বিপিএল
Trending

বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড ~ সব দলের আইকন প্লেয়ার

বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২৩শে নভেম্বার রাজধানীর এক হোটেলে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড এবং আইকন প্লেয়ার নির্ধারণ করেছে। বিপিএল টুর্নামেন্টের নবম আসর শুরু হবে ২০২৩ সালের ৫ থেকে ১৬ জানুয়ারির মদ্ধে, এবং তা চলবে ২৯ দিন। বিপিএল ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশের টুর্নামেন্টটির নবম আসর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রমতে বিপিএলের আসরটি শুরু হবে ২০২৩ সালের ৫ জানুয়ারি, চলবে ২৯ দিন। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর বিপিএল যেখানে বিভিন্ন দেশের নামী দামী প্লেয়ার যুক্ত হয়। ইতিমধ্যেই অনুশীলনে নেমে গেছে অংশগ্রহণকারী ৭টি দল। ২০২৩ বিপিএল অর্থাৎ নবম আসরে যুক্ত হয়েছে একটি দল সিলেট স্ট্রাইকার্স। বিপিএল ২০২৩ মাতাবে বাংলার ক্রিকেট প্রেমীদের। এবারের বিপিএলে ”এ” ক্যটাগরতে দেশীয় প্লেয়ারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরেছে (বিসিবি) যা হল ৭০ লাখ। তাহলে দেখে নিন বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড

বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড ~ সব দলের আইকন প্লেয়ার

বিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড

গত বছরে ৬টি দল নিয়ে অষ্টম আসর শুরু হলেও এবারে ৭টি দল নিয়ে এবারের বিপিএল ২০২৩ শুরু হতে যাচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্থান ), জস কব (নেদারল্যান্ডস), ব্র্যান্ডন কিং, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি (পাকিস্থান ), খুশদিল শাহ (পাকিস্থান ),  হাসান আলী, ও মোহাম্মদ নবি।

প্লেয়ার ড্রাফট: মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, আশিকুর রহমান, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, সৈকত আলী, শন উইলিয়ামস ( জিম্বাবুয়ে ) আবরার আহমেদ, আবু হায়দার, মুকিদুল ইসলাম, চ্যাডউইক ওয়ালটন ( ওয়েস্ট ইন্ডিস )

আইকন প্লেয়ার: ইমরুল কায়েস

হেড কোচ: মোহাম্মদ সালাউদ্দিন

ফরচুন বরিশাল স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: সাকিব আল হাসান, ক্রিস গেইল, রাকিম কর্নওয়া ( ওয়েস্ট ইন্ডিস ), ইফতিখার আহমেদ ( পাকিস্থান ), করিম জানাত (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান) ও কুশল পেরেরা ( শ্রীলঙ্কা ) ।

প্লেয়ার ড্রাফট: মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলী, চতুরঙ্গ ডি সিলভা ( শ্রীলঙ্কা ), মাহমুদুল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম(পাকিস্থান),উসমান কাদির (পাকিস্থান) সাইফ হাসান, ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), কাজী অনিক।

আইকন প্লেয়ার: সাকিব আল হাসান

হেড কোচ: নাজমুল আবেদিন ফাহিম

রংপুর রাইডার্স স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে ), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্থান ) , হারিস রউফ (পাকিস্থান ) , শোয়েব মালিক (পাকিস্থান ), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা ) , জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা ) , শেখ মাহেদী হাসান।

প্লেয়ার ড্রাফট: হাসান মাহমুদ, রকিবুল হাসান জুনিয়র, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, নাইম শেখ, রনি তালুকদার, আজমাতুল্লাহ ওমরজাই ( আফগানিস্থান ),

আইকন প্লেয়ার: নুরুল হাসান সোহান

হেড কোচ: সোহেল ইসলাম

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: মাশরাফী বিন মোর্ত্তজা, রায়ান বার্ল ( জিম্বাবুয়ে ) , মোহাম্মদ আমির ( পাকিস্থান ) , মোহাম্মদ হারিস ( পাকিস্থান ), ধনাঞ্জয়া ডি সিলভা ( শ্রীলঙ্কা ) , থিসারা পেরেরা ( শ্রীলঙ্কা ) ও কলিন অ্যাকারম্যান( নেদারল্যান্ডস ) ।

প্লেয়ার ড্রাফট: নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,  রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরেজ ( ইংল্যান্ড ), কামিন্ডু মেন্ডিস ( শ্রীলঙ্কা ), গুলবাদিন নায়েব ( আফগানিস্থান ),

আইকন প্লেয়ার: মাশরাফী বিন মোর্ত্তজা

হেড কোচ: রাজিম সালেহ

খুলনা স্ট্রাইকার্স স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ ( পাকিস্থান ) , নাসিম শাহ (পাকিস্থান ) , আভিস্কা ফার্নান্দো ( শ্রীলঙ্কা ), আজম খান ( পাকিস্থান ),

প্লেয়ার ড্রাফট: ইয়াসির আলী চৌধুরী রাব্বী, নাসুম আহমেদ, মোহাম্মাদ সাইফুদ্দিন, প্রিতম কুমার, পল ভ্যান মিকিরেন, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা ( শ্রীলঙ্কা ), হাবিবুর রহমান, শরিফুল ইসলাম।

আইকন প্লেয়ার: তামিম ইকবাল

হেড কোচ: খালেদ মাহমুদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড

ডিরেক্ট সাইনিং: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো ( শ্রীলঙ্কা ) , আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা ) , কার্টিস ক্যাম্পার, ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস ), উন্মুক্ত চাঁদ ( ইউএসএ ), কার্টিস ক্যাম্পার ( সাউথ আফ্রিকা )

প্লেয়ার ড্রাফট: শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মৃত্যুঞ্জয় চৌধুরী, জিয়াউর রহমান, মেহেদী মারুফ, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, তৌফিক খান তুষার।

আইকন প্লেয়ার: আফিফ হোসেন

হেড কোচ: পল নিক্সন

ঢাকা ডমিনেটর্স স্কোয়াড 

ডিরেক্ট সাইনিং: তাসকিন আহমেদ, শান মাসুদ ( পাকিস্থান )

প্লেয়ার ড্রাফট: সৌম্য সরকার, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শরিফুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন( সিনিয়র ), মনির হোসেন, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, মিজানুর রহমান, অলোক কাপালি, দিলশান মুনাবিরা ( শ্রীলঙ্কা ), সালমান ইরশাদ ( পাকিস্থান ), চামিকা করুনারত্নে ( শ্রীলঙ্কা ), আহমেদ শেহজাদ ( পাকিস্থান ), ওসমান গণি ( আফগানিস্তান ), 

আইকন প্লেয়ার: তাসকিন আহমেদ

হেড কোচ: 

বিপিএল (BPL) ২০২৩ কোন দলের মালিক কে

গতবছর ৬টি দল বিপিএল-এ অংশ গ্রহন করলেও এবার  ৭টি দলে। কারন নবম আসরে যোগ দেওয়া হয়েছে । তাহলে চলুন দেখে নেওয়া যাক বিপিএল (BPL) ২০২৩ কোন দলের মালিক কে!

১। কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মালিক নাফিসা কামাল

২। ফরচুন বরিশাল দলের মালিক গ্র্যান্ডি মল্লিকার্জুন রাও

৩। রংপুর রাইডার্স স্কোয়াড দলের মালিক বসুন্ধরা গ্রুপ

৪। সিলেট স্ট্রাইকার্স দলের মালিক ইন্ডিয়া সিমেন্ট

৫। খুলনা স্ট্রাইকার্স দলের মালিক মাইন্ড ট্রি গ্রুপ

৬। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক ডেলটা স্পোর্টস লিমিটেড

৭। ঢাকা ডমিনেটর্স দলের মালক রুপা ফেব্রিক লিমিটেড

4.8/5 - (50 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button