বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ও স্কোয়াড পরিসংখ্যান

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ও স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি। চলতি মাসেই (মার্চ) আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসেছে ৩টি করে ওডিআইও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে। আয়ারল্যান্ডের সাথে প্রথমে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ ২০২৩। আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দল ঘোষণা করেছে। নিচে আবাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচিবাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচিবাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ও বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা নিচে দেয়া হল।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ও স্কোয়াড পরিসংখ্যান 2023

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি 2023

আয়ারল্যান্ড সর্বশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ঢাকায় এসেছিল। সেবার আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হেরেছিল বাংলাদেশের কাছে। এবার আয়ারল্যান্ড ৩ ম্যাচের ওডিআই ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে। আগামী ১৮ মার্চ, শনিবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের শেষ দুটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২৩ মার্চ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, বুধবার। নিচে বাংলাদেশ বনাম আইল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হলো। পাশাপাশি আপনি চাইলে তা ছবি আকারেও আপনার মোবাইলে সেভ করে নিতে পারবেন।

তারিখম্যাচসময়ভেন্যু
১৮ই, মার্চ, ২৩১ম ওয়ানডে দুপুর: ২ টা ৩০ টা সিলেট
২০ই, মার্চ, ২৩২য় ওয়ানডে দুপুর: ২ টা ৩০ টাসিলেট
২৩ই, মার্চ, ২০২৩৩য় ওয়ানডে দুপুর: ২ টা ৩০ টাসিলেট
২৬ই, মার্চ  ২০২৩১ম টি২০সন্ধ্যা: ০৬:০০ টাচট্টগ্রাম
২৮ই, মার্চ, ২০২৩২য় টি২০সন্ধ্যা: ০৬:০০ টাচট্টগ্রাম
৩০শে মার্চ, ২০২৩৩য় টি২০সন্ধ্যা: ০৬:০০ টাচট্টগ্রাম
৪ থেকে ৮ এপ্রিল ২০২৩১ টা টেস্ট সকাল: ৯ টা ৩০ টাঢাকা, ,মিরপুর

আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজে বাংলাদেশের স্কোয়াড

আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আইল্যান্ড সিরিজের দল ঘোষণা সবচেয়ে বড় চমক মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়নি ১৬ সদস্যের দলে এছাড়াও বিপিএলে ভালো খেলা জাকির হাসানকে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১৬ সদস্যের দলে রেখে সবচেয়ে বড় চমক দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজে ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, লিটন দাস, ইয়াসির আলী, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও জাকির হাসানকে এছাড়াও অলরাউন্ডার হিসেবে ১৬ সদস্যের দলের জায়গা পেয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজে ১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ফাস্ট বোলারদের মধ্যে দলে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে মাসুম আহমেদকে। নিচে আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজে বাংলাদেশের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।

ওডিআই: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস(উইকেট রক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ,   হাসান মাহমুদ, ইবাদত হোসেন, জাকির হাসান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের সাথে ওডিআই সিরিজে আয়ারল্যান্ডের স্কোয়াড

বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজে আয়ারল্যান্ড তাদের দলের ডানহাতি ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবির্নিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিচে বাংলাদেশের সাথে ওডিআই সিরিজে আয়ারল্যান্ডের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।

ওয়ানডে : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক),কার্টিস ক্যামফার, গ্যারাথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, বেন হোয়াইট, ম্যাথু হাম্ফ্রেস, পল স্টার্লিং, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন,  হ্যারি টেক্টর, লোরকান টাকার ও ব্যারি ম্যাকার্থি।

বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের স্কোয়াড

টি-টোয়েন্টি : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), রস অ্যাডায়ার, কার্টিস ক্যামফার, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডিলানি,  গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনোর অলফার্ট, পল স্টার্লিং, ক্রেইগ ইয়ং, জর্জ ডকরেল, লোরকান টাকার, বেন হোয়াইট ও হ্যারি টেক্টর।

বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের স্কোয়াড

টেস্ট : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মুরে কমিন্স, জর্জ ডকরেল, বেন হোয়াইট, কার্টিস ক্যামফার, ম্যাথু হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লোরকান টাকার, পিজে মুর, হ্যারি টেক্টর, জেমস ম্যাককলাম ও গ্রাহাম হিউম।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওডিআই পরিসংখ্যান হেড টু হেড

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ১০টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে ৭টি ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ৭০%। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ১০টি ওডিআই  ম্যাচ আয়ারল্যান্ড জয়লাভ করেছে ২টি ম্যাচে। আয়ারল্যান্ডের জয়ের পরিমাণ ২০%। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ১০টি ওডিআই ম্যাচ একটি ম্যাচের ফলাফল নির্ধারণ হয়নি। ফলাফল নির্ধারণ না হওয়ার পরিমাণ ১০%

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি২০ পরিসংখ্যান হেড টু হেড

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ০৫ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে ৩টা ম্যাচে। অন্যদিকে আয়ারল্যান্ড জয়লাভ করেছে ১টি ম্যাচে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ০৫ টি২০ ম্যাচের মধ্যে একটি ম্যাচে ফলাফল নির্ধারণ হয়নি।

আরো পড়ুন: আইপিএল ২০২৩ সময়সূচী

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.9/5 - (16 votes)

1 thought on “বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ও স্কোয়াড পরিসংখ্যান”

  1. It seems like there is excitement and anticipation among some people to watch the Bangladesh vs Ireland cricket match. It’s always thrilling to see two competitive teams face off in a sporting event, and it can be a great source of entertainment for fans. Whether you’re watching live or following the game online, I hope you enjoy the match!

    Reply

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×