সময়সূচীফুটবল বিশ্বকাপ
Trending

কাতার বিশ্বকাপ শেষ ১৬ সময়সূচি ২য় রাউন্ড নক আউট পর্ব

কাতার বিশ্বকাপ শেষ ১৬ সময়সূচি ২য় রাউন্ড নক আউট পর্ব শুরু হয়েছে ৩রা ডিসেম্বার ইউএসএ বনাম নেডারল্যান্ডাস খেলার মাধ্যমে। কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচী অনুযায়ী গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়েছে (২ডিসেম্বর)। এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ টি দল যে ৮টি গ্রুপে খেলেছে তার মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে ১৬টি দল উঠেছে শেষ ষোলতে। এবার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে (শেষ ষোলতে) ১৬ টি দলের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ ষোলোর সময়সূচী অনুযায়ী প্রত্যেকদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথম ম্যাচে (৩ডিসেম্বর) মুখোমুখি হবে নেদারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।

কাতার বিশ্বকাপ শেষ ১৬ সময়সূচি ২য় রাউন্ড নক আউট পর্ব
কাতার বিশ্বকাপ শেষ ১৬ সময়সূচি ২য় রাউন্ড নক আউট পর্ব

কাতার বিশ্বকাপ ২০২২ শেষ ১৬ তে উঠেছে যে দলগুলি

বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ টি দল থেকে প্রত্যেক গ্রুপ (৮ টি) হতে যে ১৬ টি দল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে চলুন দেখে আসি তাদের এক নজরে।

→গ্রুপ “এ”
→চ্যাম্পিয়ন :নেদারল্যান্ড
→রানার আপ :সেনেগাল

→গ্রুপ “বি
→চ্যাম্পিয়ন :ইংল্যান্ড
→রানার আপ :মার্কিন যুক্তরাষ্ট্র

→গ্রুপ “সি”
→চ্যাম্পিয়ন :আর্জেন্টিনা
→রানার আপ :পোল্যান্ড

→গ্রুপ “ডি”
→চ্যাম্পিয়ন :ফ্রান্স
→রানার আপ :অস্ট্রেলিয়া

→গ্রুপ “ই”
→চ্যাম্পিয়ন :জাপান
→রানার আপ :স্পেন

→গ্রুপ “এফ
→চ্যাম্পিয়ন :মরক্কো
→রানার আপ :ক্রোয়েশিয়া

→গ্রুপ “জি”
→চ্যাম্পিয়ন :ব্রাজিল
→রানার আপ :সুইজারল্যান্ড

→গ্রুপ “এইস
→চ্যাম্পিয়ন :পর্তুগাল
→রানার আপ :দক্ষিণ কোরিয়া

কাতার বিশ্বকাপ শেষ ১৬ সময়সূচি ২য় রাউন্ড নক আউট পর্ব

গ্রুপ পর্বে, প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল খেলবে শেষ ষোল বা নক আউট পর্বে। শেষ ষোল কাতার বিশ্বকাপের সময়সূচী ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
৩ ডিসেম্বররাত ৯টা ( PM )ইউএসএ বনাম নেডারল্যান্ডাসইউএসএ ১-৩ নেডারল্যান্ডাস
৪ ডিসেম্বররাত ১টা ( AM )আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াআর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া
৪ ডিসেম্বররাত ৯টা ( PM )ফ্রান্স বনাম পোল্যান্ডফ্রান্স ৩-১ পোল্যান্ড
৫ ডিসেম্বররাত ১টা ( AM )ইংল্যান্ড বনাম সেনেগালইংল্যান্ড ৩-০ সেনেগাল
৫ ডিসেম্বররাত ৯টা ( PM )জাপান বনাম ক্রোয়েশিয়াজাপান ৩-১ (পেনাল্টি)  ক্রোশিয়া
৬ ডিসেম্বররাত ১টা ( AM )ব্রাজিল বনাম সাউথ কোরিয়াব্রাজিল ৪-১ সাউথ কোরিয়া
৬ ডিসেম্বররাত ৯টা ( PM )মরক্কো বনাম স্পেনমরক্কো ৩-০ ( পেনাল্টি) স্পেন
৭ ডিসেম্বররাত ১টা ( AM )পর্তুগাল বনাম সুইজারল্যান্ডপর্তুগাল ৬-১  সুইজারল্যান্ড

কোয়ার্টার ফাইনালের সময়সূচী কাতার বিশ্বকাপ ২০২২

শেষ ষোল থেকে উঠে আসা ৮ টি দল নিয়ে কোয়ার্টার ফাইনালের প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে মোট দল থাকবে ৮ টি। এখান থেকে ৪ টি দল যাবে সেমি ফাইনালে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১০ ডিসেম্বররাত ৯টা ( PM )আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডাসআর্জেন্টিনা
১০ ডিসেম্বররাত ১টা ( AM )ফ্রান্স বনাম ইংল্যান্ডফ্রান্স
০৯ ডিসেম্বররাত ৯টা ( PM )ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া
১১ ডিসেম্বররাত ১টা ( AM )পর্তুগাল বনাম মরক্কো মরক্কো

 

কাতার বিশ্বকাপে সেমি ফাইনালের সময়সূচী

কোয়ার্টার ফাইনাল থেকে শক্তিশালী চারটি দল সেমি ফাইনালে খেলবে, ১৪ এবং ১৫ ই ডিসেম্বার বাংলাদেশ সময়ে রাত ১টা থেকে থেলা শুরু হবে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৪ ডিসেম্বররাত ১টা ( AM )আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
১৫ ডিসেম্বররাত ১টা ( AM )ফ্রান্স বনাম মরক্কো

 

তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ কাতার বিশ্বকাপে

কাতার বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন বাংলাদেশ সময় রাত ৯ টায় খলিফা ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে ৫৯ তম ম্যাচের হার বনাম ৬০ তম ম্যাচের হার দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৭ ডিসেম্বররাত ৯টা ( PM )ক্রোয়েশিয়া বনাম মরক্কো

 

ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল

২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচী অনুযায়ী ১৯শে ডিসেম্বার রাত ৯টার সময় ৫৯ তম ম্যাচ জিত বনাম ৬০ ম্যাচ জিত এর মধ্যকার খেলা হবে।

তারিখবাংলাদেশ সময় (+06)খেলাফলাফল
১৯ ডিসেম্বররাত ৯টা ( PM )আর্জেন্টিনা বনাম ফ্রান্স

 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.5/5 - (2 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button