রংপুর রাইডার্স খেলোয়াড় 2023। রংপুর রাইডার্সের প্লেয়ার তালিকা দেখতে সাথে থাকুন খেলা ১৮ এর পাতায়। ২০১২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মধ্যে শেষ করেছে ৮টি আসর। ২০২৩ সালের ৫ই জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।এবার বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। বিপিএল গ্রুপ পর্ব থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সর্বমোট ৪৬ টি খেলা অনুষ্ঠিত হবে। যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ই ফেব্রুয়ারি। বিপিএল ২০২৩ এর ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সর্বমোট ৩টি ভেনুতে। আসন্ন এই বিপিএলকে সামনে রেখে দলগুলো ইতিমধ্যে তাদের খেলোয়াড় কোটা পূরণ করেছে।

রংপুর রাইডার্স এর এবার আসরে আইকন প্লেয়ার নুরুল হাসান সোহাগ, এছাড়াও দলটিতে আছে শামীম পাটোয়ারী, নাঈম শেখ, হাসান মাহমুদের মত দেশ সেরা ক্রিকেটার। তবে রংপুর রাইডার্স এবার বিপিএলে তাদের যে দল গঠন করেছে তা লক্ষ্য করলে দেখা যায় রংপুর রাইডার্স এর বিদেশি প্লেয়ার এর কোটায় নামগুলো বেশ সমৃদ্ধ। রংপুর রাইডার্স এর স্কোটে আছে পাকিস্তানের স্পিড স্টার হারিস রউফ,অভিজ্ঞ শোয়েব মালিক, ইনফর্ম সিকান্দার রাজা। শুধু দেখে আসি বিপিএল ২০২৩ এ রংপুর রাইডার্স এর স্কোয়াড।
বিপিএল ২০২৩ রংপুর রাইডার্স খেলোয়াড়
→ রংপুর রাইডার্সের দেশীয় ক্রিকেটার
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
→ রংপুর রাইডার্সের বিদেশীয় ক্রিকেটার
শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০১২ সাল থেকে শুরু হলেও রংপুর রাইডার্স বিপিএলে প্রথম অংশগ্রহণ করে ২০১৩ সালে। রংপুর রাইডার্স এখন পর্যন্ত বিপিএলের মোট ৬টি আসরে অংশগ্রহণ করে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ১ বার (২০১৭) চ্যাম্পিয়ন হয়েছে। তবে এবারের বিপিএলে (২০২৩) রংপুর রাইডার্স যেভাবে দল গঠন করেছে তাতে খুব সহজেই অনুমান করা যায় রংপুর রাইডার্স সাতটি দলের মধ্যে অন্যতম শক্তিশালী দল।
রংপুর রাইডার্স খেলোয়াড় 2023 | Rangpur Riders Squad List BPL 2023
নুরুল হাসান সোহান (Captain) | রনি তালুকদার | পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা ) |
শেখ মাহেদী হাসান | রিপন মন্ডল | জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা ) |
হাসান মাহমুদ | সিকান্দার রাজা (জিম্বাবুয়ে ) | আজমাতুল্লাহ ওমরজাই ( আফগানিস্থান ) |
রকিবুল হাসান জুনিয়র | মোহাম্মদ নেওয়াজ (পাকিস্থান ) | রনি তালুকদার |
শামীম হোসেন পাটোয়ারী | হারিস রউফ (পাকিস্থান ) | পারভেজ হোসেন ইমন |
নাইম শেখ | শোয়েব মালিক (পাকিস্থান ) | রবিউল হক |
আলাউদ্দিন বাবু অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র )
রংপুর রাইডার্স দলের কোচ
রংপুর রাইডার্স দলের বর্তমান কোচ সোহেল ইসলাম। যিনি বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ।
রংপুর রাইডার্সের মালিক কে?
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের মালিক।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)