তৌহিদ হৃদয় এবার এলপিএল মাতাচ্ছেন ৩৯ বলে ৫৪ রান করলেন

ধিরে ধিরে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠা তৌহিদ হৃদয় এবার জাফনা কিংস এর হয়ে চলত মৌসুমে মাতাচ্ছেন। আজ ৩০শে জুলাই কলম্বো স্ট্রাইকার্স এর বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ রান করেন এই বাংলাদেশী ডানহাতি ব্যাটসম্যান।

তৌহিদ হৃদয় এবার এলপিএল মাতাচ্ছেন ৩৯ বলে ৫৪ রান করলেন

তৌহিদ হৃদয় ছাড়া দলের হয়ে আরো যারা রান করেন তারা হল নিশান মাদুশকা রহমানুল্লাহ গুরবাজ, ডুনিথ ওয়েল্লালাগে। ২০ ওভার শেষে ১৭৩ রান করেন ৫ উইকেটের বিনিময়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলম্বো স্ট্রাইকার্স ১৫.৩ ওভার শেষে ১১৫ রান করেন ৫ উইকেটের বিনিময়ে।

এলপিএলের চলমন আসরের প্রথম ম্যাচ ছিলো এটা প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম করায় সবার কাছে অটো চয়েস হতে চলেছে তৌহিদ হৃদয়।

জাফনা কিংস খেলোয়াড় তালিকা : ডেভিড মিলার, রহমানউল্লাহ গুরবাজ, মাহিশ থিকশানা, চারিথ আসালাঙ্কা, থিসারা পেরেরা, দুনিথ ওয়েলালাগে, পাথুম কুমারা, ভিজায়কান্থ ভিয়াসকান্থ, শোয়েব মালিক, থিসান ভিথুসান, আসাংকা মানজ, নিশান মাদুশকা, আসিথা ফার্নান্দো, তৌহিদ হৃদয়, হারদুস ভিজয়েন, নুয়ান থুসারা, দিলশান মাদুশাঙ্কা, জামান খান, আশান রানদিকা, আছিলা গুনারত্নে, রাত্নারাজাহ থেনুরাথান, ক্রিস লিন।

আরো পড়ুনঃ সাকিব আল হাসান কত টাকার মালিক

(সঠিক খবর পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.8/5 - (9 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×