বাংলাদেশ বনাম ভারত সিরিজ ২০২২ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি বছরের ৪ ডিসেম্বার থেকে শুরু হচ্ছে তিন ওয়ানডে এবং দুই টেস্ট। টি ২০ বিশ্বকাপের পর এমন একটা সিরিজকে বেশ আনন্দের সাথে দেখছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশ বনাম ভারত সিরিজ ২০২২ সময়সূচি তিন ওয়ানডে ও দুই টেস্ট
বছরের শেষে এমন একটা সিরিজ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য পরবর্তী বছরের জন্য দারুন এক পরিবর্তন আসতে পারে। ১ ডিসেম্বার বাংলাদেশে আসবেন ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বনাম ভারত সিরিজে ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়ক তামিম ইকবাল এবং ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান।
তারিখ | খেলার ধরন | মাঠ | সময় |
০৪-ডিসেম্বার-২০২২ | ১ম ওডিআই | মািরপুর | সকাল ১০টা |
০৭-ডিসেম্বার-২০২২ | ২য় ওডিআই | মািরপুর | সকাল ১০টা |
১০-ডিসেম্বার-২০২২ | ৩য় ওডিআই | মািরপুর | সকাল ১০টা |
১৪-১৮ ডিসেঃ-২২ | ১ম টেস্ট | চিটাগং | সকাল ১০টা |
২২-২৬-ডিসেঃ-২২ | ২য় টেস্ট | মািরপুর | সকাল ১০টা |
বাংলাদেশ বনাম ভারত সিরিজের ওয়ানডে স্কোয়াড
বাংলাদেশ বনাম ভারত সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসাইন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
বাংলাদেশ বনাম ভারত সিরিজে ভারতের ওয়ানডে স্কোয়াডঃ
শিখর ধাওয়ান ( অধিনায়ক ), সুবমান গিল, ইশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আবেশ খান
বাংলাদেশ বনাম ভারত সিরিজের টেস্ট স্কোয়াড
বাংলাদেশ বনাম ভারত সিরিজে বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
আরো জানুনঃ কোন ক্রিকেটারের বাড়ি কোন জেলায়
বাংলাদেশ বনাম ভারত সিরিজে ভারতের টেস্ট স্কোয়াডঃ
জসপ্রীত বুমরাহ ( অধিনায়ক ), সুবমান গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, বিরাট কোহলি, রিশাভ প্যান্ট, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজে )