রোনালদোর জোড়া গোলে ৫-০ গোলে জয় পেল পর্তুগাল

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১৬ অক্টোবর  দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে মাঠে নামে পর্তুগাল।

রোনালদোর জোড়া গোলে ৫-০ গোলে জয় পেল পর্তুগাল

ম্যাচ গোড়ানোর মাত্র পাঁচ মিনিটেই পেনাল্টির মধ্যমে রোনালদো গোল দিয়ে শুরু হয় পর্তুগালের গোল উৎসব। ২০ মিনিটের মাথায় জোয়াও ফেলিক্স এসিস্টে জোড়া গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

ম্যাচের ২৫ মিনিটে ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে দারুণ গোলে পায় ফের্নান্দেস। তখন ৩-০ গোল ব্যাবধানে এগিয়ে থাকে পর্তুগাল।  ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন জোয়াও ক্যানসেলো। এর পর কিছু সময় পর দর্শক মাঠে ঢুকে এগিয়ে যান রোনালদোর দিকে। তবে রোনালদোর কাছে পৌঁছানোর আগেই নিরাপত্তাকর্মীরা  তাকে ধরে ফেলে।

৪১তম মিনিটে সফরকারীরা শটে বসনিয়ার জালে পাঁচ নাম্বার গোলটি পায় পর্তুগাল। গোলটি শুরুতে অফসাইড বললেও পরে ভিএআরে দেখার পর ৫-০ গোলে এগিয়ে থাকে প্রথমার্ধে। ইউরো কোয়ালিফায়ারে পর্তুগাল “J” গ্রুপে ৮ ম্যাচের ৮টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পর্তুগাল।

পর্তুগালের পরবর্তী ম্যাচ ১৭ই নভেম্বার লিচটেনস্টাইনের বিপক্ষে বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে রাত ১ টা ৪৫ মিনিটে।

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Leave a Comment