বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের তালিকা ২০২৩

৫ অক্টবর থেকে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৬ ম্যাচ শেষ হয়েছে এখন সবাই জানতে চাই ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের তালিকা। আজকের প্রতিবেদনে বিশ্বকাপ ক্রিকেট সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা দেখে নিন।

বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের তালিকা ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রাহক

আজ ১৬ই নভেম্বর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ৪৬ তম ম্যাচ শেষ। ইতিমধ্যে ৪৬ ম্যাচের সর্বোচ্চ সংগ্রাহকের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের বিরাট কোহলি । ১০ ম্যাচের ১০ ইনিংস খেলে বিরাট কোহলি করেছেন ৭১১ রান। নিচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেওয়া হল। 

খেলোয়াড়মোট ম্যাচমোট ইনিংসমোট রান
বিরাট কোহলি    ১০১০৭১১
কুইন্টন ডি কক৫৯১
রচিন রবীন্দ্র  ১০১০৫৭৮
ড্যারিল মিচেল  ১০৫৫২
রোহিত শর্মা  ১০১০৫৫০
শ্রেয়াস আইয়ার  ১০১০৫২৬
ডেভিড ওয়ার্নার ৪৯৯
রাসি ভ্যান ডের ডুসেন  ৪৪২
মিচেল মার্শ  ৪২৬
ডেভিড মালান৪০৪

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

চলমান ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে কোন পরাজয় ছাড়া পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনাল ম্যাচ খেলেছে ভারত। তাদের এই ধাঁরা বজয় রাখতে ভারতের বোলিং লাইন আপ বেশ বড় ভূমিকা দেখিয়ে চলেছে। মাত্র ৬ ম্যাচে খেলে বিশ্বকাপে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছে ভারতের মোহাম্মদ শামি। চলুন দেখে আসি ২০২৩ আইসিসি ওডিয়াই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া খেলোয়াড়ের তালিকা। 

খেলোয়াড়মোট ম্যাচমোট ওভারমোট উইকেট
মোহাম্মদ শামি  ৪১.৫২৩
অ্যাডাম জাম্পা ৭৯.০২২
দিলশান মধুশঙ্কা ৭৮.২২১
জসপ্রীত বুমরাহ১০৮২.৫১৮
শাহিন আফ্রিদি ৮১.০১৮
জেরাল্ড কোয়েটজি৫৪.৩১৮
মার্কো জ্যানসেন ৬৪.৪১৭
রবীন্দ্র জাদেজা ১০৮৩.৩১৬
মিচেল স্যান্টনার১০৯২.৪১৬
হারিস রউফ৭৯.০১৬

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

3.7/5 - (4 votes)

Leave a Comment