Info
Trending

অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা সকল বিভাগ ( জাতীয় বিশ্ববিদ্যালয় )

অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা সকল বিভাগ , জাতীয় বিশ্ববিদ্যালয় 2023জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে সকল বিভাগের অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা দেয়া হলো। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আগ্রহের বিষয় থাকে প্রথম বর্ষে নিজ বিভাগের বইয়ের তালিকা নিয়ে। তাই আজকে আমরা সাইন্স, কমার্স ও আর্টস গ্রুপের  সকল বিভাগের অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা প্রকাশ করব। চলুন সবার আগে আমরা দেখে আসি আর্টসের কোন কোন সাবজেক্টে অনার্স করা যায় এবং সবগুলো বিভাগের অনার্স ১ম বর্ষের সাবজেক্ট তালিকা

অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা সকল বিভাগ ( জাতীয় বিশ্ববিদ্যালয় )

অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে বাংলা সাহিত্য আর্টসের জন্য অন্যতম একটি শীর্ষ সাবজেক্ট। তবে আর্টসের ছাত্র-ছাত্রী ছাড়াও বাংলা সাহিত্যের সাইন্স ও কমার্স এর ছাত্রছাত্রীরা এই সাবজেক্টে অনার্স করতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি অনুযায়ী বাংলা সাহিত্যের ৭০% সিট বরাদ্দ থাকে আসন বরাদ্দ থাকে আর্টসের ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি ৩০% আসুন সাইন্স ও কমার্স গ্রুপের ছাত্র-ছাত্রীদের জন্য। অনার্স ১ম বর্ষে বাংলা বিভাগে বইয়ের সংখ্যা সর্বমোট ৬ টি। যেখানে ৪টি মেজর সাবজেক্ট এবং ২টি নন মেজর সাবজেক্ট থাকে।  নিচে অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা দেওয়া হল।

অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

•আবশ্যিক  বিষয়: ৫টি

১.বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
২.বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
৩.বাংলা কবিতা -১
৪.বাংলা উপন্যাস -১
৫. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

ঐচ্ছিক বিষয়: ১টি

১.সমাজ বিজ্ঞান পরিচিতি / সমাজকর্ম পরিচিতি / রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (যেকোনো ১টি)

অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টি মূলত মানবিকের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ থাকে। তবে রাষ্ট্রবিজ্ঞানের ১০% আসন বরাদ্দ থাকে সাইন্স ও কমার্সের ছাত্র-ছাত্রীদের জন্য। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ১ম বর্ষে আবশ্যিক বিষয় থাকে পাঁচটি সাবজেক্ট এবং ঐচ্ছিক সাবজেক্ট থাকে একটি। চলুন জেনে আসি অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা।

•আবশ্যিক  বিষয়: ৫টি
১.রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ
২.পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা
৩.নির্বাচিত বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
৪.লোক প্রশাসন পরিচিতি
৫.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

•ঐচ্ছিক বিষয়
১.সমাজবিজ্ঞান পরিচিতি /সমাজকর্ম পরিচিতি

অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস সাবজেক্টে পুরোপুরি আর্টসের একটি সাবজেক্ট। ইসলামের ইতিহাসে ১০০% আসনই বরাদ্দ থাকে মানবিকের ছাত্রছাত্রীদের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ইসলামের ইতিহাস বিভাগে মোট ৬টি বিষয় থাকবে,  যেখানে ৫টি বিষয় থাকবে আবশ্যক ও ১টি অনাবশ্যক বিষয়। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা দেওয়া হলো

•আবশ্যিক বিষয় ৫টি
১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২.মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০)
৩.মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮)
৪.স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)
৫.সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস।

•ঐচ্ছিক বিষয় ১টি
১.সমাজবিজ্ঞান পরিচিতি / সমাজকর্ম পরিচিতি / রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ( যেকোনো ১টি)

অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি সাবজেক্টটি আর্টসের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন বন্টনের নিয়ম অনুযায়ী অর্থনীতির ৮০% আসুন বরাদ্দ থাকে মানবিকের ছাত্রছাত্রীদের জন্য বাকি ২০% আসুন বরাদ্দ থাকে সাইন্স ও কমার্সের ছাত্র-ছাত্রীদের  জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি বিভাগে অনার্স ১ম বর্ষে মোট ৬টি বিষয় থাকে, যেখানে ৫টি বিষয় আবশ্যিক ও ১টি বিষয় থাকে ঐচ্ছিক। চলুন দেখে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা

• আবশ্যিক বিষয় ৫টি
১. মৌলিক ব্যষ্টিক অর্থনীতি
২. মৌলিক সমষ্টিক অর্থনীতি
৩. মৌলিক গণিত
৪. মৌলিক পরিসংখ্যান
৫. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

•ঐচ্ছিক বিষয় ১টি
১. সমাজবিজ্ঞানের / পরিচিতি সমাজকর্ম ( যেকোনো ১টি)

অনার্স ১ম বর্ষের ভূগোল বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভূগোল সাবজেক্টে আরসের সাবজেক্ট হলেও ভূগোলে  প্রত্যেক ইয়ারে ৮০০ মার্কস এর মধ্যে ৩০০ মার্কসই প্র্যাকটিক্যাল থেকে আসে। আর ভূগোল প্রাকটিক্যালে প্রচুর ম্যাথ এবং চিত্র আঁকতে হয়। ফলে আর্সের ছাত্র-ছাত্রীদের কাছে সাবজেক্ট কি ঠিক অতটা সহজ মনে হয় না। চলুন দেখে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  ভূগোল প্রথম বর্ষে কি কি বই রয়েছে

১.আধুনিক ভূমিরূপ বিজ্ঞান
২.ভূগঠন ও ভূমিরূপ বিদ্যা
৩.ব্যবহারিক ভূগোল
৪.মানব ভূগোল

অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

সমাজ বিজ্ঞান সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ১০০% আসন বরাদ্দ থাকে। অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান বিভাগের মোট ছয়টি সাবজেক্ট রয়েছে যেখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একটি কমন সাবজেক্ট। এছাড়াও সমাজবিজ্ঞান পরিচিতি,  সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা ইত্যাদি সাবজেক্ট রয়েছে। নিচে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দেয়া হলো

১.সমাজ বিজ্ঞান পরিচিতি
২.সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা
৩.রাজনৈতিক সমাজবিজ্ঞান
৪.সামাজিক সমস্যা
৫.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৬.রাজনৈতিক তত্ত্বের ভূমিকা

অনার্স ১ম বর্ষের ইংরেজি  বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিভাগের  ৭০% আসন বরাদ্দ  থাকে মানবিকের  ছাত্রছাত্রীদের। ইংরেজি বিভাগে অনার্স ১ম বর্ষে মোট ৬টি বই রয়েছে যার মধ্যে একটি কমন সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষে আরো রয়েছে Reading skill, writing skill সর্বমোট ছয়টি বই। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা দেওয়া হল

1.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
2.Reading skill
3.Writing skill
4.poetry
5.prose
6.political Theory

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কমার্স (ব্যবসায়ী) বিভাগে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে অনার্স করতে গেলে প্রথম বর্ষে কি কি সাবজেক্ট পেতে পারেন তা নিচে আলোচনা করা হলো। আশা করি ছাত্র-ছাত্রীদের জন্য বিষয়টি উপকারে আসবে।

অনার্স ১ম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞান সাবজেক্টে ৯০% আসন বরাদ্দ থাকে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য। বাকি ১০% আসন বরাদ্দ থাকে মানবিক ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে সাবজেক্ট রয়েছে মোট ৬টি তার মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একটি কমন সাবজেক্ট। এছাড়াও প্রিন্সিপালস অফ একাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিনান্স ইত্যাদি সাবজেক্ট কি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা নিচে দেওয়া হল।

1.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
2.Principles of accounting
3.Principles of finance
4.principle of management
5.principal of marketing
6.micro economics

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা ( ম্যানেজমেন্ট) বিভাগের বইয়ের তালিকা

ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য আসন বরাদ্দ থাকে ৯০% বাকি ১০% আসন সাইন্স এবং আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগে অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সহ মোট ছয়টি সাবজেক্ট রয়েছে নিচে তালিকা আকারে দেয়া হলো।

১.ব্যবসায় পরিচিতি ( introduction to business)
২.ব্যবস্থাপনা নীতিমালা (principales of management)
৩.হিসাব বিজ্ঞান নীতিমালা (principales of accounting)
৪.বাজারজাতকরণ নীতিমালা (principles of Marketing)
৫.ব্যষ্টিক অর্থনীতি (micro economics)
৬.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (History of the emergency of independent Bangladesh)

অনার্স ১ম বর্ষের  ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টটির অনার্সে ৯০% আসন বরাদ্দ থাকে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য বাকি ১০% মানবিক ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও ব্যষ্টিক অর্থনীতি সহ মোট ৬টি সাবজেক্ট রয়েছে যেটি তালিকা সহ নিচে দেয়া হল।

১.হিসাব বিজ্ঞান নীতিমালা (principles of accounting)
২. অর্থনীতি নীতিমালা (principles of finance)
৩.বাজারজাতকরণ নীতিমালা (principles of Marketing)
৪.ব্যবস্থাপনা নীতিমালা (principles of management)
৫.ব্যষ্টিক অর্থনীতি (micro economics)
৬.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (History of the emergency of independent Bangladesh)

অনার্স ১ম বর্ষের  মার্কেটিং বিভাগের বইয়ের তালিকা

মার্কেটিং সাবজেক্টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯০% আসন বরাদ্দ থাকে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য। বাকি ১০% বিজ্ঞান ও মানবিকের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে মার্কেটিং বিভাগে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, কম্পিউটার পরিচিতি ইত্যাদি সহ মোট ছয়টি সাবজেক্ট রয়েছে যা নিচে দেয়া হলো।

১.ব্যবসায় পরিচিতি (Introduction to business)
২.বাজারজাতকরণ নীতিমালা-১ ( principles of Marketing-)
৩.অর্থনীতি নীতিমালা ( financial accounting)
৪.ব্যবস্থাপনা নীতিমালা (principales of management)
৫.কম্পিউটার পরিচিতি (introduction to computer)
৬.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের সকল ডিপার্টমেন্ট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যে যে সাবজেক্টে অনার্স করা যায় প্রত্যেকটি সাবজেক্ট বা বিভাগের অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা দেয়া হলো।

অনার্স ১ম বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টটি ১০০% আসন বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ। গণিত  বিভাগে অনার্স প্রথম বর্ষে কমন সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সহ রয়েছে মোট ৬ টি সাবজেক্ট।

১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২.ফান্ডামেন্টাল ক্যালকুলাস-১
৩.লিনিয়ার আলজেব্রা
৪.জ্যামিতি ফিজিক্স-১
৫.ফিজিক্স-২
৬.কেমিস্ট্রি-১

অনার্স ১ম বর্ষের রসায়ন বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন সাবজেক্টে ১০০% আসন বরাদ্দ থাকে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের জন্য। অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সহ মোট ৭টি সাবজেক্ট রয়েছে। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা দেওয়া হল।

১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২.ভৌত রসায়ন
৩.জৈব রসায়ন
৪.অজৈব রসায়ন
৫.ফান্ডামেন্টাল অফ ম্যাথ ফিজিক্স-১
৬.ফিজিক্স টু
৭.ক্যালকুলাস

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

পদার্থ বিজ্ঞান সাবজেক্টেটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রীরা অনার্স করার সুযোগ পাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে সর্বমোট ছয়টি সাবজেক্ট রয়েছে

১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২.বলবিদ্যা বস্তুর ধর্ম ও তরঙ্গ ধর্ম
৩.তাপ ও তাপ গতিবিদ্যা
৪.মৌলিক গণিত
৫.ক্যালকুলাস-১
৬.রসায়ন-১

অনার্স ১ম বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিদ্যা সাবজেক্টটির ১০০% আসন বরাদ্দ থাকে ছাত্রীদের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে প্রাণিবিদ্যা সাবজেক্টিতে নাম্বারের একটি বড় অংশ থাকে প্রাকটিক্যাল থেকে। চলুন দেখে আসি প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা

১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
২.প্রাণিবিদ্যা ১ম পাঠ
৩.পেট্রোজোয়া উদ্ভিদবিদ্যা
৪.রসায়ন
৫.প্রাকটিক্যাল

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2022-2023

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button