ক্রিকেটপরিসংখ্যান
Trending

বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যান~টি২০-টেস্ট-ওডিআই-হেড টু হেড

4.1/5 - (47 votes)

বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যান এবং বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টু হেড সকল পরিসংখ্যান পেয়ে যাবে আজকের এই নিবন্ধে।

বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যান~টি২০-টেস্ট-ওডিআই-হেড টু হেড
বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যান~টি২০-টেস্ট-ওডিআই-হেড টু হেড

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি২০ পরিসংখ্যান

বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টু হেড টি২০ পরিসংখ্যানে সর্বমোট ৪ বার দেখা হয়েছে ২০২১ সালের ২৭শে অক্টোবার টি২০ বিশ্বকাপে প্রথম। এবং সর্বশেষ ২০২৩ সালের ১৪ই মার্চ বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টু হেড ৪ বারের দেখায় ইংল্যান্ড জয়লাভ করেছিল ১টি ম্যাচে এবং বাংলাদেশ জয়লাভ করেছে ৩টি ম্যাচে।

মোট ম্যাচ
বাংলাদেশের জয়০৩
ইংল্যান্ডের জয়০১
বাংলাদেশের জয় %৭৫%
ইংল্যান্ডের জয় %২৫%
প্রথম খেলেছিল২৭ই, অক্টোবার ২০২১
সর্বশেষ খেলেছিল১৪ই মার্চ ২০২৩
আরো পড়ুন  ভারত বনাম পাকিস্তান পরিসংখ্যান t20 : ওডিআই : টেস্ট : এশিয়া কাপ

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওডিআই পরিসংখ্যান

বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যানে হেড টু হেড ওডিআই সর্বমোট ম্যাচ খেলেছে ২৪টি যেখানে ইংল্যান্ডের জয় ১৯টি ম্যাচে। ইংল্যান্ডের জয়ের পরিমাণ ৭৯.৬১%। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র ৫টি ম্যাচে। বাংলাদেশের জয় ২০.৮৪%। বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টু হেড সর্বপ্রথম ওডিআই ম্যাচ খেলে ৫ই অক্টোবার ২০০০ সালে। বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টু হেড সর্বশেষ ওডিআই ম্যাচ খেলে ০৬ই মার্চ ২০২৩ সালে।

মোট ম্যাচ২৪
বাংলাদেশের জয়০৫
ইংল্যান্ডের জয়১৯
বাংলাদেশের জয় %২০.৮৪%
ইংল্যান্ডের জয় %৭৯.১৭%
প্রথম খেলেছিল৫ই, অক্টোবার ২০০০
সর্বশেষ খেলেছিল০৬ই, মার্চ ২০২৩

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টেস্ট পরিসংখ্যান

বাংলাদেশ বনাম ইংল্যান্ড মধ্যকার টেস্ট পরিসংখ্যানে সর্বমোট ম্যাচ খেলেছে ১০ টি যেখানে বাংলাদেশের জয় ১টি ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ১০%। অন্যদিকে ইংল্যান্ডের জয় ৯টি ম্যাচে। ইংল্যান্ডের জয়ের পরিমাণ ৯০%। বাংলাদেশ বনাম ইংল্যান্ড হেড টূ হেড ১০ টি ম্যাচে একটি ম্যাচও ড্রা হয়নি। বাংলাদেশ বনাম ইংল্যান্ড সর্ব প্রথম ম্যাচ খেলে ১২ই,অক্টোবার ২০২৩ সালে এবং সর্বশেষ ম্যাচ খেলে ২৮ ই, অক্টোবার ২০১৬ সালে। 

মোট ম্যাচ১০
বাংলাদেশের জয়০১
ইংল্যান্ডের জয়০৯
বাংলাদেশের জয় %১০%
ইংল্যান্ডের জয় %৯০%
প্রথম খেলেছিল১২ই, অক্টোবার ২০০৩
সর্বশেষ খেলেছিল২৮ই, অক্টোবার ২০১৬

 

বাংলাদেশ বনাম ইংল্যান্ড মধ্যকার সকল ফরম্যাট ( টি২০, টেস্ট, ওডিআই ) সর্বমোট ৩৮টি ম্যাচ খেলে। যেখানে ইংল্যান্ড ২৯টি ম্যাচে জয়লাভ করেছে। সকল ফরম্যাট ইংল্যান্ডের জয়ের পরিমাণ ৭৬.৩১%। অপরদিকে বাংলাদেশ জয়লাভ করেছে ৯টি ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ২৩.৬৯%। বাংলাদেশ ইংল্যান্ড পরিসংখ্যানে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে থাকবে।

আরো পড়ুন: বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী ও স্কোয়াড

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!