রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, ম্যাচটি শুরু হয়েছে আজ (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিট থেকে। বিপিএল ২০২৩ এর ১৫ তম ম্যাচে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচটিতে খুলনা টাইগার্স টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টসে হেরে এখন ব্যাট করছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচটির আপডেট স্কোর জানতে চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। এখানে বিপিএলের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট করা হয়।
রংপুর বনাম খুলনা লাইভ
→রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স
→রংপুর রাইডার্স : ১২৯ / ১০ ( ২০ ওভার )
→খুলনা টাইগার্স : ১২৯ / ১ ( ১৮.২ ওভার )
→ফলাফল : খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট
রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স বিপিএল ২০২৩ এর গ্রুপ পর্বে ১৫ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে। রংপুর রাইডার্স এর আগে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে পয়েন্ট তালিকায় ঠিক তিন নাম্বারে অবস্থান করছে অন্যদিকে খুলনা টাইগার্স তিনটি ম্যাচে তিনটিতেই পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে। রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচ টসে জয়লাভ করে দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিবে।
কারণ শীতের সময় রাতে অতিরিক্ত শিশির পড়ায় পিচ ভেজা থাকে, সেক্ষেত্রে প্রথম পাঁচ ওভার ফাস্ট বোলারা পিচ থেকে অতিরিক্ত সুবিধা পায়। শিশির ভেজা পিচের অতিরিক্ত অ্যাডভান্টেজ নিতে যে দল টসে জয়লাভ করবে তারা বিপক্ষ দলকে ব্যাটিংয়া আমন্ত্রণ জানাবে। চলুন দেখে আসি আজকের ম্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের স্কোয়াড।
রংপুর রাইডার্স এর স্কোয়াড আজকের ম্যাচে
অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স বিপিএল ২০২৩ এর এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটিটাই জয়লাভ করেছে। রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে অবস্থান করছে।রংপুর রাইডার্স আজকের ম্যাচে জয়লাভ করলে ফরচুন বরিশাল কে টপকে পয়েন্ট তালিকার দুই নম্বরে চলে যাবে। রংপুর রাইডার্স এর সেরা একাদশে দেখা যেতে পারে পাকিস্তানি স্পিড স্টার হারিস রাউফকে।
১.মোহাম্মদ নাঈম
২. রনি তালুকদার
৩. পারভেজ হোসেন ইমন ( W )
৪. শামীম হোসেন
৫. মেহেদী হাসান
৬. হারিস রউফ
৭. হাসান মাহমুদ
৮. আসমাতুল্লাহ ওমরজাই
৯. শোয়েব মালিক ( C )
১০. রবিউল হাসান
১১. রকিবুল হাসান
খুলনা টাইগার্সের স্কোয়াড আজকের ম্যাচে
খুলনা টাইগার্স বিপিএল ২০২৩ এ এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বলা যায়। খুলার টাইগার্সের তিনটি ম্যাচ খেলে তিনটিতে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে। আজকের ম্যাচে খুলনা টাইগার্স জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে। চলুন দেখে আসি আজকের ম্যাচে খোলা টাইগার্স এর স্কোয়াড।
১. তামিম ইকবাল ( C )
২. মাহমুদুল হাসান জয়
৩. মুনিম শাহরিয়ার
৪. নাসুম আহম্মেদ
৫. ওয়াহাব রিয়াজ
৬. আজম খান
৭. ইয়াসির আলী চৌধুরী রাব্বী
৮. আমাদ বাট
৯. মোহাম্মাদ সাইফুদ্দিন
১০. নাহিদুল ইসলাম
১১. পল ভ্যান মিকিরেন
আরো পড়ুন: বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ )