স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন উক্তি, ছন্দ, বাণী এবং কবিতা

আমাদের জীবন চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয় চলা ফেরা হয় তবে সাবার সাথে ঘনিষ্ঠাতা হয়ে উঠে না। আর যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাই আর তাদের ব্যাবহারে যদি স্বার্থপরতা লক্ষ্য করেন তাহলে আপনার মনে সামান্য হলেও কষ্ট লাববে। আর সেই কষ্ট থেকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ও উক্তি প্রকাশে কিছুটা হলেও স্বস্তি দেই।

আপনার প্রিয়জন খুব সম্ভাবত আপনার সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত আছে তাই তাদেরকে কিছুটা হলেও বোঝাতে আপনি নিচের দেওয়া স্বার্থপর মানুষ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস প্রকাশ করতে পারেন।

স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস

স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস

স্বার্থপর মানুষকে স্বার্থপর বলে আপনার তেমন কোন লাভ বা উপকার হবে না যেটা হবে সেটা হল মনের প্রশান্তি।

  • পৃথিবীর সকল কাছের মানুষগুলো বেশিভাগ স্বার্থের কাছে বিক্রি। ভালো থাকুক পৃথিবীর সকল স্বার্থপর মানুষগুলো।
  • সার্থপর মানুষ গুলো শুধু অন্তর ভাঙ্গে না সাথে কলিজাটাও পুড়িয়ে দিয়ে যায়.
  • “কিছু কিছু ভালবাসা সাজিয়ে রাখার মধ্যে অনেক আনান্দ, আমি সেই আনান্দটুকু নিয়ে বাকিটা জীবন পার করে দিবো” ভালো থেকো প্রিয়,,,, বুকের মাঝে তোমার জায়গাটা ছিলো। হয়তো বুঝতে পারো নাই,,, আসলেই ভালোবাসা স্বার্থ দিয়ে হয়না।
  • বেচে থাকুক সেই স্বার্থপর ভালোবাসা ❤❤
  • সব আঘাতের প্রতিশোধ নিতে নেই 🌼 কিছু আঘাতের বিচার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়! 🌸
  • মুক্তো যেমন লুকিয়ে থাকে তাকে খুঁজে নিতে হয় তেমনি মানুষের ভীড়ে মানুষও লুকিয়ে থাকে তাকে বুঝে নিতে হয়।🙂🥀 যা তোমার মত স্বার্থপর মানুষের পক্ষে সম্ভাব হল না।
  • পৃথিবীতে মা ছাড়া সবাই স্বার্থপর।
  • হারানোর ব্যথা সেই বোঝে যে পেয়েও হারিয়েছে!🥹 বিচ্ছেদের যন্ত্রণা সেই বোঝে যে প্রচুর ভালোবেসেছে।💔
  • স্বার্থপর  তুই আজও আমার প্রতিটা নিশ্বাসে প্রিয়♥ আমি যে বছরপরও তোকে যত্ন করে বুকে আগলিয়ে রেখেছি প্রিয়।
  • পোড়া মনে দাগ লেগেছে কি দিয়া তারে মোছে বিরহ যন্ত্রণাতে এ মন লুকিয়ে কাদে😢😢😢
  • অবশেষ তারাই সফল যারা স্বার্থপর
  • অন্ধের শহরে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষকে বিশ্বাস করা সমান কথা।
  • অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে দেয়।

স্বার্থপর মানুষ নিয়ে উক্তি

স্বার্থপর মানুষ নিয়ে স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি

যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে, ততক্ষন ইশ্বরের প্রতি ভালবাসা অসম্ভব।

ব্রিটিশ কৌতুক অভিনেতা, লেখক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। ডেভিড মিচেল বলেছেন,

স্বার্থপরতা আত্মাকে কুৎসিত করে দেয় ।

ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন বলেন,

স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ।

থিঙ্ক এন্ড গ্রও রিচের লেখক নেপোলিয়ন হিল বলেন

মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্মে হয়, কখনোই স্বার্থপরতার ফলে নয়!

স্বামী বিবেকানন্দ বলেন,

অবিচল থাকুন। হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন।

রাজনীতিবিদ উইলিয়াম ই গ্ল্যাডস্টোন বলেন,

স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ।

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

স্বার্থপর মানুষ নিয়ে উক্তি

~শহর টা মিথ্যে ভালোবাসায় আসক্ত 😊

নতুন পেলে পুরাতন বিষাক্ত 💔🥀😴

-মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর 😄
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর 💔😔

-স্বার্থপর মানুষ গুলো শুধু অন্তর ভাঙ্গে না, সাথে কলিজায় পুড়িয়ে দিয়ে যায়।

-সে স্বপ্নের রানী সেজে আমাকে বিষাদময় জীবন উপহার দিয়েছে, ভালো থেকো সারাজীবন প্রিয়😓💔

– তোমাতে ডুবে যেতে চাই বলেই তো আজও সাঁতার শিখিনি।

– কেন যে স্বার্থপর মানুষটার মায়ায় আটকালাম, নিজের প্রতি ভালবাসাটা আর নেই, আর মানুষের প্রতি বিশ্বাস করার ক্ষমতাটা হারিয়ে গেছে ,সবশেষে তবুও চাই তুমি ভালো থেকো😢😢

– তুমি আমার কাছে সবচেয়ে দামী একজন মানুষ ছিলে সেটা প্রমান করে গিয়ে! – আমি হয়ে গেলাম সব থেকে খারাপ..!! 😅😔🙂🥀 ভালোবাসা সত্যিই সুন্দর 😅

-পৃথিবীর স্বার্থপর মানুষ কখনই অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব নিছু। অতীত মনে রেখে শুধু কষ্ট পায় বোমা মানুষ গুলো।

-মিথ্যাবাদি আর স্বার্থপর লোক কখনই বেশি দিন কারো কাছে ভাল থাকতে পারে না। সময়ের ব্যাবধানে আসল চেহারা ফুটে ওঠে।

স্বার্থপর মানুষ নিয়ে কবিতা

আজ আমরা স্বার্থপর দুনিয়াতে ঘেরা লেখা বেশ কিছু কবিতা প্রকাশ করবো। যেখানে স্বার্থপরতার মধ্যে জন্ম নিয়ে বড় হতে হতে আমরাও এক সাময় অভিজ্ঞ স্বার্থপর হয়ে উঠি। নিচ থেকে দেখে নিন স্বার্থপর মানুষ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

স্বার্থপর মানুষ নিয়ে কবিতা

১_এই পৃথিবীর মানুষ গুলো

~সত্যি খুব স্বর্থপর!

~আঘাত দিয়ে বলবে

~ব্যথা পেয়েছো…!🙂🥀

~কষ্ট দিয়ে বলবে-

~চুপচাপ কেন আছো…!😟

~আর কাঁদিয়ে বলবে-

~কাদছো কেন😌💔🥀

২-জিবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে না।

জিবনে হাসো, কিন্তু কাউকে কাদিয়ে না।

জিবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়।

জিবনে সুখি হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়।

কবিতার নাম স্বার্থপর 

৩-সবাই স্বার্থের নেশায় মগ্ন,

আমিও স্বার্থপর হতে চাই।

আমি চোখ মেলে দেখি স্বপ্ন,

আমি মরিচিকা ছুতে চাই।

আমি পৌঁছাতে চাই মনের গভীরে গোপন ঠিকানায়,

তার মনের ভিতরে স্বার্থের ভিড়ে আমার জায়গা নাই।

আমি অবলীলায় দেখি অভিনয়ে ডুবি তাহার ছলনায়,

কেনো চোখ বুঝে শুধু তাহারি ছবি স্থব্দ ভালবাসায়।

আমি মুক্তির আশায় হাটছি যে পথ সুখের স্টেশন কোথায়,

আমি আমার আমিতে হারিয়ে যেয়েই

ভাল থাকতে চাই।

স্বার্থপরের জায়গা মনের বন্ধ দরজায়,

আমি নিজের মাঝেই বিভর হয়েই

সুখি হতে চাই।

কবিতা: একা সুলতানা

স্বার্থপর মানুষ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

-প্রিয় বেলিফুল গুলো আজো তোমার চুল গুলো খুজে বেড়ায় আর কালো শাড়িটা যেন তোমার অপেক্ষায় বৃদ্ধ হতে চাইছেনা। সেই সাদাকালো চুড়িগুলো যেন আজো তোমার হাতটা ছুতে চায় ঠিক আমার মতো😔 ভালো থেকো শ্রেয়সী 🌼

-এই ছোট জিবনে চলার পথে

আপনাকে কথা শোনানোর মত অনেকেই পাবেন

কিন্তু আপনাকে বোঝার মত কাউকে পাবেন না।

পরিস্থিতি মানুষকে পাল্টাতে পারে কিন্তু অনুভূতি কখনো ভালবাসা পাল্টাতে পারে না।

-ভুলত মানুষ তখনি করে

যখন না বুঝে মানুষ কাউকে অন্ধের মত বিশ্বাস করে।

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Leave a Comment

error: Content is protected !!