Info

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩ ( প্রথম মেধা তালিকা )

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩ প্রকাশ করেছ আজ বিকাল ৪টায়।  অনার্স ভর্তি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম সহ সকল বিস্থারিত যানান আজকের প্রতিবেদনে। এই ফলাফল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকার ফলাফল। কিভাবে অনার্স ভর্তির মেধাতালিকা ২০২৩ দেখবেন । দেখে নিন প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ না হলে কিভাবে ২য় বেধা তালিকায় আবেদন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ১ম মেধা তালিকা ২০২৩

বিষয়অনার্স ভর্তি ১ম মেধা তালিকার ফলাফল
মেধা তালিকাপ্রথম মেধা তালিকা
ফলাফল প্রকাশ১৮ই মে, ২০২৩
ফলাফল দেখার নিয়মঅনলাইন/এসএমএস
ভর্তি ফরম পূরণ২০/০৫/২০২৩ থেকে ৩০/০৫/২০২৩
অনলাইন ক্লাস শুরু০১/০৬/২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩ ( প্রথম মেধা তালিকা )

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৩ই মে. ২০২৩ তারিখে এবং ভরতর জন্য আবেদন করার শেষ তারিখ ছিল ৮ই মে। ভর্তি পরিক্ষা ৮দিন শেষ আজ ১৮ই মে ২০২৩ জাতীয় বিশবিদ্যালয় কর্তৃপক্ষ ১ম মেধা তালিকা প্রকাশ করে। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি ফলাসেদেখার নিয়ম অনুসরণ করে দেখে নিন আপনার ফলাফল।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩

অনার্স ১ম বর্ষের ভর্তি ফলাফল অনলাইনে দেখার নিয়ম

যে কোন মোবাইল অপারেটর নাম্বার থেকে  আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর তার পর সেন্ট করুন 16222 নাম্বারে। নিচে উদাহরণ আকারে দেওয়া হল: NU <space>ATHN<space> 456794 ( আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর ) তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে। 

অনার্স ভর্তি রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখার নিয়ম

১ম মেধা তালিকার ফলাফল অনলাইনে জানতে নিচের দেওয়া নিয়ম গুলো অনুসরণ করতে হবে।

১। আপনাকে প্রথমে http://app5.nu.edu.bd/nu-web/pinRetrievalForm লিংকে যেতে হবে।

২। প্রথম ঘরে আপনার এইসএসসি রোল নাম্বার দিতে হবে।

৩। দ্বিতীয় ঘরে আপনার এইসএসসি  বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

৪। তৃতীয় ঘরে এইসএসসি পাশের সাল দিতে হবে।

৫। চতুর্থ ঘরে আপনার জন্ম তারিখ তিতে হবে ( প্রথমে দিন তার পর মাস তারপর বছর )

৬। পঞ্চম ঘর থেকে Honours সিলেক্ট করতে হবে।

৭। সব শেষ Search বাটনে ক্লিক করতে হবে।

অনার্স ভর্তি রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখার নিয়ম 

অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর করনীয়

১। আপনি যদি ১ম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ১৮/০৫/২০২৩ থেকে ২৯/০৫/২০২৩ এর মধ্যে। অন্যথায় আপনি আর প্রথম মেধা তালিকায় ভর্তি হতে পারবেন না।

২।  অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পূরণের পর তা প্রিন্ট করে ভর্তি ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ২০/০৫/২০২৩ থেকে ৩০/০৫/২০২৩ তারিখের মধ্যে। 

৩। ১ম মেধা তালিকার শিক্ষার্থীরা ১ম বর্ষের অনলাইন ক্লাস করতে পারবে ০১/০৬/২০২৩ তারিখ থেকে। 

নোট: উপরিউক্ত কাজ গুলো মনযোগ সহকারে করতে হবে সঠিক সময়ের মধ্যে অন্যথায় আপনার নাম তালিকা থেকে চিলে যেতে পারে।

অনার্সে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগে

১। চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড ফটোকপি।

২। এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট ।

৩। এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল।

৪। এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড

৫। এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড।

৬। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।

৭।  পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।

৮।  জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।

৯। পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।

১০। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)

১১।  কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

নোট: প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে অবশ্যই নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি ২য় মেধা তালিকা কবে প্রকাশ

প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ ২৯/০৫/২০২৩। অন্যান্য বছরের ন্যায়ে এবারো প্রথম মেধা তালিকার ভর্তি শেষ ২য় মেধা তালিকার ফলাফল প্রকাশ করে থাকে সুতরাং ২য় মেধা তালিকার ফল পেতা আপনাকে ২৯শে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন: অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা ( সকল বিভাগ )

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (29 votes)

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button