ব্রাজিলের স্কোয়াড কাতার বিশ্বকাপ ২০২২ ~ Brazil Squad Qutar World Cup

কাতার ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দল থেকে ছিটকে গেলেন ফিলিপে কুতিনহো এবং রবার্তো ফিরমিনো। ফিলিপে কুতিনহো কে দল থেকে বাদ দেওয়ার কারন হিসেবে দেখানো হয়েছে তার চোট। এ কারনেরি ক্ষেপেছেন ব্রাজিলের কোচ তিতে। তবুও কাতার বিশ্বকাপে ভাল খেলার প্রত্যায় ব্যাক্ত করেছেন ব্রাজিলের সমর্থকদের।

brazil ব্রাজিলের স্কোয়াড কাতার বিশ্বকাপ ২০২২

ব্রাজিলের স্কোয়াড কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২

গোল কিপার ৩ জন 

  • অ্যালিসন বেকার ( #০১ )
  • এদেরসন সান্তানা ( #৩১ )
  • ওয়েভারটন পেরেরা ( #১২ )

ফরোয়ার্ড ব্রাজিলের স্কোয়াড ৯ জন

  • নেইমার জুনিয়র ( #১০ )
  • রিচার্লিসন ( #০৭ )
  • গ্যাব্রিয়েল জেসুস ( #০৯ )
  • গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ( #১১ )
  • পেদ্রো ( #১৩ )
  • রাফিনহা ( #২২ )
  • রদ্রিগো ( #২১ )
  • অ্যান্টনি ডস স্যান্টোস ( #২৩ )
  • ভিনিসিয়াস জুনিয়র ( #১৮)

ডিফেন্ডার ব্রাজিলের স্কোয়াড ৮ জন

  • দানি আলভেস ( #৩৩ )
  • দানিলো ( #০২ )
  • আলেক্স সান্দ্রো ( #০৬ )
  • আলেক্স তেলেস ( #১৬ )
  • ব্রেমের ( #২২ )
  • এদের মিলিতাও ( #১৪ )
  • মার্কুইনোস ( #০৫ )
  • থিয়াগো সিলভা ( #০৩ )

মিডফিল্ডার ব্রাজিলের স্কোয়াড ৬ জন

  • ব্রুনো গুইমারেস ( #৩৯ )
  • কাসেমিরো ( #১৮ )
  • এভার্টন রিবেইরো ( #১১ )
  • ফাবিয়ানহো ( #১৫ )
  • ফ্রেড ( #০৮ )
  • লুকাস পাকেতা ( #১৭ )

১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে একমাত্র দল হিসেবে ব্রাজিল প্রতিবারের মত মূল আসরে জায়গা করে নিয়েছে। ফুটবলের রাজপুত্র পেলে থেকে শুরু করে রবিনহো, কাকা, হালের নেইমার জুনিয়ার ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছে। ফিফা রেংকিং ১৮৪১.৩ নাম্বারে থাকা ব্রাজিল বিশ্বকাপের বড় দাবিদার। সর্বশেষ ২০০২ সালে ব্রাজিল ফিফা বিশ্বকাপের স্বাদ গ্রহন করেছে। কোঁচ তিতের তারুণ্য নির্ভর চমক দিয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে কাতার বিশ্বকাপ ২০২২ এর জন্য।

ব্রাজিল দল সম্পর্কে কিছু তথ্য 

কোন দেশ সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। মোট ৫ বার (১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২) সালে। যা ফিফা বিশকাপের সবচেয়ে বেশি বার। 

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে?

কোয়ালিফাইড ৩২ টি দল নিয়ে মোট ৮ টি গ্রুপে বিভক্ত হওয়া দল গুলো নিয়ে কাতার বিশবকাপ ২০২২ এর আসর শুরু হবে। গ্রুপ গুলোর নাম দেওয়া হয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইস। বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে, গ্রুপ এ থেকে: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি থেকে: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস। গ্রুপ সি থেকে: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যাল্যান্ড। গ্রুপ ডি থেকে: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা। গ্রুপ এফ থেকে: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ থেকে: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া মোট ৩২ টি দল।

4.9/5 - (27 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×