আইপিএল
Trending

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ~আইপিএল লাইভ ২০২৩

আইপিএল লাইভ ম্যাচ ২০২৩ উদ্বোধনী ম্যাচে, বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স মুখোমুখি হয়েছে। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচে গুজরাট টাইটানন্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাটিং করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল লাইভ ২০২৩ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচটির স্কোর খেলা ১৮ এর পাতায় সরাসরি আপডেট করা হচ্ছে। এছাড়াও চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় নিচের টেবিলে দেওয়া হলো।

→চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স
 →চেন্নাই সুপার কিংস: ৬ ( ১.২ ওভার ) 
→গুজরাট টাইটানন্স : 
→ফলাফল :  

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ

আইপিএল এর ১৬ তম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ভারতের আহমেদাবাদে অবস্থিত বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচ বাংলাদেশ থেকে দেখা যাবে T-Sports Apps থেকে।  আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। কেননা আজকের ম্যাচে পিস রিপোর্ট অনুযায়ী মাঠ থাকবে ব্যাটসম্যানদের উপযোগী ব্যাটিং পিস। তাই টসে জিতে আগে ব্যাট করে বড় রান করতে পারলে প্রতিপক্ষ দলকে খুব সহজেই চাপে ফেলা যাবে। এসব বিবেচনায় চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচে টস জয় গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। নিচে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস লাইভ আজকের ম্যাচের উভয় দলের খেলোয়ার তালিকা দেওয়া হলো।

গুজরাট টাইটানন্স স্কোয়াড আজকের ম্যাচে

আইপিএল ২০২৩ উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে আজকের ম্যাচে গুজরাট টাইটানন্সের স্কোয়াডে অধিনায়ক হিসেবে খেলবে হার্দিক পান্ডিয়া। নিচে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ ম্যাচে গুজরাট টাইটানন্সের স্কোয়াড দেওয়া হলো।

  • ব্যাটসম্যান: অভিনব মনোহর, ডেভিড মিলার, সাই সুদর্শন, শুভমান গিল, কেন উইলিয়ামসন।
  • অল-রাউন্ডার: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুক্ল তেওয়াটিয়া, রশিদ খান, শিভাম মাভি।
  • উইকেট-রক্ষক: শ্রীকার ভরত, উরভিল প্যাটেল, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড।
  • বোলার: মোহাম্মদ শামি, আলজেরি জোসেফ, জশুয়া লিটল, দর্শন নালকান্ডে, নুর আহমেদ, রবিশ্রীনিবাসন সাই কিশোর, প্রদীপ সাংওয়ান, মোহিত শর্মা, ওডেন স্মিথ,  জয়ন্ত যাদব, ইয়াশ দয়াল।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড আজকের ম্যাচে

আইপিএলের ১৬ আসর এর উদ্বোধনী ম্যাচে আজ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানসের। আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক হিসেবে খেলবে মহেন্দ্র সিং ধোনি। নিচে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ ম্যাচে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় তালিকা দেওয়া হল।

  • ব্যাটসম্যান: রুতুরাজ গাইকোয়াড়, শাইক রশীদ, শুভ্রাংশু সেনাপতি, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু,
  • অল-রাউন্ডার: মঈন আলি, বেন স্টোকস, শিভাম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, নিশান্ত সিন্ধু, ভগত ভার্মা, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার।
  • উইকেট-রক্ষক: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে
  • বোলার: দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারজকার, তুষার দেশপান্ডে, সিসান্দা মাগালা, অজয় মণ্ডল, আকাশ সিং, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, প্রশান্ত সোলাংকি, মহেশ থাকসিনা।

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স হেড টু হেড পরিসংখ্যান

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স হেড টু হেড পরিসংখ্যানে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত আইপিএলের ১২ টি আসরে অংশগ্রহণ করে ৪বার চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই সুপার কিং আইপিএলে সর্বোচ্চ ১০ বার ফাইনাল খেলেছে। অন্যদিকে আইপিএলের নবাগত দল গুজরাট টাইটানন্স গত আসর থেকে আইপিএল খেলছে। তবে গুজরাট টাইটানন্স আইপিএলে নিজেদের প্রথম আসরেই (২০২২) চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানন্স লাইভ আজকের ম্যাচে গুজরাট টাইটানন্স জয়ের সম্ভাবনা ৫৫% অন্যদিকে চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচে জয়ের সম্ভাবনা ৪৫%।

আরো পড়ুন: আইপিএল ১০ দলের মালিক কে কে জানুন

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button