Info

পহেলা বৈশাখ ২০২৩ কত তারিখ | পহেলা বৈশাখ ইংরেজি তারিখ 2023

পহেলা বৈশাখ ২০২৩ কত তারিখ জানতে চান অনেকেই। বাংলা সাল ১৪২৯ শেষ হয়ে আসছে নতুন বছর ১৪৩০। আমরা জানি বাংলা সালের ১২ টি মাসের প্রথম মাস বৈশাখ এবং শেষ মাস চৈত্র। এখন বাংলা ১৪২৯ বঙ্গাব্দ, চৈত্র মাস। আর কিছুদিন পরেই চৈত্র মাস শেষ হয়ে ১৪২৯ বঙ্গাব্দের পর আসবে বাংলা সালের নতুন বছর ১৪৩০ পহেলা বৈশাখ ২০২৩ ইংরেজি তারিখ কত তা নিচে সঠিকভাবে দেওয়া হল।

পহেলা বৈশাখ ২০২৩ কত তারিখ

পহেলা বৈশাখ ২০২৩ কত তারিখ

বাংলা নতুন বছর ১৪৩০ পহেলা বৈশাখ ২০২৩ ইংরেজি তারিখ আগামী ১৪ই এপ্রিল, শুক্রবার। অর্থাৎ ইংরেজি ২০২৩ সালের ১৪ই এপ্রিল, শুক্রবার বাংলা নতুন বছর ১৪৩০ পহেলা বৈশাখ শুরু হবে। পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতির জন্য এক উৎসবের দিন, সমগ্র বাঙালির নববর্ষের দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে বাঙালির ঘরে ঘরে বয় উৎসবের আমেজ। এদিন প্রত্যেক বাঙালি একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, “শুভ নববর্ষ বলে ”

১লা বৈশাখ ১৪৩০ | পহেলা বৈশাখ ইংরেজি কত তারিখ 2023

বাংলা সালের প্রবর্তক সম্রাট আকবর ৯৬৩ হিজরী থেকে বাংলা সাল গণনা শুরু হয়। ইতিমধ্যে বাংলা সাল পার করতে চলেছে ১৪২৯ টি বঙ্গাব্দ। পহেলা বৈশাখ ১৪৩০ শুরু হবে ইংরেজি ১৪ এপ্রিল, শুক্রবার, ২০২৩ সাল। পহেলা বৈশাখে পুরো বাঙালি জাতির বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে মহা ধুমধামে শুরু করে বর্ষবরণ সবাই গেয়ে ওঠে রবীন্দ্রনাথের গান,

এসো, এসো, এসো হে বৈশাখ
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।

বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা। এদিন প্রত্যেক বাঙালি একে অন্যের সাথে দেখা হলে বিভিন্ন, গানে কবিতায় জানাই নববর্ষের শুভেচ্ছা। নিচে পহেলা বৈশাখের শুভেচ্ছা ছবি ও এসএমএস দেওয়া হল।

পহেলা বৈশাখের শুভেচ্ছা ছবি ও এসএমএস

বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে পুরাতন বছরের সমস্ত গ্লানি মুছে নববর্ষের পুনরুজ্জীবনে আহ্বান করে বলেন,

পহেলা বৈশাখের শুভেচ্ছা ছবি ও এসএমএস
পহেলা বৈশাখের শুভেচ্ছা ছবি ও এসএমএস

 

এসো, এসো, এসো হে বৈশাখ
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অস্ত্রবাষ্প সুদরে মিলাক

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নি স্নানে সূচি হোক ধরা।

রসের আবেশরাশি শুষ্ক করে দাও আসি,
আনো, আনো, আনো তব প্রলয়ের শাখ।
মায়ার কুজ্ঝটি জাল যাক দূর হয়ে যাক।

বাজে ঢোল বাজে ঢাক
ওই এল বৈশাখ!
মেলা হবে খেলা হবে
হবে কবিগান।

আরো পড়ুন: হাত কাটা পিক

পরিশেষে আমরা বলতে পারি বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনাকে অপরাজ এই শক্তি ও মহিমায় পূর্ণ করুক এই হোক আমাদের শুভকামনা।

আরো পড়ুন: রোজার ঈদ ২০২৩ কত তারিখে 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (4 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button