররাত ৯টা ( PM )৫৯ তম ম্যাচ জিত বনাম ৬০ ম্যাচ জিত 

 

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

এবারের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হচ্ছে ২০ শে নভেম্বার। কোয়ালিফাই ৩২ টি দল নিয়ে মোট ৮ টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যেখানে প্রতিটি গ্রুপে ৪ টি করে দল রাখা হয়েছে। গ্রুপ গুলোর নাম দেওয়া হয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইস। তাহলে নিচ থেকে দেখে নিন কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে।

কাতার বিশ্বকাপের গ্রুপ

গ্রুপের নামদেশের নাম
গ্রুপ একাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বিইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান
গ্রুপ সি
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব
গ্রুপ ডিফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ ইজার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা
গ্রুপ এফবেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো
গ্রুপ জিব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইসপর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া

 

PDF ফিকচার কাতার বিশ্বকাপের সময়সূচী

কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচী pdf পিকচার দেওয়া হল। আপনারা চাইলে pdf Download করে রাখতে পারেন।

কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২ বাংলাদেশ সময় pdf ফিকচার
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ ফিকচার pdf ফিকচার

 

স্থানীয় সময়ের বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী

২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময়সীমা ৩২ দিন হলেও ২০২২ কাতার বিশ্বেকাপ শুরু হবে ২১নভেম্বর এবং মাত্র ২৮ দিনে অর্থাৎ ১৮ ডিসেম্বর শেষ হবে। ফিফা সংস্থা কাতারের গরম আবহাওয়ার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেন।

প্রশ্নঃ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একই দিনে কেন চার দলের ফেলা হবে?

উত্তরঃ গ্রুপ পর্বের প্রতিটি খেলার পর প্রতিটি দল ১২ দিন করে বিশ্রাম পাবে যার ফলে ফিফা একদিনে ৪ টি করে ম্যাচের ব্যবস্থা করেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে। ২০২৬ সালে সালের আসরটি হবে ফিফা বিশ্বকাপের ২৩মত আসর। ফিফার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।

বিশ্বকাপে কোন ফুটবল টিমকে 7up উপাধি দেওয়া হয়?

২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় সেমিফাইনালে জার্মানি গুণে গুণে ৭ বার বল ঢুকিয়েছিল ব্রাজিলের জালে। সেখান থেকে ব্রাজিলকে 7Up উপাধি দেওয়া হয়।

কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২ আপডেট

প্রিয় পাঠক আমাদের এই নিবন্ধে কাতার ফুটবল বিশ্বকাপের ২০২২ সময়সূচী প্রকাশ করা হয়েছে শুধু মাত্র আপনার মত ফুটবল প্রেমীদের জন্য। সবার কথা মাথায় রেখে ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচী ভিডিওতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রকাশ করে দিয়েছি।

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News  পেজে )

4.4/5 - (15 votes)

One Comment

  1. সময়সূচি সংক্রান্ত পোস্টগুলোর মধ্যে এটাই বেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button